সাক্ষাৎকার : ড. আব্দুল আউয়াল

ড. আব্দুল আউয়াল বিশ্ববিখ্যাত বেল ল্যাব থেকে দেশের টানে ফিরে যেয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ  করেছেন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছেন ড.
আউয়াল। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার কাজও করছেন। তার সুবিশাল কর্মকান্ডগুলির সাথে শ্রোতাদের কিছুটা পরিচয় করার চেষ্টা করেছি এই সাক্ষাৎকারে। কিছুদিন আগে আমেরিকায় ভ্রমনের সময় তার সাক্ষাৎকারটি ধারন করি।

 ড. আউয়াল এর বায়োডাটা

 
সাক্ষাৎকারের তারিখ: ১৯ জুন ২০০৬ (৪৬ মিনিট)
 

mp3 ডাউনলোড

 

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

বিজ্ঞানীদের সাক্ষাৎকার #৭১:  ড. বাশার ইমন

বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাতকার সিরিজে আমরা কথা বলেছিলাম ড. বাশার ইমন। তিনি বর্তমানে ইলিনয়েস …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।