শাহিনুজ্জামান শাহিন
ফেলো- এফ ডি এ, আমেরিকা
যারা বিদেশে পিএইচডি-র জন্যে আবেদন করার কথা ভাবতেছেন তাদের জন্যে সিভি একটি গুরুত্ব পূর্ণ হাতিয়ার। সিভিটি যদি সুন্দর/আকর্ষণীয় করে সাজাতে না পারেন তাহলে প্রফেসর বা হায়ারিং অথরিটি সম্ভাব্য তালিকা থেকে আপনাকে এই বলে বাদ দিবে যে আপনার মধ্যে নিজেকে স্মার্ট উপায়ে উপস্থাপনের স্কিল নাই। কিভাবে সাজালে আপনার সিভিটি আকর্ষণীয় হবে এই বিষয়ে একদম বেসিক কিছু পরামর্শ-
প্রথম
সিভিকে দুই পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখবেন।
দ্বিতীয়
সিভিটি লিখবেন অধিক পরিচিত কোন ফন্ট স্টাইল ও সাইজ (Times New Roman/Arial, 11/12) ব্যবহার করে। কোন কালার ব্যবহার করা যাবেনা। আর সব কিছু লিখবেন লেফট এলাইনমেন্ট ব্যবহার করে।
তৃতীয়
সিভিতে কোন ছবি ব্যবহার করা যাবেনা। নাম, করেস্পন্ডিং এড্রেস, ইমেইল আইডি ও ফোন নাম্বার ছাড়া অন্য কোন ব্যক্তিগত তথ্য সিভিতে লিখা যাবেনা।
চতুর্থ
তথ্য উপস্থাপনের জন্যে কোন টেবিল ফরমেট বা অন্য কোন জটিল ফরমেট ব্যবহার করা যাবেনা।
পঞ্চম
প্রথম পৃষ্ঠায় শুরুতে অবশ্যই সামারি লিখবেন যাতে ৩/৪ টি বাক্যে আপনার অর্জিত যোগ্যতা, জ্ঞান ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে বলতে হবে।
ষষ্ঠ
প্রথম পৃষ্ঠাতে Education এর পর Skills লিখতে হবে। ওয়েট ল্যাব, ড্রাইল্যাব স্কিল, প্রোগ্রামিং/কম্পিউটেশনাল স্কিল, বিভিন্ন সফ্টওয়ার স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল এসব সুন্দর করে সহজভাবে লিখতে হবে।
সপ্তম
এরপর পাবলিকেশান্স যদি থাকে সেগুলো লিখতে হবে। জার্নাল আর্টিকেল ও কনফারেন্স পেপার সব একসাথে বা আলাদা করেও লেখা যেতে পারে।
অষ্টম
কোন কনফারেন্সে যোগ দিয়ে থাকলে সেগুলো (নাম, তারিখ ও স্থান) উল্লেখ করতে হবে।
নবম
রেফারীদের নাম অপশনাল। তবে দিতে চাইলে সংক্ষেপে তাদের নাম, এফিলিয়েশান, ইমেইল এড্রেস দিতে হবে। নামের পাশে আপনার সাথে কি সম্পর্ক (শিক্ষক, মাস্টার্স সুপারভাইজর ইত্যাদি) এটা লিখে দিলে ভালো। কোন শিক্ষকের নাম দেয়ার আগে অবশ্যই উনাকে জানিয়ে দিবেন।
এভাবে সিভি সাজানোর পর অবশ্যই তা কোন সিনিয়র বা শিক্ষককে দিয়ে চেক করিয়ে নিবেন।
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
Leave a comment