ড. এম. নিসা খান
ড. এম. নিসা খান :: Dr M. Nisa Khan

বিজ্ঞানীদের সাক্ষাৎকার #৭২: ড. নিসা খান

বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাৎকার সিরিজের #৭২ তম পর্বে এবার আমাদের মুখোমুখি হয়েছিলেন ড. নিসা খান। ড. নিসা বাংলাদেশের ভিকারুন্নেসা স্কুলে পড়াশুনা করেই আমেরিকায় পাড়ি দেন। সেখানেই হাই-স্কুল পড়াশুনা করে Macalester College এ অনার্স করেন এবং এর পরে University of Minnesota তে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে কাজ করেছেন American Express, JDS Uniphase, AT&T and Lucent Bell Laboratories, এবং Honeywell প্রতিষ্ঠানে।

 

বিজ্ঞানী ডট অর্গ এর সাথে সাক্ষাৎকারে তিনি জানান যে, ছোটোবেলা থেকেই গণিত এবং পদার্থবিদ্যায় আগ্রহী ছিলেন এবং সেটাই তাকে পরবর্তিতে বিজ্ঞানী হতে উদ্বুদ্ধ করে। তিনি কিশোরবেলার বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ঢাকা কলেজের ইউনুস আলি এবং ভিকারুন্নেসা স্কুলের লক্ষী আপার কথা স্মরণ করেন। তাদের উৎসাহের কারণেই গণিত এবং পদার্থবিদ্যায় তার জ্ঞানের ভিত্তিটি খুব মজবুত হয়েছিল। 

 

বিজ্ঞানী হিসাবে জগতবিখ্যাত ‘বেল ল্যাব’-এ কাজের অভিজ্ঞতা তিনি শেয়ার করেন। সেটা তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। সেখানে তিনি অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করেন। 

 

তিনি নারীদেরকেও বিজ্ঞান নিয়ে কাজ করতে ভীষণ উৎসাহ দেন। তাদের জন্য তিনি পরামর্শ দেন যে নিজের প্রতিভা কোথায় আছে সেটি নিজেকেই খুঁজে বের করতে হবে, নিজের একটি কঠোর সংকল্প থাকতে হবে, এবং আত্মবিশ্বাস সহকারে এগিয়ে যেতে হবে। পরিশেষে এটি অনেক দীর্ঘ সময়ের ব্যাপার তাই ধৈর্য ধরতে হবে। 

 

পরবর্তিতে তিনি বিজ্ঞানের জগৎ থেকে বেরিয়ে অর্থনীতি বোঝার ইচ্ছে জাগে এবং এই ক্ষেত্রে তার গণিতের ভিত্তি তাকে বেশ সাহায্য করে। পরবর্তিতে তিনি ফাইন্যান্স জগতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সার্টিফিকেট এবং লাইসেন্সগুলি তোলেন। নতুন কিছু নিয়ে তার লেগে থাকার প্রবণতা তাকে এই ক্ষেত্রে অনেক সাহায্য করেছিল। 

 

একই সাথে ‘বিজ্ঞান’ ও ‘ফাইন্যান্স’ এ’দুটি ক্ষেত্রেই সমান দক্ষতার সাথে কাজ করছেন। নিজে প্রতিষ্ঠা করেছেন IEM ASSET এবং IEM LED । CRC প্রেস থেকে তার প্রকাশিত ‘Understanding LED Illumination’ বইটি বেশ আলোড়িত করেছে যেখানে তিনি আলোর প্রযুক্তি সমন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। 

 

সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ড. মশিউর রহমান। বিজ্ঞানী ডট অর্গ এর পক্ষ থেকে তিনি ড. নিসা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

 

ইউটিউবে পুরো সাক্ষাৎকারের লিংক: https://youtu.be/vEnYttc75gY

সাক্ষাৎকার গ্রহণের তারিখ: ২০২৩ জানুয়ারি ১৭

সম্পাদনা ও প্রুফরিড: Editor, biggani.org & Vision Creates Value, 20230127

যোগােযোগ:

তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://iem-led.com/ 

ইমেইল: nisa.khan@iem-led.com 

লিংকডইন: https://www.linkedin.com/in/m-nisa-khan-4bb4453/

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

সাক্ষাৎকার:  হেলথ ইনফরমেটিকস বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম

বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাতকার সিরিজে আমরা কথা বলেছিলাম হেলথ ইনফরমেটিকস বিষয়ের একজন বিশেষজ্ঞ মো. …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।