সামনে আসছে গুগলের বিস্ময়কর চশমা ‘গুগল গ্লাস’৷ বসে নেই অ্যাপল-ও৷ তাদের স্মার্টওয়াচ ‘আইওয়াচ’ বাজারে আসার খবর শোনা যাচ্ছে অনেকদিন ধরেই৷ তাহলে কী ধরে নেয়া যায় যে, এসব পরিধানযোগ্য কম্পিউটারই আমাদের ভবিষ্যতের সঙ্গী?
অ্যাপলের প্রধান নির্বাহি টিম কুক গতমাসেই বলেছেন যে, সামনের দিনগুলোতে অনেক কোম্পানিই এ ধরণের ডিভাইস উদ্ভাবন নিয়ে কাজ করবে৷
অবশ্য টিম কুক এই কথা বলার আগেই অনেকে কাজ শুরু করে দিয়েছে৷ তারই কিছু প্রমাণ দেখা যাবে মঙ্গলবার থেকে তাইওয়ানে শুরু হওয়া পাঁচদিনের মেলা ‘কম্পিউটেক্স’-এ৷
স্মার্টওয়াচ
যেমন তাইওয়ানের কোম্পানি সনোস্টার ইনকর্পোরেশন মেলায় তাদের তৈরি স্মার্টওয়াচ দেখাবে৷ যেটা দিয়ে ফেসবুক, টুইটারে ঘোরাঘুরি করা ছাড়াও পড়া যাবে ইবুক৷ এছাড়া জগিং এর সময় ঘড়িটি আপনাকে জানিয়ে দেবে আপনি কতদূর দৌড়ালেন আর কতখানি ক্যালরি ক্ষয় করলেন৷ চলতি বছরের তৃতীয় ভাগে ঘড়িটি কিনতে পারা যাবে বলে জানিয়েছে সনোস্টার৷ দাম পড়বে ১৭৯ ডলার৷
বুদ্ধিমান হেডসেট
এছাড়া মেলায় দর্শনার্থীরা পরিচিত হতে পারবে ‘মাইন্ডওয়েভ মোবাইল’ নামের আরেকটি পরিধানযোগ্য কম্পিউটারের সঙ্গে৷ এটা হলো মস্তিস্ক ও কম্পিউটারের একটা ইন্টারফেস, যেটা হেডসেট ব্যবহারকারীদের কম্পিউটার নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে৷ সেইসঙ্গে তারা স্ক্রিনে মস্তিস্কের তরঙ্গ দেখতে পারবেন৷
তবে বিশ্লেষকরা এসব পরিধানযোগ্য কম্পিউটারের ভবিষ্যৎ নিয়ে এখনই উচ্চাশা প্রকাশ করছেন না৷ যেমন প্রযুক্তি বিষয়ের লেখক এডওয়ার্ড টেনার গুগল গ্লাসকে ভবিষ্যতের ‘সেগওয়ে’ হিসেবে দেখছেন৷ সেগওয়ে হচ্ছে দুই চাক্কার একটি বাহন যেটা ব্যাটারি দিয়ে চলে৷ অতীতে যখন এই বাহন উদ্ভাবনের কথা জানানো হয়েছিল তখন এর ভবিষ্যৎ নিয়ে অনেক উচ্চাশা প্রকাশ করা হয়েছিল৷ কিন্তু পরবর্তীতে দেখা গেলো, সেটা সম্পর্কে মানুষ আর তেমন আগ্রহী হয়নি৷
সুতরাং সকল ক্ষমতার উৎস ব্যবহারকারীরা৷ একমাত্র তারাই পরিধানযোগ্য কম্পিউটারের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারেন৷ এই ব্যবহারকারীদের মধ্যে পড়ি আমি, আপনি বা আপনারা৷ তাই আপনিই বলুন, স্মার্টওয়াচ বা বুদ্ধিমান হেডসেট আপনার চাই কী না৷ Dhakatimes24.com এ পূরবে প্রকাশিত
সঠিক তথ্য দিয়েছেন আপনি। কম্পিউটার দিয়ে আমরা কি না করতে পারি আজকাল কম্পিউটার দিয়ে সবকিছু করা সম্ভব কোনো কিছু অসম্ভব নেই।। কম্পিউটার দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি।।আমরা কম্পিউটার দিয়ে ঘরে বসে বসে জেকোনো অফিছিয়ালি কাজ করতে পারি এমনকি ঘরে বসে বাহিরের দেশের জেকোনো কম্পানির কাজ করে দিতে পারি।।জদি কেউ আউটসোর্ছিং শিখতে চান তাহলে এই লিংক এ কিলিক করেন
http://www.outsourcinghelp.net/course/