পাটসহ ৫০০ প্রজাতির উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। তিনি এ আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের অভিনন্দন জানান। এ সময় সভাপতির আসনে ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী।
প্রধানমন্ত্রী বলেন, এত দিন বাংলাদেশ বিশ্ব জ্ঞানভান্ডার থেকে জ্ঞান ও তথ্য নিয়েছে। এখন থেকে বাংলাদেশও তথ্য সরবরাহ করবে। এত দিন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে তাদের উদ্ভাবনগুলো নিয়েছে, এখন বাংলাদেশ থেকে বিশ্ববাসী জ্ঞান নেবে। এটি বিরাট অর্জন। বাংলাদেশ যে বিশ্বকে দিতে পারে, তা আজ প্রমাণিত হলো।
শেখ হাসিনা জানান, এই উদ্ভাবনের ফলে পাটসহ ৫০০ প্রজাতির উদ্ভিদ ক্ষতিকর ছত্রাকের হাত থেকে রক্ষা করা যাবে। তিনি বলেন, পাঁচ সদস্যের একটি বিজ্ঞানীদল ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করে। বিজ্ঞানীদলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক মাকসুদুল আলম। তাঁদের এই উদ্ভাবন আজ বুধবার বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘বিএমসি জেনোমিকস’-এ প্রকাশিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, মাকসুদুল আলম এর আগে পাটের জীবনরহস্য উন্মোচন করেন। ২০১০ সালের ১৬ জুন পাটের জীবনরহস্য উন্মোচনের কথা সংসদে বলেছিলাম। প্রধানমন্ত্রী বলেন, ওই আবিষ্কারের পর সরকার একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেই প্রকল্পের গবেষণা থেকে ছত্রাকের জীবনরহস্য উদ্ভাবন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এই উন্মোচনের মেধাস্বত্ব যেন বাংলাদেশের কাছে থাকে, সে জন্য পাঁচটি পেটেন্ট জমা দেওয়া হয়েছে।
Source: http://www.prothom-alo.com/detail/date/2012-09-19/news/290882
- #৬৪ সাক্ষাৎকার: সাইবার সিকিউরিটি বিজ্ঞানী ড. নূরুল মোমেন - জুলাই 16, 2023
- বিজ্ঞানীর সাক্ষাৎকার : স্মার্ট-স্বাস্থ্যসেবার বিজ্ঞানী মাহবুব উল আলম - জুলাই 12, 2023
- সাক্ষাৎকার: পরিবেশ বান্ধব পলিমার বিজ্ঞানী ড. মুহাম্মদ নজরুল ইসলাম - জুন 24, 2023