২০১০ ডিসেম্বর ০৬
বিজ্ঞপ্তি
মনোজকুমার দ. গিরিশ: অতিথি সম্পাদক, বিজ্ঞানী.org
প্রিয় বিজ্ঞানী,
নতুন বছরের আগাম শুভেচ্ছা।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মনোজকুমার দ. গিরিশ বিজ্ঞানী.org এর অতিথি সম্পাদক হিসাবে ১ জানুয়ারী ২০১১ সাল থেকে আপনাদের সবাইকে সেবা প্রদান করবেন।
মনোজকুমার দ. গিরিশ – এর সংক্ষিপ্ত জীবনীঃ
“জন্ম ১৯৪৫ পূর্ববঙ্গে। লেখাপড়া, চাকুরি কোলকাতায়। বি.এ.;এল.ই.ই। অবসরপ্রাপ্ত। কম্পিউটারে প্রথাগত শিক্ষা নেই। বাংলা ইউনিকোড ফন্ট নির্মাতা।"
ইমেল:manojkumardgirish@yahoo.com
আসুন আমরা সবাই মনোজকুমার দ. গিরিশকে বিজ্ঞানী.org–এ স্বাগত জানাই।
অনুপম শুভেচ্ছা।
শফিউল ইসলাম
বিজ্ঞানী.org টিম
মনোজ দা কে শুভেচ্ছা আমি দিতে চাই না শুধু জানতে চাই ,
কতটুকু বাংলাকে ভালোবাসলে মনোজকুমার দ.গিরিশ হওয়া যায়,
কতটুকু জানা থাকলে,দায়িত্ব বান হওয়া যায়।
কতটুকু বিসর্জন দিলে, বাংলাকে বর্ণকে সন্তানের মতো যত্ন করা যায়।
এ সব জানতে চাই আমি ঠিক মনোজ দার মতো।
রায়হান
সৌদী আরব থেকে
ধন্যবাদ raihanisha, (রায়হান) মাতৃভাষাকে কেউ একটুও কম ভালোবাসে না আপনার আবেগ উচ্ছ্বাস সে কথাই প্রমাণ করে সৌদি আরবে বসে যেভাবে আপনি বাংলাকে ভালোবাসছেন তা আমরা সানন্দে উপলব্ধি ও উপভোগ করছি দূরে গেলে আরও বেশি মন কেমন করে, মাকে যেন কাছে পাইনে এটাই তো সকলের প্রাণের কথা, আপনি সেটাই জানিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনার মতোই সোচ্ছ্বাসে
মনোজকুমার দ. গিরিশ ১২/১২/২০১০ কোলকাতা