উদ্দীপনার খেলাঘর

                                                 অধ্যায় – ৫ (স্পেস-টাইম)

 

পদার্থবিদ্যার বহু শাখা যেমন “ক্লাসিকাল মেকানিক্স”, “স্পেশাল থিয়োরি অফ রিলেটিভিটি”, “জেনারেল থিয়োরি অফ রিলেটিভিটি”-র ভিৎ হলো “স্পেস-টাইম”। কখনও ভেবে দেখেছ যে কেন মানুষের বাস্তব দৃষ্টিভঙ্গি শুধু দূরত্ব ও সময় মাত্রার বেড়াজালে আবদ্ধ ? কেন আমাদের উপলব্ধি “স্পেস-টাইম” প্রেক্ষাপট (ব্যাকগ্রাউন্ড)  ছেড়ে বেরোতে পারে না ? এই প্রশ্নের উত্তর খুব সম্ভবত লুকিয়ে আছে “গামা তরঙ্গে”। বস্তুত স্লো ওয়েভ স্লিপ, রাপিড আই মুভমেন্ট ফেজ ও জাগ্রত অবস্থায় অন্যান্য তরঙ্গের পাশাপাশি ৪০ হার্ৎজ্ কম্পাঙ্কের গামা তরঙ্গও আমাদের মস্তিষ্কে উপস্থিত থাকে । সেরিব্রাল কর্টেক্স ও থ্যালামাস সংযোগকারী যে নিউরাল লুপগুলিতে গামা তরঙ্গ বয়ে চলে, তারা আমাদের মস্তিষ্কে “স্পেস” বা “স্থান”-র  অনুভূতি জাগায় এবং গামা তরঙ্গ বহনকারী অন্যান্য নিউরাল লুপগুলি যারা সেরিব্রাল কর্টেক্স-র সাথে মিডব্রেইন ও অন্যান্য অংশকে সংযুক্ত করে তারা মস্তিষ্কে “টাইম” বা “সময়”-র উপলব্ধির জন্ম দেয়। ৪০ হার্ৎজ্ কম্পাঙ্কের এই গামা তরঙ্গ এই সকল নিউরাল লুপগুলির মধ্যে রেজোনেন্স ঘটিয়ে আমাদের মস্তিষ্কে তৈরি করে “স্পেস-টাইম”-র ধারণা।

Diganta Paul
Latest posts by Diganta Paul (see all)

About Diganta Paul

জন্ম: ১৯৮৯ সালে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলায়। শিক্ষা: প্রাথমিক, মাধ্যমিক, ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা হাওড়া জিলা স্কুলে। এরপর কলকাতার "সেইন্ট থমাস্ কলেজ অফ এঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি" কলেজ থেকে বৈদ্যুতিক কারিগরিবিদ্যা নিয়ে প্রযুক্তিতে স্নাতক (B.Tech. in Electrical Engineering)। পেশা: তথ্য প্রযুক্তি পেশাদার (IT Professional)। নেশা: বিজ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে পড়াশোনা ও চিন্তাভাবনা। এছাড়াও বিজ্ঞান প্রবন্ধ, বিজ্ঞান নিবন্ধ, কল্পবিজ্ঞান ভিত্তিক গল্প, কল্পবিজ্ঞান কবিতা, গাণিতিক কল্পকাহিনী, বিজ্ঞান নাটক, ও বিজ্ঞান কবিতা লেখা। উল্লেখযোগ্য পুরস্কার: বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কর্তৃক প্রদত্ত অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি রৌপ্য পদক যোগাযোগ: digantapaul5@gmail.com

Check Also

ধ্যান ও মস্তিষ্ক

আমাদের মস্তিষ্কের উপর নিয়মিত ধ্যানের অভ্যাস খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নিয়মিত ধ্যানের অভ্যাস মনুষ্য-মস্তিষ্কের উপর ঠিক কি প্রভাব ফেলে তা বুঝতে গেলে আমাদের জানা প্রয়োজন যে ধ্যান করার সময় মস্তিষ্কে কি কি ঘটনা ঘটে চলে, আর জানতে হবে মস্তিষ্ক সংক্রান্ত কিছু ভিত্তিগত প্রশ্নের উত্তর, যেমন – “উপলব্ধি” কি ? মস্তিষ্ক তরঙ্গ কি ? মানুষ কোন তথ্য স্মরণ কিভাবে করে ? মনুষ্য-মস্তিষ্ক নতুন কিছুই বা ভাবে কিভাবে ? আমরা মস্তিষ্কের যে ভাবনাকে “সজ্ঞা” বলি বা যে ভাবনাকে “কল্পনা” বলি সেগুলির স্নায়ুবিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা কি ?

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।