সাক্ষাৎকার

 শিক্ষা, গবেষণা ও মানবাধিকার: ড. আহমেদ আবিদের গল্প!

Share
Share

ড. আহমেদ আবিদুর রাজ্জাক খান (আহমেদ আবিদ)
সহকারী অধ্যাপক, জেনারেল এডুকেশন, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)

ঢাকা থেকে বিশ্বজুড়ে প্রভাবের গল্প

ড. আহমেদ আবিদুর রাজ্জাক খানের গল্পটি শুধুমাত্র তার একাডেমিক সাফল্যের নয়, এটি মানবতার জন্য কাজ করার এক অনন্য উদাহরণ। ঢাকার এক শিক্ষানুরাগী পরিবারে বেড়ে ওঠা ড. খান ছোটবেলা থেকেই একটি গভীর অনুসন্ধিৎসু মন নিয়ে বেড়ে উঠেছেন। তার চিন্তা ও কাজের কেন্দ্রবিন্দুতে সব সময়ই ছিল পিছিয়ে পড়া মানুষের প্রতি দায়বদ্ধতা।

তার একাডেমিক যাত্রার শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দর্শনে স্নাতকোত্তর সম্পন্ন করার মাধ্যমে। কিন্তু তার উচ্চশিক্ষার পিপাসা তাকে বিশ্বজুড়ে ভ্রমণের সুযোগ এনে দেয়। মাহিদোল ইউনিভার্সিটি, থাইল্যান্ড থেকে মানবাধিকার ও সামাজিক উন্নয়নে মাস্টার্স সম্পন্ন করার পর, তিনি ইতালির ভেনিসে ইউরোপিয়ান ইন্টার-ইউনিভার্সিটি সেন্টারে সিনেমা ও মানবাধিকার বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন।

তারপরে আসে জীবনের এক বড় মাইলফলক—তিনি যৌথভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন “মানবাধিকার, সমাজ এবং বহুস্তরীয় গভর্নেন্স” বিষয়ে, পাদোভা বিশ্ববিদ্যালয় (ইতালি) এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয় (অস্ট্রেলিয়া) থেকে। তার এই অর্জন তাকে বৈশ্বিক একাডেমিয়ার একটি বিশেষ স্থান এনে দেয়।

২০২৪ সালে তিনি Club of Rome, সুইজারল্যান্ডের একটি প্রাচীন এবং প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক-এর সহযোগী সদস্যপদ লাভ করেন। একই বছরে তিনি Development Studies Association of Australia (DSSA)-এর সদস্য হন।

একটি বহুমুখী ক্যারিয়ার: শিক্ষা থেকে অ্যাডভোকেসি

ড. খানের জীবনের প্রতিটি অধ্যায়ে একটি বিশেষ লক্ষ্য ছিল—সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা। তার একাডেমিক ভূমিকা তাকে বহু দেশে কাজ করার সুযোগ দিয়েছে। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW), বাংলাদেশ-এ উন্নয়ন অধ্যয়নে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী এবং টিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে তার কাজ কেবল একাডেমিক চর্চার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় কানাডিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত বৃহত্তম মানবাধিকার প্রকল্পে নলেজ ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন। তিনি কম্বোডিয়ায় লং-টার্ম ইলেকশন অবজারভার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি একজন নৈতিক গল্পকার এবং সৃজনশীল চিন্তাবিদ। ডকুমেন্টারি ফিল্ম তৈরি থেকে শুরু করে গল্প বলার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠকে তুলে ধরা, সবকিছুতেই তার অদম্য প্রচেষ্টা।

গবেষণার কেন্দ্রবিন্দু: মানবিক সংকট এবং জলবায়ু পরিবর্তন

ড. খানের গবেষণার মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শক্তিশালী করা এবং তাদের সমস্যাগুলোর সমাধানে নীতি নির্ধারণ করা। তার গবেষণার ক্ষেত্রগুলো অন্তর্ভুক্ত:

  • মানবিক সংকট এবং ব্যবস্থাপনা।
  • জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা।
  • অভিবাসন এবং শ্রম পাচার।
  • রোহিঙ্গা শরণার্থী এবং দক্ষিণ এশীয় অধ্যয়ন।
  • নৈতিক স্টোরিটেলিং এবং সৃজনশীল গবেষণা পদ্ধতি।

গবেষণার প্রভাব

তার গবেষণা শুধু একাডেমিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এটি নীতিনির্ধারণে সহায়ক হতে পারে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান আনতে পারে।

গবেষণার স্মরণীয় অভিজ্ঞতা

ড. খান অত্যন্ত সৎভাবে উল্লেখ করেছেন যে গবেষণার জগতে কিছু নেতিবাচক প্রবণতা রয়েছে। তিনি বলেন, “কিছু তথাকথিত গবেষক নিজেদের স্বার্থে রাজনীতি এবং নেটওয়ার্কিং ব্যবহার করে। আমি সবসময় এই ধরনের পরিবেশ এড়িয়ে চলি।”

তার কাজের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন যে সততা এবং নৈতিকতার সঙ্গে গবেষণা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তরুণদের জন্য বার্তা

ড. খান তরুণদের সঙ্গে কাজ করতে ভালোবাসেন এবং তাদের অনুপ্রাণিত করতে সবসময় প্রস্তুত। তার বার্তা হলো:
“নিজের কাজের প্রতি আন্তরিক থাকো। নতুন কিছু চেষ্টা করতে ভয় পেয়ো না। গবেষণা এবং সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে পরিবর্তন আনো।”

যোগাযোগের তথ্য

ড. খান গবেষণা ও সহযোগিতার ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থী এবং গবেষকদের যোগাযোগ করতে উৎসাহিত করেন।
ইমেইল: [email protected], [email protected]
লিঙ্কডইন: linkedin.com/in/ahmed-khan-ph-d-wsu-australia-929a6a1b/
গুগল স্কলার: https://scholar.google.com/citations?user=c4RmyVUAAAAJ&hl=en&authuser=1

Dr. Ahmed Abidur Razzaque Khan: A Journey of Advocacy and Scholarship

From Dhaka to Global Academia

Dr. Ahmed Abidur Razzaque Khan, fondly known as Ahmed Abid, has a story that transcends borders, blending academic achievement with a deep commitment to humanity. Born and raised in Dhaka, he grew up with an inquisitive mind and a strong desire to uplift the vulnerable. From an early age, Ahmed was driven by a sense of responsibility towards marginalized communities, a passion that has defined his career.

His academic journey began at the University of Dhaka, where he earned a Master’s degree in Philosophy. But his hunger for knowledge took him far beyond Bangladesh. He pursued a Master’s in Human Rights and Social Development at Mahidol University, Thailand, and later a diploma in Cinema and Human Rights from the European Inter-University Centre in Venice, Italy, combining his advocacy work with storytelling.

The pinnacle of his academic achievement came when he earned a joint Ph.D. in “Human Rights, Society, and Multi-level Governance” from the University of Padova, Italy, and Western Sydney University, Australia. This unique program equipped him with the tools to make a global impact, addressing complex social and human rights challenges.

In 2024, Dr. Khan became an associate member of the Club of Rome, a renowned think tank in Switzerland, and joined the Development Studies Association of Australia (DSSA) as a member.

A Diverse Career: From Education to Advocacy

Dr. Khan’s career spans over 18 years, encompassing roles as an educator, researcher, development practitioner, and human rights advocate. He has served as an Assistant Professor of Development Studies at the Asian University for Women (AUW) in Bangladesh and worked as a research assistant and tutor at Western Sydney University.

Beyond academia, he has taken on impactful roles in development work, including serving as a Knowledge Management Coordinator for Southeast Asia’s largest human rights project, SEARCH, funded by the Canadian government. He also worked as a long-term election observer in Cambodia, showcasing his commitment to global democratic processes.

Dr. Khan is not only a scholar but also a storyteller. Through documentary films, curated storytelling projects, and community events, he amplifies the voices of those often left unheard.

Research Focus: Addressing Humanitarian and Climate Challenges

Dr. Khan’s research covers critical global issues, always centering around people and their struggles. His key research areas include:

  • Humanitarian crises and management.
  • Climate change and disaster risk management.
  • Migration, labor trafficking, and mental health.
  • Rohingya refugees and South Asian studies.
  • Ethical storytelling and creative methodologies.

Rooted in the context of Bangladesh and other vulnerable regions, his work seeks to shape policies and provide solutions for communities facing systemic challenges.

The Impact of His Research

Dr. Khan’s research has far-reaching implications. By addressing issues like labor trafficking, climate resilience, and refugee mental health, he aims to influence policymakers and empower vulnerable communities to navigate crises and build better futures.

Reflections on the Research Journey

Dr. Khan speaks candidly about the challenges within the academic world. “Some so-called researchers use their networks for personal politics and gain,” he remarks, emphasizing the importance of integrity. For him, staying honest and avoiding toxic environments is critical to meaningful research.

While acknowledging that balancing research with real-world advocacy can sometimes be messy, he remains committed to making a difference through his work.

Message to the Youth

Dr. Khan’s connection with young people is a cornerstone of his philosophy. His message to students is clear:
“Be sincere in whatever you do. Don’t fear trying new things—they might lead to breakthroughs. Use your skills, whether in research, storytelling, or activism, to create meaningful change in society.”

A Vision for Change

At the heart of Dr. Khan’s work is a vision of a better world. From Dhaka to Sydney, Venice to Cambodia, his story is one of compassion, curiosity, and commitment. Through his research, storytelling, and advocacy, Dr. Khan continues to inspire hope and action, proving that change is possible with dedication and integrity.

Contact Information

Dr. Khan welcomes discussions and collaborations with researchers and students.
Email: [email protected], [email protected]
LinkedIn: linkedin.com/in/ahmed-khan-ph-d-wsu-australia-929a6a1b/
Google Scholar:https://scholar.google.com/citations?user=c4RmyVUAAAAJ&hl=en&authuser=1

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
সাক্ষাৎকার

শাকিরুল ইসলাম লিয়ন: এক কৌতূহলী গবেষকের যাত্রা!

নর্থ সাউথ ইউনিভার্সিটির চূড়ান্ত বর্ষের ছাত্র শাকিরুল ইসলাম লিয়ন কেবল একজন শিক্ষার্থী...

অন্যান্যসাক্ষাৎকার

ড. আবুল কালাম আজাদ: ক্যান্সার গবেষণায় এক অগ্রণী পথিকৃৎ!

ড. আবুল কালাম আজাদ বর্তমান পদবী: রিসার্চ অ্যাসোসিয়েট, মেডিক্যাল মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি...

সাক্ষাৎকার

কাজী শফায়েতুল ইসলাম: গবেষণা ও সহমর্মিতার মাধ্যমে সম্প্রদায়ের সেতুবন্ধন!

জনস্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে চলা কাজী শফায়েতুল ইসলামের জীবনগল্প অধ্যবসায়, জ্ঞানার্জন...

সাক্ষাৎকার

কোডের পেছনে কৌতূহলের গল্প: মিনহাজ ফাহিম জীবরানের সাফল্যের পথচলা!

মিনহাজ ফাহিম জীবরান, আইডাহো স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক।...

সাক্ষাৎকার

পারকিনসন’স রোগে আশার আলো:মো. শরিফুল ইসলামের গবেষণার গল্প!

বিজ্ঞান এবং মানবতার সেবায় এক নিরলস যাত্রা গবেষণা শুধুমাত্র একটি পেশা নয়,...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.