নবীন প্রজন্মদের সাক্ষাৎকার সিরিজে এবার আমরা সাক্ষাৎকার নিয়েছি আহমেদ ওমর সেলিম আদনান এর। তিনি University of New Haven এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কর্মরত। তিনি নিজেকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এর গবেষক এবং ডাটা সায়েন্টিস্ট হিসাবে পরিচয় দিতে সাচ্ছন্দ বোধ করেন। তার সাক্ষাৎকারটি পড়ুন:
প্রথমেই আপনার সম্বন্ধে আমরা জানতে চাই
নর্থ সাউথ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ অনার্স পাশ করে আমি ওয়েব ডেভেলপার এবং ডাটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছি। কিছুদিন আমি কোডিং ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করেছি। বর্তমানে আমি আমেরিকা তে ডাটা সায়েন্স এ মাস্টার’স করছি এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি।
আপনার গবেষনার বিষয় কি?
আমার মূল আগ্রহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। আমি যখন ব্যাচেলর্স এর দ্বিতীয় বর্ষে, তখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জানতে পারি, এবং তখন থেকেই আমি এই বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকি। আমি তেমন কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করি না- যখন যেই বিষয় নিয়ে আগ্রহ জাগে তখন সেইটা নিয়েই লেগে থাকি। যেমন এখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ধাঁধা বিষয়ক গেম নির্মাণ করার কাজ করছি।
তবে ভবিষ্যতে আমি ব্যাংকিং বা হেলথকেয়ার খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে আগ্রহী।
আপনার গবেষনার কাজগুলি কিভাবে আমাদের উপকৃত করছে?
রিসার্চ পেপার ভালো ভাবে পড়তে ও বুঝতে পারা একজন বিজ্ঞানীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি একজনের বুদ্ধিমত্তা পরিমাপ কোনোভাবেই না, তবে এখন যেহেতু বলতে গেলে অধিকাংশ রিসার্চ পেপার ইংরেজিতে তাই ইংরেজির দক্ষতা জরুরি।
এই ছাড়াও অনেক বেশি কৌতূহল থাকতে হবে- কৌতূহল ছাড়া রিসার্চ করা সম্ভব না। এমন অনেক কাজ আছে যেগুলো আমি শুরু করেও মাঝখান দিয়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছি কারণ সেই বিষয়ে আমার কৌতূহলতা আমি ধরে রাখতে পারিনি।
অধিকন্তু, রিসার্চ করার সময় ধৈর্য ধরে রাখতে পারার গুরুত্বপূর্ণতা অপরিসীম- মূলত বাস্তব বিষয়ে সমস্যা সমাধান করতে খুব ধৈর্য ধরে দীর্ঘসময় ধরে কাজ করা লাগে।
আরেকটি বিষয় ব্যক্তিগত ভাবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ- আর সেইটা শুধু রিসার্চ এর জন্য নয়। জীবনে সাফল্যের জন্য জীবনটাকে নিয়মানুবর্তিতার মধ্যে রাখা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের তরুণ শিক্ষার্থী যারা বিজ্ঞানে কাজ করতে চায় – তাদের জন্য আপনার কোন ম্যাসেজ কিংবা বার্তা কি?
কোনো এক নির্দিষ্ট বিষয়ে নিজেকে দক্ষ করে তুলা খুবই গুরুত্বপূর্ণ।
রিসার্চ এ যারা নতুন তাদের কৌতহলতা বহুগুণ বাড়ানো লাগবে এবং নতুন আবিষ্কারগুলো সম্পর্কে নিজেকে প্রতিনিয়ত অবগত রাখতে হবে।
আপনার যোগাযোগের তথ্য:
misteradnan1 (@) জিমেইল.com
আপনার লিংকডইন সাইটের ওয়েবএড্রেস
https://www.linkedin.com/in/ahmed-omars
আমরা আহমেদ ওমর সেলিম আদনান এর উত্তোরত্তর সাফল্য কামনা করি।
Leave a comment