কৃত্রিম বুদ্ধিমত্তাতথ্যপ্রযুক্তি - বাংলা কম্পিউটিংসাক্ষাৎকার

বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিজ্ঞানী  ড. নাবিল মোহাম্মদ

Share
Share

বিজ্ঞানী অর্গে আমরা দেশি-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিজ্ঞানীদের সাক্ষাৎকার নিয়ে থাকি। পর্দার আড়ালে থাকা এইসব বিজ্ঞানীদের খুঁজে বের করে, তাদের কাজগুলি আপনাদের কাছে মেলে ধরার কাজটি করছি আমরা ২০০৬ সন থেকে। শুধুমাত্র প্রবাসী বিজ্ঞানীদের নয়, বাংলাদেশের টানে যারা বিদেশ থেকে দক্ষতা নিয়ে ফিরে এসেছেন তাদেরও আমরা তুলে ধরি। সম্প্রতি আমরা কথা বলেছি ড. নাবিল মোহাম্মদ সাথে, যিনি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। কম্পিউটার সায়েন্সে পিএইচডি সম্পন্ন করে তিনি দেশে ফিরে এসে গবেষণা এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

প্রথমে আমরা জানতে চেয়েছিলাম, কেন তিনি বিজ্ঞানী হতে আগ্রহী হয়েছিলেন। ড. নাবিল জানালেন, ছোটবেলায় তাঁর বাবা তাকে একটি কম্পিউটার কিনে দেন, যা তাঁকে কম্পিউটারে আগ্রহী করে তোলে।  এছাড়া, তাঁর শিক্ষক মনিরুল ইসলাম শরীফ বিজ্ঞানী হওয়ার পথে অনেকটা প্রভাব ফেলেন। মূলত তারাই তাঁকে বিজ্ঞানী হবার জন্য মূখ্য প্রভাবক হিসাবে কাজ করে।

এর পরে তিনি উচ্চ শিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। সেখানে ডেভিড (Dr. David Squire) নামে একজন বিজ্ঞানী তাঁর তথ্যপ্রযুক্তির ওপর বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার ভিশন বিষয়ে কাজ শেখান। কম্পিউটার ভিশন এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে কম্পিউটারকে ট্রেনিং করিয়ে ছবি সনাক্তকরণ করা হয়, যা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগযোগ্য।

পারিবারিক কারণে তিনি বাংলাদেশের ফিরে আসার ইচ্ছা পোষণ করেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে দূরে ছিলেন। দেশে ফিরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং সেখানে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেন। তাঁর নেতৃত্বে এই ল্যাবটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (NLP) নিয়ে গবেষণা চলছে। NLP এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কম্পিউটার মানুষের ভাষা বুঝতে এবং প্রক্রিয়াকরণ করতে সক্ষম হয়। তাঁর কাজের মাধ্যমে তিনি বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলকে অপটিমাইজ বা উন্নত করে এটিকে আরও কার্যকর করে তুলছেন।

বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে তিনি উল্লেখযোগ্য কাজ করছেন। তবে তিনি স্বীকার করেন যে, বিদেশি বিজ্ঞানীরা এ ক্ষেত্রে বাংলাদেশিদের তুলনায় বেশি অবদান রেখেছেন। তাঁর মতে, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন হলে নাগরিক সেবা আরও উন্নত করা যাবে। তবে তিনি এর সীমাবদ্ধতার দিকেও আলোকপাত করেছেন, যেমন বাংলার প্রযুক্তিগত রিসোর্সের স্বল্পতা। যদিও বাংলাভাষীরা বিশ্বের অন্যতম বৃহৎ ভাষাভাষী জনগোষ্ঠী, তবুও আমাদের প্রযুক্তিগত রিসোর্স কম, যার কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। তবে বর্তমানে বাংলাদেশে এই বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

নবীন গবেষকদের জন্য তাঁর পরামর্শ ছিল, ভালো গবেষণা করতে গেলে একজন ভালো সুপারভাইজারের গুরুত্ব অপরিসীম। একজন সুপারভাইজার গবেষণার প্রতিটি ধাপে দিকনির্দেশনা দিতে সক্ষম হলে গবেষণার গুণগত মান বৃদ্ধি পায়। 

যারা সফটওয়্যার নিয়ে কাজ করছেন বা ডেভেলপার হতে চান, তাদেরও গবেষণায় সম্পৃক্ত হওয়া উচিত। গবেষণার মাধ্যমে তারা প্রযুক্তিগত সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করতে পারবেন।

একজন গবেষকের জন্য লেগে থাকার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি গবেষণার শুরুতেই আয়ত্ত করা উচিত। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে গবেষণা করতে গিয়ে লেগে থাকার এই ক্ষমতা গড়ে ওঠে, যা ভবিষ্যতে একজনকে দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়।

অনলাইনে বিভিন্ন রিসোর্স সহজলভ্য হলেও, শেখার জন্য মূলত নিজের আগ্রহ এবং মানসিকতা তৈরি করতে হবে। এই ইচ্ছা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অন্য কেউ আমাদের জন্য গড়ে দিতে পারবে না; গবেষকদের নিজেদের মধ্যে থেকেই এগুলো বিকাশ করতে হবে এবং চিন্তাশীল হতে হবে।

আপনিও জানতে চান কৃ্ত্রিম বুদ্ধিমত্তা ও বাংলা ভাষায় এর প্রয়োগ সম্পর্কে? তাহলে ড. নাবিল মোহাম্মদ সাথে আমাদের বিশেষ সাক্ষাৎকারটি মিস করবেন না! সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখতে ক্লিক করুন: https://youtu.be/eSQFS2xA3Iw 

এই ভিডিওতে আরও জানতে পারবেন, কীভাবে গবেষণা করার সময় অধ্যবসায় এবং ধৈর্য্য এক গবেষকের সবচেয়ে বড় গুণ হয়ে ওঠে এবং আপনিও গবেষক কিংবা বিজ্ঞানী হিসাবে নিজেকে গড়তে পারেন।  

—————————-

Dr. Nabeel Mohammed: A Scientist Applying Artificial Intelligence in the Bengali Language

At Biggani.org, we conduct interviews with scientists scattered across the country and abroad. Since 2006, we’ve been uncovering these behind-the-scenes scientists and presenting their work to you. We highlight not only expatriate scientists but also those who have returned to Bangladesh with expertise gained overseas. Recently, we spoke with Dr. Nabeel Mohammed, who is currently serving as an Associate Professor at North South University. After completing his Ph.D. in Computer Science, he returned to Bangladesh and has been making significant contributions to research and education.

We first wanted to know why he was interested in becoming a scientist. Dr. Nabeel Mohammed revealed that his father bought him a computer when he was young, which sparked his interest in computing. Additionally, his teacher greatly influenced his path to becoming a scientist. Essentially, they were the primary influencers in his journey toward science.

He then went to Australia for higher studies. There, a scientist named Dr. David Squire taught him about information technology, particularly in artificial intelligence and computer vision. Computer vision is a technology that trains computers to recognize images, which has applications in various fields.

Due to family reasons, he expressed a desire to return to Bangladesh, as he had been away from his family for a long time. Upon returning, he joined North South University and established a computer lab there. Under his leadership, research is being conducted in artificial intelligence and Natural Language Processing (NLP). NLP is a process through which computers can understand and process human language. Through his work, he is optimizing and enhancing various artificial intelligence models to make them more effective.

He is doing significant work in the development of artificial intelligence in the Bengali language. However, he acknowledges that foreign scientists have contributed more in this field compared to Bangladeshis. According to him, if artificial intelligence is developed in Bengali, citizen services can be further improved. He also highlighted its limitations, such as the scarcity of technological resources for Bengali. Although Bengali speakers are among the largest language groups in the world, we have fewer technological resources, which causes us to lag in many areas. However, interest among students in Bangladesh on this subject is currently increasing.

His advice for new researchers was that a good supervisor is invaluable for quality research. If a supervisor can provide guidance at every step, the quality of the research improves significantly.

Those who are working with software or wish to become developers should also get involved in research. Through research, they can find effective solutions to technological problems.

For a researcher, perseverance is extremely important, and it should be cultivated from the very beginning of their research journey. By deeply investigating a specific topic, this ability to persist develops, which later helps establish someone as a skilled software engineer.

While various resources are readily available online, the primary requirement is to cultivate one’s own interest and mindset for learning. This desire and positive outlook cannot be developed by someone else; researchers must nurture these qualities within themselves and be thoughtful.

Do you also want to learn about artificial intelligence and its application in the Bengali language? Then don’t miss our special interview with Dr. Nabeel Mohammed! To watch the full interview, click here: https://youtu.be/eSQFS2xA3Iw

In this video, you’ll also discover how perseverance and patience become a researcher’s greatest assets during their work, and how you too can develop yourself as a researcher or scientist.

Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
সাক্ষাৎকারসাধারণ বিজ্ঞান

ম্যাটেরিয়ালস এবং রিলায়েবিলিটি এর বিজ্ঞানী ড. রাশেদ ইসলামের সাক্ষাৎকার

আজ আমরা বিজ্ঞানী.অর্গ-এর পক্ষ থেকে কথা বলেছি বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. রাশেদ...

বিজ্ঞান লেখকসাক্ষাৎকার

নবীন প্রজন্মের বিজ্ঞান লেখক: সুজয় কুমার দাশ 

বিজ্ঞানী অর্গ এ বিজ্ঞানীদের সাক্ষাৎকার নেবার পাশাপাশি বিজ্ঞান লেখকদের সাক্ষাৎকারও নিচ্ছি। তার...

সাক্ষাৎকার

ইলেকট্রোক্যাটালিস্ট ডিজাইনে সম্ভাবনা: গবেষক মো. ইয়াছিন পাবেল!

মো. ইয়াছিন পাবেল রসায়ন বিভাগ, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র প্রথমেই আপনার সম্বন্ধে...

সাক্ষাৎকার

শিক্ষকতা ও চিকিৎসা সেবায় নিবেদিত প্রাণ: ডা. মুহাম্মদ কামরুজ্জামান খান!

ডা. মুহাম্মদ কামরুজ্জামান খানময়মনসিংহ মেডিকেল কলেজ, বাংলাদেশ সম্প্রতি আমরা সাক্ষাৎকার নিয়েছি ডা. মুহাম্মদ...

সাক্ষাৎকার

জ্বালানি সমাধানের নবজাগরণ: ড. মোহাম্মদ আজিজুর রহমানের ভাবনা !

সম্প্রতি আমরা সাক্ষাৎকার নিয়েছি জ্বালানি সমাধানের নবজাগরণ: ড. মোহাম্মদ আজিজুর রহমানের। তেল...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.