ইলেক্ট্রনিক্সগবেষণায় হাতে খড়িন্যানোপ্রযুক্তি

ইলেকট্রনিক্সের ভবিষ্যৎ: অধ্যাপক সাইফ সালাহউদ্দিনের পথপ্রদর্শক গবেষণা

Share
Share

আগামী দিনের ইলেকট্রনিক্স কেমন হবে? সংক্ষিপ্ত উত্তর—ক্ষুদ্রতর এবং অধিক কার্যক্ষম। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের অধ্যাপক সাইফ সালাহউদ্দিন এই পরিবর্তনের অগ্রদূত। তাঁর গবেষণা মাইক্রোক্যাপাসিটর এবং উচ্চ ঘনত্বের শক্তি সঞ্চয় প্রযুক্তির ওপর কেন্দ্রীভূত, যা ইলেকট্রনিক ডিভাইসগুলিকে আরও ক্ষুদ্র ও শক্তিশালী করে তুলছে।

মাইক্রোক্যাপাসিটর ও অন-চিপ শক্তি সঞ্চয়

অধ্যাপক সালাহউদ্দিনের মাইক্রোক্যাপাসিটর প্রযুক্তি উচ্চ শক্তি ঘনত্ব প্রদানে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই প্রযুক্তি অন-চিপ শক্তি সঞ্চয় সক্ষমতা বৃদ্ধি করছে, ফলে বাইরের ভারী পাওয়ার উৎসের ওপর নির্ভরতা কমে যাচ্ছে। এর ফলে ক্ষুদ্রতর ও অধিক শক্তিশালী ডিভাইস তৈরি সম্ভব হবে।

এই গবেষণার সম্ভাব্য প্রয়োগ ক্ষেত্রসমূহ:

ইমপ্লান্টেবল বায়োইলেকট্রনিক্স: চিকিৎসা সংক্রান্ত পরিধানযোগ্য ও প্রতিস্থাপনযোগ্য যন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করবে।

এজ কম্পিউটিং: কম শক্তি খরচে দ্রুত ডেটা প্রসেসিং সম্ভব হবে।

মাইক্রো রোবোটিক্স: ক্ষুদ্র রোবটের শক্তি সংরক্ষণ ও ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পাবে।

২০২৫ IEEE অ্যান্ড্রু এস. গ্রোভ পুরস্কার

অধ্যাপক সাইফ সালাহউদ্দিনকে ২০২৫ IEEE অ্যান্ড্রু এস. গ্রোভ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তিনি ফেরোইলেকট্রিক্স পদার্থবিদ্যা এবং ইন্টিগ্রেটেড ফেরোইলেকট্রিক ডিভাইসের পথিকৃৎ গবেষণার জন্য এই স্বীকৃতি অর্জন করেছেন। তবে, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি গ্রহণ করেননি।

২০০৮ সালে তিনি নেগেটিভ ক্যাপাসিট্যান্স (NC) প্রযুক্তি উদ্ভাবন করেন, যা CMOS প্রযুক্তিতে ফেরোইলেকট্রিক উপাদানের অন্তর্ভুক্তিকে বিপ্লবী মাত্রায় উন্নীত করেছে। এই গবেষণা থেকে পাওয়া ফলাফল আজকের আধুনিক ট্রানজিস্টর, DRAM ক্যাপাসিটর, এবং ক্যাপাসিটিভ শক্তি সঞ্চয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০১৭ সালে তিনি বার্কলে সেন্টার ফর নেগেটিভ ক্যাপাসিট্যান্স টেকনোলজি প্রতিষ্ঠা করেন, যা ইন্ডাস্ট্রির সঙ্গে গবেষণা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর গবেষণার প্রভাবে এখন বিভিন্ন প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান CMOS উৎপাদনে ফেরোইলেকট্রিক উপাদান সংযুক্ত করছে, যা সেমিকন্ডাক্টর প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করছে।

অধ্যাপক সাইফ সালাহউদ্দিন বর্তমানে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে’র বৈদ্যুতিক প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে র অধ্যাপক।

অভিনন্দন অধ্যাপক সাইফ সালাহউদ্দিনকে এই অনন্য অর্জনের জন্য! তাঁর গবেষণা আমাদের ভবিষ্যতের ইলেকট্রনিক্স প্রযুক্তিকে আরও দক্ষ, ক্ষুদ্র এবং শক্তিশালী করতে সাহায্য করবে।

তথ্যসূত্র
https://corporate-awards.ieee.org/recipients/current-recipients/

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org