লেখক: মনসুর আলী জিসান
পিএইচডি করার ব্যাপারটা আসলে এতো সহজ না। আপনি কই থেকে পিএইচডি করতেছেন, কার আন্ডারে করতেছেন, পাবলিকেশন, কনফারেন্স প্রেজেন্টেশন এইগুলার উপর আপনার ভবিষ্যতের অনেক কিছুই ডিপেন্ড করে। এখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি কলিমুল্লাহর আন্ডারে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ পিএইচডি করছে। এই পিএইচডির কি কোনো ভ্যালু আছে? এইখানে কে ছাত্র আর কে মেন্টর সেইটা নিয়াই তো আমার প্রশ্ন! একইভাবে আপনি যে ভার্সিটিতে ব্যাচেলর করলেন, যেখানে ফ্যাকাল্টি হইলেন, সেইখানেই যদি আপনি আপনার কলিগের আন্ডারে পিএইচডি করে ফেলেন, তাইলে সেটার ইন্টেগ্রিটি নিয়ে যে কারো মনে প্রশ্ন আসা স্বাভাবিক।
বাংলাদেশের একটা ভার্সিটির শিক্ষক যে নর্থ আমেরিকার বলেন কিংবা ইউরোপ, অস্ট্রেলিয়ার একটা ভার্সিটিতে দিনরাত ল্যাবে পড়ে থেকে, হার্ড ওয়ার্ক আর ডেডিকেশন দিয়ে ৫-৬ বছরে পিএইচডি কমপ্লিট করলো তার সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ বেটার হবে নাকি যে শিক্ষক তার কর্মস্থলে ক্যাফেটেরিয়ার পেছনে বসে পপ খাইতে খাইতে, কোকের বোতলে ঢুক গিলে আর বিড়িতে সুখটান দিয়ে চিল করতে করতে নিজের কলিগের আন্ডারে পিএইচডি শেষ করলো তারটা বেটার হবে ? এই জিনিসগুলা এখন সবাই বুঝে।
শিক্ষকের অনুপ্রেরণা এবং নেতৃত্ব:
একজন ভালো শিক্ষকের হাতে থাকে একজন ছাত্রকে অনুপ্রেরণা যোগানোর চাবি। আইইউটিতে থাকতে আমাদের হাইড্রোলজি পড়াইতেন ডঃ সালেহ স্যার, ওয়াটার রিসোর্সের অন্যান্য সাবজেক্টে ছিলেন ডঃ মুনসুর স্যার, ডঃ আনিসুল হক স্যার, ডঃ সালেহীন স্যার। একেকজন তাদের নিজ নিজ গবেষণাক্ষেত্রের লিজেন্ড। উনাদের সামনে কথা বলতেই আমার ভয় লাগতো, গলা কাপতো। আমি তাদের রিসার্চ আর টিচিং দ্বারা এতোই ইন্সপায়ার্ড ছিলাম যে, আমি আইইউটি থেকে পাশ করে তাদের সাথেই রিসার্চ অ্যাসিস্টেন্ট হিসেবে ইন্সটিটিউট অফ ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্টে (IWFM) দুই বছর কাজ করি। IWFM থেকে চলে আসার আজ প্রায় ১০ বছর, কিন্তু এখনো এই রিলেটেড রিসার্চ ফিল্ডে আছি, এখনো সেই অনুপ্রেরণা ফিল করি।
কীভাবে শিক্ষক শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন?
তাই আমি মনেপ্রাণে বিশ্বাস করি শিক্ষক হিসেবে আপনি যদি ক্লাসে ছাত্রদের ইন্সপায়ার্ড করতে চান, তাদের মনে একটা ইম্প্যাক্ট তৈরী করতে চান, রেস্পেক্ট পাইতে চান, তাইলে জ্ঞানের ঐ উচ্চতাটায় আপনাকে নিয়ে যাইতে হবে যেটার জন্য আসলে পরিশ্রম আর ডেডিকেশনের বিকল্প নাই।
ফেসবুক থেকে সংগৃহীত https://www.facebook.com/share/p/1Au4uH7XgK/
Leave a comment