লেখক- আজিজুল হক
ইয়েংনাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক।
বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে প্রিপ্রিন্ট (Preprint) বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি একটি পূর্ণাঙ্গ গবেষণাপত্র যা পিয়ার-রিভিউয়ের আগেই ওপেন-এক্সেস প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। প্রিপ্রিন্টে সাধারণত একটি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (DOI) থাকে, যা গবেষণাটিকে বৈজ্ঞানিক রেকর্ডে অন্তর্ভুক্ত করে এবং অন্যান্য গবেষণায় সহজেই উদ্ধৃত করার সুযোগ দেয়। গবেষণা ফলাফল দ্রুত শেয়ার করার এই পদ্ধতি বৈজ্ঞানিক অগ্রগতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে।
গবেষণাপত্র চূড়ান্ত জার্নালে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত অনেক গবেষক তাদের কাজ শেয়ার করতে পারেন না। কারণ, বৈজ্ঞানিক প্রকাশনার পুরো প্রক্রিয়াটি অনেক সময়সাপেক্ষ। কখনো মাসের পর মাস বা বছরের পর বছর সময় লেগে যেতে পারে। এই দীর্ঘ সময়ের মধ্যে গবেষণার ফলাফল অন্যদের কাছে পৌঁছানো সম্ভব হয় না। কিন্তু প্রিপ্রিন্ট আর্কাইভে গবেষণাপত্র পোস্ট করার মাধ্যমে গবেষণা দ্রুত বিশ্বের গবেষকদের কাছে পৌঁছে যায়। ফলে, পিয়ার-রিভিউ চলাকালীন সময়েও তারা গুরুত্বপূর্ণ পরামর্শ বা ফিডব্যাক প্রদান করতে পারেন, যা গবেষণার গুণগত মান বাড়াতে সহায়তা করে।
প্রিপ্রিন্টের মাধ্যমে গবেষকরা তাদের কাজ দ্রুত এবং কার্যকরভাবে ছড়িয়ে দিতে পারেন। এর প্রধান তিনটি উপকারিতা রয়েছে:
ক্রেডিট: প্রিপ্রিন্টে গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে গবেষক তার কাজের জন্য দ্রুত স্বীকৃতি পেতে পারে। যদি ভবিষ্যতে কোনো বিতর্কের সৃষ্টি হয়, তাহলে প্রিপ্রিন্ট গবেষণার সময়সূচি এবং মৌলিকত্ব প্রমাণের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে।
ফিডব্যাক: প্রথাগত পদ্ধতিতে একটি জমা দেওয়া আর্টিকেল পিয়ার-রিভিউয়ের মাধ্যমে ২ বা ৩ জন রিভিউয়ারের মতামত পায়। কিন্তু প্রিপ্রিন্টের মাধ্যমে গবেষণাপত্র অনেক গবেষক একসঙ্গে দেখতে পান। তারা কাজটির ত্রুটি শনাক্ত করতে, নতুন ডেটা বা গবেষণার পরামর্শ দিতে এবং ভবিষ্যতে সহযোগিতার প্রস্তাব করতে পারে। এভাবে প্রিপ্রিন্ট গবেষণার গুণগত মান বাড়িয়ে তোলে এবং পরবর্তী চূড়ান্ত প্রকাশনার জন্য গবেষণাকে আরও শক্তিশালী করে।
ভিজিবিলিটি এবং সাইটেশন: প্রিপ্রিন্ট গবেষণাপত্রের দৃশ্যমানতা বৃদ্ধি করে। Journal of the American Medical Association এর একটি গবেষণায় দেখা গেছে, প্রিপ্রিন্ট প্রকাশের পরে চূড়ান্ত প্রকাশনার সাইটেশন এবং আল্টমেট্রিক স্কোরে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে।
বেশিরভাগ প্রিপ্রিন্ট প্ল্যাটফর্ম গবেষকদের জন্য বিনামূল্যে সেবা প্রদান করে। যদি গবেষকরা অতিরিক্ত সুবিধা চান, তবে কিছু প্ল্যাটফর্ম, যেমন BioRxiv এবং MedRxiv সীমিত ফি চার্জ করতে পারে। প্রিপ্রিন্ট প্রকাশের জন্য কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো:
1. arxiv: পদার্থবিজ্ঞান, গণিত, এবং কম্পিউটার বিজ্ঞানের জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম।
2.biorxiv: জীববিজ্ঞান গবেষণার জন্য প্রধান প্রিপ্রিন্ট আর্কাইভ।
3. medrxiv: স্বাস্থ্য এবং চিকিৎসা গবেষণার জন্য একটি বিশেষায়িত প্ল্যাটফর্ম।
4. chemrxiv: রসায়ন সংশ্লিষ্ট গবেষণার জন্য পরিচিত প্রিপ্রিন্ট আর্কাইভ।
5. socarxiv: সোসিওলজি, পলিটিকাল সাইন্স এবং অ্যানথ্রোপলজির প্রিপ্রিন্ট শেয়ারের জন্য উপযোগী।
6. psyarxiv: সাইকোলজি ও কমিউনিকেশন স্টাডিজের জন্য পরিচিত প্রিপ্রিন্ট আর্কাইভ।
7. OSF: আর্কিটেকচার, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আর্টস, এডুকেশন, ল, মেডিসিন ও সোশ্যাল সায়েন্স প্রিপ্রিন্ট শেয়ার করার বহুমুখী প্ল্যাটফর্ম।
যারা প্রিপ্রিন্ট প্ল্যাটফর্মে গবেষণাপত্র আপলোড করে, তারা পরবর্তীতে এটি যেকোনো জার্নালে জমা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটি ডুপ্লিকেট প্রকাশনা হিসেবে বিবেচিত হয় না। তবে জার্নালে গবেষণাপত্র জমা দেওয়ার সময় প্রিপ্রিন্টের DOI উল্লেখ করতে হবে এবং প্রিপ্রিন্ট আপডেট করে চূড়ান্ত প্রকাশনার লিংক সংযুক্ত করতে হবে।
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–https://www.facebook.com/share/p/18uyDGo8eE/
Leave a comment