আমাদের সমন্ধে

বাংলাদেশি গবেষকদের কমিউনিটি বিজ্ঞানী অর্গ (biggani.org), যা বাংলা ভাষায় গবেষণা সংক্রান্ত তথ্য ও সাক্ষাৎকার শেয়ার করে নতুনদের গবেষণায় প্রেরণা দেয়। বিজ্ঞান-প্রযুক্তিতে বাংলাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের নিবেদন বিজ্ঞানী.org

বিজ্ঞানী.org একটি Non Profit Organization। এটি দেশের ও প্রবাসের বাঙালী বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও পেশাজীবিদের social network।  


বিজ্ঞানী.com এর প্রত্যয় ও প্রতিশ্রুতি :

  •  বাংলা ভাষায় বিজ্ঞান/প্রযুক্তির উপর প্রবন্ধ ও সাক্ষাতকার প্রকাশ করা।
  • বিজ্ঞানী হল মানব কল্যাণের মুক্তাঙ্গন। বহুমুখী জর্তিময়দের মিলনমেলা। আপনার সক্রিয় অংশগ্রহণ বিজ্ঞানী.com কে আরো সমৃদ্ধ করবে।
  • আমরা মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি-কে বহুমূখী মাধ্যমে জনপ্রিয় করতে চাই।
  • বিজ্ঞানী.org মানব কল্যাণে প্রত্যয় ও প্রতিশ্রুতিশীল বাক স্বাধীনতায় বিশ্বাসী। 
  • আমরা অন্যের প্রযু্ক্তিশীল যুক্তিবাদী চিন্তা-চেতনা ও মতামতকে শ্রদ্ধা করব।
  • যুক্তিহীণ কুসংস্কার, হিংসা, বিদ্বেশ, ঘৃণা, নিপিড়ন ও ব্যক্তিগত আক্রমণ পরিহার করব।
  • আমরা সৃজনশীল পরিবেশ তৈরী করতে চাই যা বিজ্ঞানমুখী শিক্ষা ও প্রযুক্তি প্রসারে সহায়ক।
  • পাঠকের মতামত ও সমালোচনা প্রকাশে আমরা যত্নশীল।
  • আমরা যতটা সম্ভব নির্ভূল তথ্য প্রচারে সচেষ্ট। লেখকের বা পাঠকের মতামত বা ভুল-ভ্রান্তির জন্য বিজ্ঞানী.org দায়ী থাকবেনা।
  • বিজ্ঞানী.org প্রয়োজনে আপনার লেখা সম্পাদনা বা বাতিল করার ক্ষমতা রাখে।
  • কেউ ব্যক্তিগত তথ্য প্রচার না করতে চাইলে আমরা তা পালন করব।
  • আমরা লেখকের ও পাঠকের প্রাইভেসী ও কপিরাইট আইনকে সম্মান করব।
  • বিজ্ঞানী.org সাইটটি ওপেন সোর্স (open source বা মুক্ত সফটওয়্যার) ব্যবহার করে তৈরী করা হয়েছে এবং আমরা ওপেনসোর্স কে উৎসাহিত করি।
  • বিজ্ঞানী.org এর পুরো সাইটটি ইউনিকোড compatible বাংলাতে প্রকাশ করা হবে।

আমাদের সাথে একসাথে কাজ করতে আগ্রহী হলে ভলেন্টিয়ার ফরম ক্লিক করে সদস্য হোন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: biggani.org@জিমেইল.com ।


খরচপাতি

প্রথমেই উল্লেখ করা প্রয়োজন বিজ্ঞানী.com একটি Non Profit Organization। এটি বাঙালী বিজ্ঞানী, প্রযুক্তিবীদ ও পেশাজীবিদের সোশ্যাল নেটওয়ার্কের প্লাটফর্ম। বিজ্ঞানী অর্গ এর ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব সার্ভারের খরচ বহন করার জন্য গুগলের বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অতিরিক্ত অর্থ বাংলাদেশের গ্রামাঞ্চলে কম্পিউটার স্থাপনার জন্য ব্যবহার করা হবে।

 


আপডেট থাকুন: 

বিজ্ঞানী অর্গ সাইটের নতুন প্রবন্ধগুলির আপডেট জানার জন্য বিজ্ঞানী অর্গ এর RSS কিংবা Atom টি আপনার ফিডরিডার এর সাথে সংযোগ করে নিন। 


আরো পড়ুন:

 

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Three Columns Layout

বাংলাদেশি গবেষকদের কমিউনিটি বিজ্ঞানী অর্গ (biggani.org), যা বাংলা ভাষায় গবেষণা সংক্রান্ত তথ্য ও সাক্ষাৎকার শেয়ার করে নতুনদের গবেষণায় প্রেরণা দেয়।

যোগাযোগ

[email protected]

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.