অতিথি লেখক- আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।
গবেষণা আর্টিকেল জার্নালে জমা দেওয়ার আগে কয়েকটি বিষয় ভালোভাবে বিবেচনা করা জরুরি, কারণ সঠিক জার্নাল বাছাই করলে তা সহজেই প্রকাশের সম্ভাবনা বাড়ায়। এ জন্য গবেষকদের আর্টিকেল সাবমিশনের আগে নিজেকে তিনটি প্রশ্ন করা উচিত:
প্রথমত, বিষয়বস্তুর পরিধি (Scope): আমার আর্টিকেল কোন ধরনের জার্নালে জমা দেওয়া উচিত? প্রতিটি জার্নালের নিজস্ব ফোকাস থাকে, তাই সাবমিশনের আগে তাদের মানদণ্ড এবং প্রত্যাশা যাচাই করে দেখুন। সঠিক জার্নালে সাবমিশন করলে গ্রহণযোগ্যতার হার বাড়বে।
দ্বিতীয়ত, প্রভাব (Impact): আমি কি খুব উচ্চ লক্ষ্য স্থির করছি? উচ্চ ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে প্রকাশের মানে গবেষণার ভালো স্বীকৃতি পাওয়া, তবে এসব জার্নালে প্রত্যাখ্যানের হারও বেশি। তাই মানসম্পন্ন কিন্তু তুলনামূলকভাবে কম প্রতিযোগিতামূলক জার্নাল বেছে নেওয়া ভালো, যেখানে গ্রহণযোগ্যতার হার বেশি।
তৃতীয়ত, প্রকাশনার গতি (Speed): দ্রুত প্রকাশ করা কি জরুরি? দ্রুত প্রকাশের প্রয়োজন হলে, মানের সাথে আপস না করে এমন জার্নাল বাছাই করতে হবে যেগুলো দ্রুত রিভিউ প্রক্রিয়া সম্পন্ন করে প্রকাশ করে।
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/15fa7ccFbC
Leave a comment