অনেকদিন আগে থেকেই বিজ্ঞানী ও গবেষকদের নেটওয়ার্ক তৈরী করার কথা ভাবছিলাম। যদিও বিজ্ঞানী.org তেমনই একটি প্লাটফর্ম। কিন্তু নিজেদের যোগাযোগ ও নেটওয়ার্কটি তেরী করার ক্ষেত্রে ভাল একটি সমাধান খুঁজছিলাম। অনেক খোঁজাখুজি করে linkedin এর প্লাটফর্মটি বেশ ভাল বলে মনে হল। বিজ্ঞানী ও গবেষকদের একটি নেটওয়ার্ক বা গ্রুপ তৈরী করলাম। যারা linkedin ব্যবহার করে তাঁদের এতে সংযুক্ত হবার আহবান করছি। দেশ বিদেশের অনেক বাঙালী বিজ্ঞানী ও গবেষকদের এই গ্রুপে পাবেন।
http://www.linkedin.com/e/gis/42125/5839DB40C774
তবে linkedin সম্পূর্ণ ও open source কোন সলিউশন নয়। ভাল কোন সলিউশন যা বিজ্ঞানী.org এর ওয়েবসাইটে ব্যবহার করা যায়, তেমন কিছু জানা থাকলে জানাবেন।
- #৬৪ সাক্ষাৎকার: সাইবার সিকিউরিটি বিজ্ঞানী ড. নূরুল মোমেন - জুলাই 16, 2023
- বিজ্ঞানীর সাক্ষাৎকার : স্মার্ট-স্বাস্থ্যসেবার বিজ্ঞানী মাহবুব উল আলম - জুলাই 12, 2023
- সাক্ষাৎকার: পরিবেশ বান্ধব পলিমার বিজ্ঞানী ড. মুহাম্মদ নজরুল ইসলাম - জুন 24, 2023
I am from India, Bangali. Ami ei বিজ্ঞানী.org এর ওয়েবসাইটের bapare aggrohi. banate hole janaben amar email e: debmedia_india@yahoo.co.in.
http://www.researchgate.net/
or
http://www.academia.edu