ড. রউফুল আলম একজন অর্গানিক কেমিস্ট্রির গবেষক, যিনি বর্তমানে কাজ করছেন সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটিতে। সেখান থেকেই তিনি তাঁর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
মানবকল্যাণে নতুন রাসায়নিক বিক্রিয়া উদ্ভাবনই তাঁর গবেষণার মূল লক্ষ্য। তিনি সুইডিশ কেমিক্যাল সোসাইটি এবং আমেরিকান কেমিক্যাল সোসাইটির সদস্য। তাঁর গবেষণা প্রকাশিত হয়েছে রসায়নের আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালসমূহে, যার মধ্যে Journal of the American Chemical Society (JACS) এবং Angewandte Chemie উল্লেখযোগ্য।
ড. আলম আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে তাঁর গবেষণাকর্ম উপস্থাপন করেছেন। পাশাপাশি, তিনি বাংলায় বিজ্ঞান নিয়ে নিয়মিত লেখালেখি করে থাকেন এবং অনলাইনে রসায়নবিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। বাংলাদেশের রসায়ন শিক্ষা ও গবেষণাকে শক্তিশালী করার প্রত্যয়ও তাঁর মধ্যে দৃঢ়।
তথ্যসূত্র:
এই লেখাটি ড. রউফুল আলমের এনটিভি অনলাইন প্রোফাইল থেকে সংগ্রহ করা হয়েছে এবং তাঁর অনুমতিক্রমে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
Leave a comment