অনার্স থাকা অবস্থায় গ্রাজুয়েশন রিসার্চের জন্য আমি ক্ষুদ্রতম অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ Scanning Tunneling Microscope (STM) তৈরি করার অভিজ্ঞতা লাভ করি। STM একটি অত্যাধুনিক যন্ত্র যা অণু এবং পরমাণুর স্তরে ছবি তোলার ক্ষমতা রাখে। এর মাধ্যমে বিজ্ঞানীরা অতিক্ষুদ্র স্তরে গবেষণা করতে সক্ষম, যা আগে কল্পনাতীত ছিল।
STM যন্ত্রের সাহায্যে, আমরা কেবলমাত্র অণু-পরমাণু পর্যায়ে দেখতে পারি, বরং তাদের আকার, গঠন এবং অবস্থান সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে পারি। এটি এমন একটি প্রযুক্তি, যা ন্যানোপ্রযুক্তির অগ্রগতিতে একটি মাইলফলক। STM এর উদ্ভাবন এবং এর ব্যবহার আজকের ন্যানোপ্রযুক্তি ক্ষেত্রের ভিত্তি তৈরি করেছে।
ন্যানোপ্রযুক্তি এখন আমাদের দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যেমনঃ চিকিৎসা, ইলেকট্রনিক্স, এবং শক্তির ক্ষেত্রেও। STM এর সাহায্যে আমাদের কাছে এখন এই ক্ষুদ্রাতিক্ষুদ্র পরমাণু স্তরের উপাদান ও তাদের আচরণ বোঝার সক্ষমতা এসেছে, যা নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবনের দ্বার খুলে দিয়েছে। STM-এর মাধ্যমে পরমাণুর গঠন ও তাদের পরিবহন আচরণের বিস্তারিত পর্যবেক্ষণ সম্ভব হয়েছে, যা আজকের বিজ্ঞানের অনেকগুলো মাইলফলক অর্জনে সাহায্য করেছে।
এভাবেই, STM ন্যানোপ্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানকে এক নতুন দিগন্তে নিয়ে গেছে এবং ভবিষ্যতের প্রযুক্তির ক্ষেত্রে এর প্রভাব ব্যাপক হতে চলেছে।
Research: Experience in Creating the World’s Smallest Microscope for Observing Molecules and Atoms
During my honors research, I (Dr. Mashiur Rahman) created the world’s smallest microscope, the Scanning Tunneling Microscope (STM), which allows research at the atomic and molecular level. This blog highlights the important role of STM in the advancement of nanotechnology.
ইউটিউব লিংক: http://www.youtube.com/watch?v=H3y3yCEJBCo
মাল্টিমিডিয়াটি অনলাইনে ঠিকমত দেখতে পেলামনা। দয়া করে মেইল করে দিলে খুশি হতাম।
আমার জিমেইল আইডি mehdiakram।
Nice job sir!
That was a great project of u,Sir and we want more and more update article on nanotechnology of yours.Again Thanks.
অনেকদিন পরে দেখলাম সার্ভার থেকে দেখতে সমস্যা হচ্ছে তাই ইউটিউবে ফাইলটি হোস্ট করলাম। নতুন ইউটিউবের লিংক দিলাম। -মশিউর