উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ

সুইডেনে পুরো টিউশন ফি মওকুফের সুযোগ: কে.টি.এইচ স্কলারশিপ!

Share
Share

সুইডেনের কে.টি.এইচ. স্কলারশিপ: আন্তর্জাতিক বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ টিউশন ফি মওকুফের সুযোগ!

সুইডেনের মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান KTH Royal Institute of Technology (কে.টি.এইচ রয়্যাল ইন্সটিটিউট অফ টেকনোলজি) ২০২৪ সালের স্নাতকোত্তর প্রোগ্রামে (এক অথবা দুই বছরের) অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি মওকুফকারী বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে। বৈশ্বিক মানের পাঠক্রম, উন্নত গবেষণা সুযোগ এবং টেকসই উন্নয়নে অবদানের উপর জোর দেওয়ার মাধ্যমে কে.টি.এইচ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি-নির্ভর শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে।

কে.টি.এইচ স্কলারশিপ কী অফার করে?

কে.টি.এইচ স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ পায়, যা প্রথম বর্ষে ভালো ফলাফল বজায় রাখলে দ্বিতীয় বর্ষেও অব্যাহত থাকবে। তবে এই স্কলারশিপ জীবনযাত্রার ব্যয় বহন করে না; শিক্ষার্থীদের নিজস্ব উৎস থেকে থাকার, খাওয়ার ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করতে হয়।

প্রধান বৈশিষ্ট্য:

. অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্বের মূল্যায়ন: বৃত্তি প্রাপ্তিতে প্রার্থীর পূর্ববর্তী একাডেমিক রেজাল্ট, বিশ্ববিদ্যালয়ের মান, গবেষণা ও কর্ম-অভিজ্ঞতা, প্রকাশনা, এবং সহশিক্ষামূলক কার্যক্রম মূল্যায়ন করা হয়।
২. টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি: আবেদনকারীদেরকে জানাতে হয় কীভাবে তারা তাদের স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করে বৈশ্বিক টেকসই উন্নয়নে অবদান রাখতে চান।
৩. বিশ্বমানের সুযোগ: কে.টি.এইচ-এ পড়াশোনা করে বৈশ্বিক বিজ্ঞানী, গবেষক অথবা উদ্যোক্তা হওয়ার একটি নিশ্চিত ভিত্তি গড়ে তোলা যায়। আন্তর্জাতিক পরিসরে জ্ঞান-বিনিময়, কারিগরি দক্ষতা অর্জন ও গবেষণার মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনে অনন্য মাত্রা সংযোজিত হয়।

আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া

আবেদন শুরুর তারিখ: ১ ডিসেম্বর ২০২৪

আবেদন শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৫

আপনি University Admissions ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, যেখানে আপনি চারটি পর্যন্ত প্রোগ্রাম পছন্দের ক্রমানুসারে তালিকাভুক্ত করতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্ট ৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এবং ইইউ/ইইএ এর বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য আবেদন ফি (SEK 900) পরিশোধ করতে হবে।

কে.টি.এইচ. অফিসিয়াল ওয়েবসাইটে বর্ণিত আবেদন পদ্ধতি:

স্কলারশিপের আবেদন ফর্ম কেএইচের ওয়েবসাইটে আবেদনকালীন সময়ে সক্রিয় থাকে। আলাদা কোন অতিরিক্ত ডকুমেন্ট সাবমিটের প্রয়োজন হয় না, কারণ আবেদনের মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্য Universityadmissions.se থেকে সংগ্রহ করা যায়।

প্রার্থীকে অবশ্যই কে.টি.এইচ-এ স্নাতকোত্তর প্রোগ্রামে প্রথম পছন্দ হিসেবে আবেদন করতে হবে।

আবেদন ফি পরিশোধ করতে হবে (যদি প্রযোজ্য হয়) এবং অবশ্যই ফি-পরিশোধকারী শিক্ষার্থী (Fee-paying student) হতে হবে।

যোগ্যতা ও প্রোগ্রাম সংক্রান্ত নির্দেশিকা

প্রায় সব স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ প্রযোজ্য।

যৌথ Erasmus+, EIT Digital, EIT InnoEnergy, EIT Urban Mobility, Nordic Five Tech প্রোগ্রাম এবং Computer Simulations for Science and Engineering-এর ক্ষেত্রে সাধারণ কে.টি.এইচ স্কলারশিপ প্রযোজ্য নয়। তবে কিছু নির্দিষ্ট যৌথ প্রোগ্রামের (যেমন Molecular Techniques in Life Science, Biostatistics and Data Science, Innovative Technology for Healthy Living – EIT Health) জন্য KTH Joint Programme Scholarship-এর সুযোগ রয়েছে।

টেকসই উন্নয়ন ও কে.টি.এইচ:

কে.টি.এইচ টেকসই উন্নয়নের মূলনীতি ধারণ করে চলে। আপনার শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে কীভাবে টেকসই উন্নয়নে অবদান রাখতে পারবেন, সেটি আবেদন প্রক্রিয়ার সময় বর্ণনা করতে হবে। কে.টি.এইচ মনে করে এর শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটগণ আগামী দিনে সমাজকে আরো টেকসই পথে এগিয়ে নেবে।

চূড়ান্ত নির্বাচন পদ্ধতি:

প্রথমে আপনার নির্বাচিত প্রোগ্রামে ভর্তি-যোগ্যতা মূল্যায়ন করা হবে। এরপর স্কলারশিপের জন্য নির্বাচন করা হবে নিম্নোক্ত মানদণ্ডের ভিত্তিতে:

আপনার একাডেমিক ফলাফল (GPA বা সমমান)

আপনার স্নাতক ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানের মান ও বিশ্ব র‍্যাঙ্কিং

আপনার সহশিক্ষামূলক গবেষণা অভিজ্ঞতা, প্রকাশনা, প্রাসঙ্গিক কর্মজীবন, শিক্ষাদান অভিজ্ঞতা, পুরস্কার বা বিশেষ অর্জন

আপনার টেকসই উন্নয়নে অবদানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিজ্ঞতা:

২০১৯ সালের স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী ইউক্সুয়ান হুয়াং বলেছেন, “যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কোথায় স্নাতকোত্তর পড়া শুরু করা উচিত, আমি নির্দ্বিধায় কে.টি.এইচ. বলব। এখানকার শান্তিপূর্ণ পড়াশোনা পরিবেশ ও ভবিষ্যৎ নিয়ে ভাবার পর্যাপ্ত সময় আপনার থাকবে।”

অন্যদিকে ২০২০ সালের স্কলারশিপ বিজয়ী ক্যাটলিন উল্লেখ করেন, “কে.টি.এইচ স্কলারশিপ আমাকে আর্থিকভাবে সুইডেনে যাওয়া সম্ভব করেছে। এখানে পড়তে এসে আমি মেডিকেল ইনোভেশনের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করেছি যা আমার জন্য অত্যন্ত মূল্যবান।”

প্রোগ্রাম তালিকা ও বিস্তারিত তথ্য:

আপনি কে.টি.এইচ-এর ওয়েবসাইটে সব স্নাতকোত্তর প্রোগ্রামের তালিকা, বিষয়ভিত্তিক প্রোগ্রাম ব্রাউজিং, ভর্তি প্রক্রিয়া, প্রবেশযোগ্যতা শর্ত, ফি ও স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। যে কোন প্রশ্নের জন্য KTH International Student Recruitment অফিসের সাথে যোগাযোগ করতে পারেন।

সারসংক্ষেপ:

কে.টি.এইচ রয়্যাল ইন্সটিটিউট অফ টেকনোলজি আন্তর্জাতিক বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ২০২৪ সালের স্নাতকোত্তর প্রোগ্রামে পূর্ণাঙ্গ টিউশন ফি মওকুফকারী স্কলারশিপ দিচ্ছে। একাডেমিক যোগ্যতা, গবেষণা অভিজ্ঞতা ও টেকসই উন্নয়নে অবদানের প্রত্যয় স্কলারশিপ নির্বাচনের প্রধান মানদণ্ড। সময়মতো আবেদন, প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল এবং আবেদন ফি পরিশোধের মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার্থীরাও এই সুযোগ গ্রহণ করতে পারেন। এ সুযোগ শুধু উচ্চমানের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক প্রশিক্ষণই নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক পরিবেশে নিজেকে প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট পথ রচনা করবে।

[বিদ্র সংগ্রহীত পোস্ট]

বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন: https://www.kth.se/en/studies/master/admissions/scholarships/kth-scholarship-1.72827

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগসাক্ষাৎকার

কঠিন পথ পেরিয়ে শিখরে: অধ্যাপক ইসমাইল মো. মফিজুর রহমানের অনুপ্রেরণামূলক যাত্রা!

যদি কেউ বলে, সফলতার চূড়ায় পৌঁছাতে হলে সংগ্রাম এবং অধ্যবসায়ের দরকার, তবে...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইংরেজি কথা বলা এবং লেখার দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরী!

প্রফেসর- ড. মোহা: ইয়ামিন হোসেন ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য...

অন্যান্যউচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ

বিশ্বব্যাপী পিএইচডি ও পোস্টডক পজিশনের আপডেট!

লেখক- আজিজুল হক ইয়েংনাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আজকাল অনেকেই উচ্চশিক্ষা বা পোস্টডক...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ

স্কলারশিপে বিদেশে উচ্চশিক্ষা: মেয়েদের জন্য বাঁধা নয়, সম্ভাবনার দুয়ার !

লেখক: প্রফেসর ড মোহাঃ ইয়ামিন হোসেনফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের মেয়েরা উচ্চশিক্ষার...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ

আপনার স্কলারশিপ খোঁজার যাত্রা সহজ ও দ্রুত!

আজিজুল হক স্কলারশিপ খোঁজার কিছু মাধ্যম শেয়ার করেছেন,যা আমাদের নবীন প্রজন্মের শিক্ষার্থীদের...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.