ন্যানোপ্রযুক্তি

পোষাক থেকে শক্তি!

Share
Share

ধরুন, অনেকদিন পর এক পুরনো বন্ধুর ফোন পেয়েছেন। কিন্তু মোবাইলে তখন
একফোঁটাও চার্জ নেই। কিংবা ধরুন, দীর্ঘ ভ্রমনে হঠাৎ করে আপনার আইপডের
চার্জ ফুরিয়ে গেলো। আশেপাশে মোবাইল ফোন বা আইপডে চার্জ দেয়ার মতো তেমন
কোন সুযোগ নেই।এখন কি করবেন? চুপচাপ বসে থাকবেন। নাহ…একটু দাড়িঁয়ে
হাঁটাহাঁটি করে আসুন…এতেই আপনার পোষাকেই উৎপন্ন হবে বিদ্যূত। আর এতেই
চার্জ দেয়া যাবে আপনার মোবাইল ফোন কিংবা আইপডে। প্রিয় পাঠক, আপনারা
নিশ্চয়ই ভাবছেন আমি রসিকতা করছি? মোটেও না। ন্যানোপ্রযুক্তিকে কাজে
লাগিয়ে এই অসম্ভব ব্যাপারটিকে সম্ভব করে তুলেছেন বিজ্ঞানীরা। আসুন জেনে
নেই কিভাবে তা সম্ভব করেছেন বিজ্ঞানীরা…

শক্তির সংকট এখন বিশ্বজুড়ে। আর তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের
বিজ্ঞানীরাও চেষ্টা করছেন বিভিন্নভাবে শক্তি উৎপাদনের। আর এরই
ধারাবাহিকতায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব
টেকনোলজি’র একদল গবেষক জানালেন কাপড় থেকে শক্তি উৎপাদনের কথা। বিজ্ঞান
সাময়িকী ‘নেচার’ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। ন্যানোপ্রযুক্তিকে কাজে
লাগিয়ে তৈরি করা এসব পোষাক শরীরের নড়াচড়া থেকেই বিদ্যুত উৎপাদন করতে
পারবে। এই পোষাকের নাম দেয়া হয়েছে ‘পাওয়ার শার্ট’।               

ছবি

 ছবিঃ অধ্যাপক Zhong Lin Wang এর হাতে ন্যানো জেনারেটর [সূত্রঃ বিবিসি থেকে]


এই গবেষনাদলের সদস্য জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র অধ্যাপক Zhong
Lin Wang পোষাক থেকে বিদ্যূত উৎপাদনের এই সমগ্র ব্যবস্থার নাম দিয়েছেন
তন্তু ভিত্তিক ন্যানোজেনারেটর (fiber-based nanogenerator)। তিনি
জানিয়েছেন, এই বিদ্যূত উৎপাদনের প্রক্রিয়াটি বেশ সহজ এবং অর্থনৈতিকভাবেও
লাভজনক হবে। পাওয়ার শার্টের মাধ্যমে বিদ্যূত উৎপাদনের জন্য কাপড়ের
তন্তুর সাথে মিশিয়ে দেয়া হয়েছে অতি সুক্ষ জিঙ্ক অক্সাইডের ন্যানোতার।
এসব ন্যানোতারের মাধ্যমে বিদ্যূত উৎপাদনের প্রক্রিয়াটি পিজোইলেকট্রিক
ইফেক্ট (piezoelectric effect) হিসেবে পরিচিত। চাপ (Stress) প্রয়োগের
মাধ্যমে বিদ্যুত উৎপাদন করার প্রক্রিয়া পিজোইলেকট্রিক ইফেক্ট নামে
পরিচিত। উল্লেখ্য, এক্ষেত্রে জিঙ্ক অক্সাইডের ন্যানোতার বেছে নেয়ার
পেছনেও প্রধান কারন ছিলো এই পিজোইলেকট্রিক ধর্ম। জিঙ্ক অক্সাইড
পিজোইলেকট্রিক ধর্ম প্রদর্শন করে এবং তা অর্ধপরিবাহী। পরীক্ষাগারে যেসব
ন্যানোজেনারেটর তৈরি করা হয়েছে এসব থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমান অনেক
কম। বিজ্ঞানীরা চিন্তাভাবনা করছেন একে আরোও কিভাবে কার্যকর করা যায় বা
কিভাবে একের অধিক ন্যানোজেনারেটর ব্যবহার করে উৎপাদিত বিদ্যূতের পরিমান
বাড়ানো যায়।

ছবি
ছবিঃ কাপড়ের তন্তুর সাথে মিশিয়ে দেয়া হচ্ছে ন্যানো তার [সূত্রঃ সায়েন্স ডেইলি থেকে]


বিজ্ঞানীরা আশা করছেন, এই অভিনব প্রক্রিয়ায় উৎপাদিত বিদ্যূত বিভিন্ন
মোবাইল, আইপডের মতো বহনযোগ্য ইলেকট্রনিক্স পন্যের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে
সৈনিকদের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতির শক্তির উৎস হিসেবে কাজ করবে।
২০০৭ সালের এপ্রিল মাসে শুরু হওয়া জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র এই
গবেষনায় প্রয়োজনীয় অর্থের যোগান দিয়েছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন,
ইউ এস ডিপার্টমেন্ট অব এনার্জি সহ আরোও বেশ কয়েকটি সংস্থা।

এ ব্যাপারে সন্দেহ নেই, পাওয়ার শার্টের এই উদ্ভাবনটি বানিজ্যিকভাবে
আলোর মুখ দেখলে তা বহনযোগ্য ডিভাইস সমূহে বিদ্যূত চাহিদা মেটাতে একটি
কার্যকর ভূমিকা রাখতে পারবে। এবং সেদিন হয়তো বেশি দূরে নয়…যেদিন আপনার
পছন্দের ফ্যাশন হাউজে ঝুলবে সময়ের শ্রেষ্ঠ পোষাক ‘পাওয়ার শার্ট’!

Share

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
ন্যানোপ্রযুক্তিসাক্ষাৎকার

ন‍্যানোপদার্থ এর গবেষক প্রফেসর সাহাব উদ্দিন

মোহাম্মদ সাহাব উদ্দিন ১৯৭২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগ থেকে...

ন্যানোপ্রযুক্তিবিজ্ঞান বিষয়ক খবরবিজ্ঞানীদের খবর

ন্যানোমেডিসিনে অগ্রগণ্য বিজ্ঞানী ড. মাসুদুর রহমান

  ন্যানোপ্রযুক্তি দিয়ে চিকিৎসা বিজ্ঞানে কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়ে বিজ্ঞানীরা...

ন্যানোপ্রযুক্তি

ন্যানোটেকনোলজী ও কার্বন ন্যানোটিউব

Normal 0 MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0;...

ন্যানোপ্রযুক্তি

ন্যানোটেকনোলজী ও কার্বন ন্যানোটিউব (ভুল)

বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন সিরিজ ‘স্টার ট্রেক’-এ Replicator নামক এমন এক যন্ত্রের উল্লেখ...

ন্যানোপ্রযুক্তি

গবেষনা: ক্ষুদ্রতম অণুবীক্ষণ যন্ত্র তৈরীর অভিজ্ঞতা

অনার্স থাকা অবস্থাতে গ্রাজুয়েশন রিসার্চ এর জন্য ক্ষুদ্রতম অণুবীক্ষণ যন্ত্র Scanning Tunneling...

দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি অলাভজনক প্লাটফর্ম। বিজ্ঞান-প্রযুক্তিতে বাংলাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের নিবেদন বিজ্ঞানী.org

যোগাযোগ

biggani.org [@]জিমেইল.com

Copyright 2024 biggani.org