প্রফেসর- ড. মোহা: ইয়ামিন হোসেন
ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এখনই সময় উচ্চ-মানসম্পন্ন গবেষকদের ভিসি/প্রোভিসি হিসেবে নিয়োগ দেওয়ার। কারণ প্রায় সব বিশ্ববিদ্যালয়েই এই পদগুলো শূন্য বা শূন্য হওয়ার পথে।
স্বাধীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানে উন্নীত করতে হলে অবশ্যই বিশ্বমানের কোয়ালিটি সম্পন্ন ভাইস-চ্যান্সেলর বা প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে।
যোগ্যতা:
১. প্রার্থীর পিএইচডি ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে একটি পোস্ট-ডক্টরেট করতে হবে। বিদেশী পিএইচডি ডিগ্রির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
২. প্রার্থীর বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতাসহ প্রফেসর হতে হবে।
৩. কমপক্ষে ১০০টি গবেষণা প্রবন্ধ সিমাগো তালিকাভুক্ত জার্নালে প্রকাশিত হতে হবে।
৪. প্রার্থীর জার্নাল আর্টিকেলের সাইটেশন সংখ্যা কমপক্ষে ২০০০ হতে হবে, এইচ-ইনডেক্স কমপক্ষে ২০ এবং আই-১০ ইনডেক্স কমপক্ষে ৫০ হতে হবে। তবে উচ্চতর সংখ্যা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৫. কমপক্ষে ৭টি পিএইচডি থিসিস এবং ২৩টি এমএস/ব্যাচেলর থিসিস মিলিয়ে কমপক্ষে ৩০টি থিসিসের সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশী ফেলোদের সুপারভাইজার বা কো-সুপারভাইজার হিসেবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৬. কমপক্ষে ১০টি দেশীয় এবং ২টি বিদেশী এজেন্সির অর্থায়নে প্রজেক্টের প্রধান বা সহ-প্রধান হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৭. সুপারভাইজার হিসেবে কাজের মাধ্যমে বা রিকমেন্ডেশন লেটারের মাধ্যমে কমপক্ষে ৫ জন ফেলোকে বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপে সহায়তার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৮. কমপক্ষে ৫টি দেশীয় ও ২টি বিদেশী প্রতিষ্ঠানের সাথে গবেষণা সহযোগিতার অভিজ্ঞতা থাকতে হবে।
৯. কমপক্ষে ১০টি কনফারেন্সে (বিদেশী ২টিসহ) গবেষণা পত্র প্রেজেন্টেশনের অভিজ্ঞতা থাকতে হবে।
১০. টিচিং (প্রতি বছর ১টি করে কোর্স) ও গবেষণার (প্রতি বছর কমপক্ষে ১টি করে পাবলিকেশন) ধারাবাহিকতা থাকতে হবে।
১১. দেশীয় কমপক্ষে ১টি এবং বিদেশী কমপক্ষে ১টি গবেষণা পুরস্কার থাকতে হবে।
১২. কমপক্ষে ২০টি পিয়ার-রিভিউ জার্নাল প্রবন্ধের রিভিউয়ার এবং ২টি জার্নালের এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আপনাদের যদি আরো কোন যোগ্যতার কথা মনে হয়, প্লিজ যোগ করুন।
আমরা যদি এই কোয়ালিটি সম্পন্ন গবেষকদের বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রোভিসি হিসেবে নিয়োগ দিতে পারি, তবে খুব সহজেই ঐ বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব হবে।
আমরা চাই, এত রক্ত ঝরার পর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্বমানের লেখাপড়া হোক।
ফেসবুক থেকে সংগ্রহীত——–https://www.facebook.com/share/p/1DA6MhKJwp/
Leave a comment