অতিথি লেখক- আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।
গবেষণায় জ্ঞানের পাশাপাশি নির্বুদ্ধিতা বা অজানার স্বীকারোক্তিও গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে, নতুন কিছু আবিষ্কারের পথে আমরা যত বেশি জটিল প্রশ্নের মুখোমুখি হই, তত বেশি নিজেদের অজ্ঞ মনে হতে পারে। এই অনুভূতিই আমাদের আরও জানার তাগিদ দেয়, গবেষণার গভীরে যেতে উদ্বুদ্ধ করে।
একজন গবেষক যদি মনে করেন যে সবকিছু জানেন, তাহলে তার শেখার প্রক্রিয়াটি থেমে যায়। সৃষ্টিশীলতা, নতুন আইডিয়া এবং উদ্ভাবনের ভিত্তি হলো সেই প্রশ্নগুলো, যেগুলোর উত্তর আমরা জানি না। তাই, গবেষণায় নির্বুদ্ধিতাকে ভয় পাওয়ার কিছু নেই, বরং সেটাই এগিয়ে যাওয়ার পথ তৈরি করে।
অজানাকে স্বীকার করার মধ্যে দিয়েই নতুন জ্ঞানের দুয়ার উন্মোচিত হয়!
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/15fa7ccFbC
Leave a comment