আমাদের কথা

বিজ্ঞান-প্রযুক্তিতে বাংলাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের নিবেদন বিজ্ঞানী.org

বিজ্ঞানী.org একটি Non Profit Organization। এটি দেশের ও প্রবাসের বাঙালী বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও পেশাজীবিদের social network।


বিজ্ঞানী.com এর প্রত্যয় ও প্রতিশ্রুতি :

  • বাংলা ভাষায় বিজ্ঞান/প্রযুক্তির উপর প্রবন্ধ ও সাক্ষাৎকার প্রকাশ করা।
  • বিজ্ঞানী.org হল মানব কল্যাণের মুক্তাঙ্গন। বহুমুখী জ্যোতির্ময়দের মিলনমেলা। আপনার সক্রিয় অংশগ্রহণ বিজ্ঞানী.com কে আরো সমৃদ্ধ করবে।
  • আমরা মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি-কে বহুমূখী মাধ্যমে জনপ্রিয় করতে চাই।
  • বিজ্ঞানী.org মানব কল্যাণে প্রত্যয় ও প্রতিশ্রুতিশীল বাক-স্বাধীনতায় বিশ্বাসী।
  • আমরা অন্যের প্রযু্ক্তিশীল যুক্তিবাদী চিন্তা-চেতনা ও মতামতকে শ্রদ্ধা করব।
  • যুক্তিহীণ কুসংস্কার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, নিপীড়ন ও ব্যক্তিগত আক্রমণ পরিহার করব।
  • আমরা সৃজনশীল পরিবেশ তৈরী করতে চাই যা বিজ্ঞানমুখী শিক্ষা ও প্রযুক্তি প্রসারে সহায়ক।
  • পাঠকের মতামত ও সমালোচনা প্রকাশে আমরা যত্নশীল।
  • আমরা যতটা সম্ভব নির্ভূল তথ্য প্রচারে সচেষ্ট। লেখকের বা পাঠকের মতামত বা ভুল-ভ্রান্তির জন্য বিজ্ঞানী.org দায়ী থাকবে না।
  • বিজ্ঞানী.org প্রয়োজনে আপনার লেখা সম্পাদনা বা বাতিল করার ক্ষমতা রাখে।
  • কেউ ব্যক্তিগত তথ্য প্রচার না করতে চাইলে আমরা তা পালন করব।
  • আমরা লেখকের ও পাঠকের প্রাইভেসী ও কপিরাইট আইনকে সম্মান করব।
  • বিজ্ঞানী.org সাইটটি ওপেন সোর্স (open source বা মুক্ত সফটওয়্যার) ব্যবহার করে তৈরী করা হয়েছে এবং আমরা ওপেনসোর্স কে উৎসাহিত করি।
  • বিজ্ঞানী.org এর পুরো সাইটটি ইউনিকোড compatible বাংলাতে প্রকাশ করা হবে।

আমাদের সাথে একসাথে কাজ করতে আগ্রহী হলে সদস্য ফরম ক্লিক করে সদস্য হোন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: editor@biggani.org । ওয়েব সাইট সংক্রান্ত সমস্যার জন্য যোগাযোগ করুন helpdesk@biggani.org


খরচপাতি: প্রথমেই উল্লেখ করা প্রয়োজন বিজ্ঞানী.com একটি Non Profit Organization (রেজিস্ট্রশনের কাজ চলছে)। এটি বাঙালী বিজ্ঞানী, প্রযুক্তিবীদ ও পেশাজীবিদের social network। বিজ্ঞানী.com এর ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব সার্ভারের খরচ বহন করার জন্য গুগলের বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অতিরিক্ত অর্থ বাংলাদেশের গ্রামাঞ্চলে কম্পিউটার স্থাপনার জন্য ব্যবহার করা হবে।

আরো পড়ুন:

Channel I & বিটিভিতে বিজ্ঞানী.org এর উপর অনুষ্ঠান

প্রথম আলো, ২০০৬ ডিসেম্বর ০১

বিজ্ঞানী.অর্গের উপর বিভিন্ন সাইটে প্রকাশিত রিভিউ রেফারেন্স সমূহঃ

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরো নতুন নতুন সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন।

ফেসবুক কমেন্ট


  1. আমি কিচু করতে সাই আমাকে সহজগিতা করুন

  2. আমি নতুন
    যুক্ত হতে চাই আপনাদের সাথে

  3. আপনাদের কথা গুলো পড়ে অনেক ভালো লাগলো । আমি নিয়মিত এই সাইট টি পড়ি। খুব ভালো লাগে। ধন্যবাদ।

  4. ধন্যবাদ আপনার আর্টিকেলটি শেয়ার করার জন্য বিজ্ঞান ও প্রজুক্তি সম্পর্কের

  5. ধন্যবাদ আপনাকে অনেক।
    Bhoot club

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।