ন‍্যানোপদার্থ এর গবেষক প্রফেসর সাহাব উদ্দিন

মোহাম্মদ সাহাব উদ্দিন ১৯৭২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালেই তিনি প্রভাষক হিসেবে ওই বিভাগেই যোগদান করেন। ১৯৭৪ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (UMIST) তে কমনওয়েলথ বৃত্তিপ্রাপ্ত হন। তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় (NUS) এর কেমিক্যাল অ্যান্ড বায়ো মলিকুলার প্রকৌশল বিভাগে এবং মালেশিয়ার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিভাগে (IIUM) শিক্ষাকতা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টনের MIT এবং কানাডার মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে sabbatical শিক্ষক হিসাবে কাজ করেন। গত দেড় দশক ধরে তিনি nano-magnetic particle using surfaced functionalized particles for separation and purification of biomolecules, refolding of denatured protein, chiral (racemic mixture) separation incorporating ionic fluid (IF), wastewater treatment for heavy metals and industrial dye এর উপর গবেষনা করেন। বর্তমানে তিনি অবসর গ্রহণ করে মালেশিয়ার জোহর বাহারু তে বসবাস করছেন।

বিজ্ঞানী.অর্গ তে তার সাক্ষাতকার নিয়েছেন ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

সাক্ষাৎকার:  হেলথ ইনফরমেটিকস বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম

বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাতকার সিরিজে আমরা কথা বলেছিলাম হেলথ ইনফরমেটিকস বিষয়ের একজন বিশেষজ্ঞ মো. …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।