সাক্ষাৎকার

পানি গবেষক মোঃ রিপাজ উদ্দিন

Share
Share

পানি আমাদের সবার জীবনে অতপ্রতভাবে জড়িত। তবে পানি নিয়েও কি গবেষনা হতে পারে? অবাক হলেও এটা সত্যি যে কিভাবে বিশুদ্ধ পানি প্রস্তুত করা যায় এবং মানুষের খাবার উপযোগী করা যায় তা নিয়ে অনেক গবেষনা হচ্ছে। গবেষক ও বিজ্ঞানীদের সাক্ষাৎকার সিরিজে আমরা এবার কথা বলেছিলাম পানি গবেষক মোঃ রিপাজ উদ্দিন এর সাথে। তিনি বর্তমানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এ কর্মরত। নিম্নে তার সাক্ষাৎকারটি পড়ুন:

প্রথমেই আপনার সম্বন্ধে আমাদের একটু বলুন

আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম কলেজ থেকে পরিবেশ রসায়নে মাস্টার্স করেছি এবং আমার থিসিসের বিষয় ছিল কর্নফুলী নদীর পানির গুনগত মান যাচাই করা এবং সেটা কতটা পরিবেশের জন্য ক্ষতিকর তা বের করা। আমার ৮ বছরের বেশী চাকুরী ও গবেষণা অভিজ্ঞতা আছে। এই সময়ে আমি ৩০টির বেশী আন্তর্জাতিক গবেষণা আর্টিকেল পাবলিশ করেছি তারমধ্য ২৪ আর্টিকেল স্কোপাস ইন্ডেক্স ভুক্ত। এছাড়াও ৪টি পন্যের উৎপাদন কৌশল উদ্ভাবন করেছি যার প্রসেস ও প্যাটেন্ট পাস হয়েছে। এছাড়াও আরো ৮টি পন্যের উৎপাদন কৌশল ডকুমেন্টস সাবমিট করা আছে।

আপনার গবেষনার বিষয় কি?

আমি মূলত পানি নিয়ে কাজ করি। মিনারেল ওয়াটার প্রোডাকশন, রেইন ওয়াটার হারভেস্টিং, এলকালি ওয়াটার প্রোডাকশন, পানি থেকে ক্ষতিকর ধাতুর পরিশোধন, বিভিন্ন কম্পাউন্ড তৈরী করে পানি ফিল্টার তৈরী, পানির লবনাক্ত দূরীকরন, রিভার রেস্টোরেশন, ব্লু ইকোনমি, ডেলটা প্ল্যান-২১০০, জিও থার্মাল এনার্জি, IOT ডিভাইস এবং মেশিন লার্নিং এর মাধ্যমে পানির কোয়ালিটি মনিটরিং, উপকূলীয় অঞ্চলের পানির গুনগত মান যাচাই, পানি মাটি ও মাছে মাইক্রোপ্লাস্টিক উপস্থিত নির্নয়, একটিভিটেড কার্বন তৈরী, গোলপাতার রস থেকে ভিনেগার তৈরী, ফল থেকে বিস্কুট তৈরী, উপকূলীয় অঞ্চলের কেওড়া থেকে জ্যাম, জেলী, কেওড়া জল, পিকেল,ও কোলা উৎপাদন করা এবং ভিটামিন সি এক্সটাক্ট করা। এছাড়াও বিভিন্ন ওষুধী গাছ থেকে বিভিন্ন কম্পাউন্ড পৃথক করে তাদের বায়ো একটিভিটি দেখা নিয়ে আপাতত কাজ করছি।

আপনার গবেষনার কাজগুলি কিভাবে আমাদের উপকৃত করছে?

আসলে আমার গবেষণাগুলো সরাসরি শিল্প উৎপাদন ও পরিবেশ এর সাথে সম্পর্কিত । আমার উদ্ভাবিত পন্য বাজারে আসলে তা হতে দেশীয় কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করে কম খরচ পন্য উৎপাদন করে মানুষের চাহিদা পূরণ করতে পারবে। এতে পরিবেশের ক্ষতি হবেনা, মানুষের কর্মসংস্থান হবে, পুষ্টি ঘাটতি মিটবে, এবং দেশীয় অর্থনীতির চাকা সচল হবে। আর পরিবেশ ঠিক থাকলে এদেশের মানুষ সুস্থ থাকবে। তাই পরিবেশ ঠিক রাখা খুবই জরুরি।

একজন বিজ্ঞানীর কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন?

গবেষণা জন্য প্রধান অস্ত্র হল লেগে থাকা। কোনভাবে হতাশ হওয়া যাবেনা। প্রচুর পড়তে হবে এবং একটিভ হতে হবে। ডেডিকেশনের কোন বিকল্প নাই। গবেষণা নিয়ে স্বপ্ন দেখতে হবে সেজন্য প্রচুর প্ল্যান এবং মাইন্ড সেটাপ ঠিক রাখতে হবে। বিভিন্ন এক্সপার্ট গ্রুপের সাথে নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক রাখতে হবে। নতুন নতুন রিসার্চ গ্রুপের সাথে কোলাবোরেশান করতে হবে। আর গবেষণার জন্য নীতি ও নৈতিকতা নিয়ে কোন কম্প্রোমাইজ করা যাবেনা।

বাংলাদেশের তরুণ শিক্ষার্থী যারা বিজ্ঞানে কাজ করতে চায় – তাদের জন্য আপনার কোন ম্যাসেজ কিংবা বার্তা কি?

গবেষণা ছাড়া উন্নত জাতি, সভ্য জাতি এবং বিজ্ঞান মনস্ক জাতি গঠন সম্ভব নয়। তাই তরুনদের উচিৎ গবেষণায় মনোযোগ দেওয়া এবং দেশকে উন্নত জাতির কাতারে নিয়ে যাওয়া। তরুনরা যদি হেরে যায় কিংবা হাল না ধরে তাহলে এই বাংলাদেশ হেরে যাবে এবং কখনো উন্নত জাতি হতে পারবেনা।

আপনার যোগাযোগের তথ্য

md.ripajuddin @ জিমেইল.com

Share
Written by
নিউজডেস্ক -

আমরা বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর ও বিজ্ঞানীদের সাক্ষাতকার প্রকাশ করি। আপনারা কোন লেখা প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করুন: [email protected], [email protected]

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
সাক্ষাৎকার

সৈকত বড়ুয়া: কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনায় এক উজ্জ্বল পথচলা!

শৈশব থেকেই বিজ্ঞান কল্পকাহিনির প্রতি এক অদম্য আকর্ষণ ছিল সৈকত বড়ুয়ার। নতুন...

সাক্ষাৎকার

সায়েদা রুবাইয়া নাসরিন: কৌতূহল থেকে বিজ্ঞানীর সাফল্যের গল্প!

সায়েদা রুবাইয়া নাসরিন, একজন বাংলাদেশি বিজ্ঞানী, বর্তমানে জাপানের কিয়োতো বিশ্ববিদ্যালয়ে গবেষণায় নিযুক্ত।...

সাক্ষাৎকার

শাকিরুল ইসলাম লিয়ন: এক কৌতূহলী গবেষকের যাত্রা!

নর্থ সাউথ ইউনিভার্সিটির চূড়ান্ত বর্ষের ছাত্র শাকিরুল ইসলাম লিয়ন কেবল একজন শিক্ষার্থী...

সাক্ষাৎকার

 শিক্ষা, গবেষণা ও মানবাধিকার: ড. আহমেদ আবিদের গল্প!

ড. আহমেদ আবিদুর রাজ্জাক খান (আহমেদ আবিদ)সহকারী অধ্যাপক, জেনারেল এডুকেশন, ইউনিভার্সিটি অফ...

অন্যান্যসাক্ষাৎকার

ড. আবুল কালাম আজাদ: ক্যান্সার গবেষণায় এক অগ্রণী পথিকৃৎ!

ড. আবুল কালাম আজাদ বর্তমান পদবী: রিসার্চ অ্যাসোসিয়েট, মেডিক্যাল মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.