আপনারা অনেকেই কম্পিউটারে বাংলা লিখার জন্য সফট ব্যবহার করেন। তবে কোন সফট ছাড়াই অনলাইনে ওয়েবব্রাউজার দিয়ে বাংলা টাইপ করবার কিছু সাইট রয়েছে। ফলে যাদের কম্পিউটারে বিজয়, অভ্র, শাব্দিক কিংবা অন্য কোন বাংলা টাইপের সফট ইন্সটল করা নেই, তাদের জন্য বেশ সুবিধাজনক। মনে করুন আপনি একটি ইন্টারনেট ক্যাফেতে গেছেন, বাংলা লিখতে চান কিন্তু কম্পিউটারে সফট ইন্সটল করা নেই, সেক্ষেত্রে এই ধরনের অনলাইনের টাইপিংটি বেশ উপকারে দিবে। কিংবা আপনি যদি অন্য কারো কম্পিউটার ব্যবহার করেন
যেখানে বাংলা টাইপিং এর সফট ইন্সটল করতে পারছেননা, তাদের জন্যও চমৎকার।
এই সমস্ত সাইটগুলি বেশিরভাগই ফনেটিক কিবোর্ড সাপোর্ট করে। ফনেটিক হল, ইংরেজী বর্ণমালার উচ্চারণেই বাংলা টাইপ করা। যাদের বিজয় কিংবা অন্যকোন বিশেষ কিবোর্ড এর লেআউট মুখস্ত করা নেই তাদের
জন্য বেশ সুবিধাজনক। কোন সফট ছাড়াই এইখানে ইউনিকোডে বাংলা টাইপ করতে পারবেন। নিম্নে তেমন কিছু সাইটের কথা উল্লেখ করা হল:
প্রথমেই আমার সবথেকে প্রিয় একটি সাইট তা হল: http://bangla.org.bd/ সাজেদ চৌধুরী এটি তৈরী করেছেন। এটিতে অভ্র ফনেটিক, লেখো ফনেটিক, প্রভাত, somewherein এর ফনেটিক, ইউনিবিজয় (বিজয়ের একটি পরিবর্তিত রূপ) ব্যবহার করা হয়েছে। এই সাইটের সবথেকে বৈশিষ্ট হল এটিতে ওয়ার্ডের মত ফরম্যাট (প্রযুক্তিবীদরা একে বলে WYSIWYG Editor) এ লিখতে পারবেন।
এছড়া, দ্বীপায়ন সরকার ইংরেজী ইচ্চারণেই বাংলা টাইপের সুন্দর একটা সাইট তৈরী করেছেন।
এছাড়া আরো একটি সাইট তৈরী করেছেন তারিকুল আলমঃ http://www.bdjobs.com/bangla
এছাড়া
- অনলাইন লেখন পদ্ধতি
- অনলাইন পরিবর্তন করার টুল
এছাড়া
http://bnwebtools.sourceforge.net/
- #৬৪ সাক্ষাৎকার: সাইবার সিকিউরিটি বিজ্ঞানী ড. নূরুল মোমেন - জুলাই 16, 2023
- বিজ্ঞানীর সাক্ষাৎকার : স্মার্ট-স্বাস্থ্যসেবার বিজ্ঞানী মাহবুব উল আলম - জুলাই 12, 2023
- সাক্ষাৎকার: পরিবেশ বান্ধব পলিমার বিজ্ঞানী ড. মুহাম্মদ নজরুল ইসলাম - জুন 24, 2023
দ্বিতীয় লিঙ্কিট খুবই চমত্কার৷ আপনার ব্লগ েথেক আিম আেগও বেশ উপকৃত হেয়িছ, এবারও হলাম৷ এজন্য আপনাকে আমার অন্তেরর অন্তঃস্থল থেকে জানাই শুভকামনা৷ আশা কির আপনার পথচলা থেমে থাকেব না, ভিবষ্যেতও আপনার কাছ থেকে উপকৃত হব৷ ধন্যবাদ আবারও৷
ধন্যবাদ উবায়দুল্লা। এইভাবে যদি উত্সাহিত করেন, তাহলে আদাজল খেয়ে নামতে ইচ্ছা করে। আমি চেষ্টা করবো আরো তথ্য নিয়ে পাঠকদের সামনে তুলে ধরব।
PLease…PLease…PLease…Keep Giving Us Such Interesting Information…Farhan
আমিও অনেক তত্ব পেয়েছি আপনার সাইট থেকে। আমার ওয়েব সাইটে আপনার সাইটটা এড করেছি।
[url]www.Nazirul.page.tl[/url]
Hi!
From your article I found the following link:
http://phpxperts.net/phonetic/example.html
And we woudl like to get that into our site http://www.sonarbangla.ca
But how to install that or activate that into our site? When I go to that link I was not able to find any contact us. So please help …
Thanks
ানেক ধন্রবাদ্ ্ ানক কাজে আসবে আপনার এই লেখা্
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার এই website বেশ ভালো লাগে
Very nice page. I am here.bangladesh. thank u.