বিজ্ঞান লেখকসাক্ষাৎকার

নবীন প্রজন্মের বিজ্ঞান লেখক: সুজয় কুমার দাশ 

Share
Share

বিজ্ঞানী অর্গ এ বিজ্ঞানীদের সাক্ষাৎকার নেবার পাশাপাশি বিজ্ঞান লেখকদের সাক্ষাৎকারও নিচ্ছি। তার একটি প্রধান কারণ হল, এই বিজ্ঞান লেখকরা বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার মাধ্যমে নবীনদের কাছে সহজবোধ্য ভাষাতে এবং মাতৃভাষায় খুব সহজে বিজ্ঞানের জটিল বিষয়গুলি তুলে ধরছেন। বিজ্ঞান কে জনপ্রিয় করার জন্য তাদের ভূমিকা অনেক। বিজ্ঞান লেখকদের সাক্ষাৎকারের ধারাবাহিকতায় আজকে আমরা সাক্ষাৎকার নিয়েছি সুজয় কুমার দাশ এর। 

সুজয় কুমার দাশ এর বেড়ে উঠা:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি ছোট্ট গ্রাম বিটঘর থেকে উঠে আসা এক প্রতিভাবান তরুণের গল্প হলেন সুজয় কুমার দাশ। গ্রামের নিভৃত পরিবেশে বড় হওয়া সুজয় আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী। তার অসাধারণ মেধা, অধ্যবসায় এবং বিজ্ঞানচর্চার প্রতি গভীর ভালোবাসা তাকে বাংলাদেশের নবীন প্রজন্মের একজন বিজ্ঞান লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার জীবনগল্প নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস।

সুজয়ের পড়াশোনার শুরু হয় তার গ্রামের স্কুলে। ব্রাহ্মণবাড়িয়ার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে তার শিক্ষা জীবন শুরু হয়। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত কৌতূহলী এবং জ্ঞান অর্জনের জন্য উদগ্রীব ছিলেন। স্কুলজীবনের পড়াশোনার পাশাপাশি তিনি বই পড়ার প্রতি গভীর আগ্রহী ছিলেন। তার বন্ধুদের নিয়ে তিনি গ্রামের মধ্যে একটি পাঠচক্র গঠন করেন। পাঠচক্রটি ছিলো একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেখানে তারা কার্ল মার্ক্সের মতো জটিল ও চিন্তাশীল লেখকদের বই পড়তেন। এই পাঠচক্রের মাধ্যমে তার চিন্তাশক্তি এবং বিশ্লেষণী দক্ষতার উন্নতি ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর, সুজয়ের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। সেখানে তিনি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন এবং বিজ্ঞানকে ভালোবাসতে শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি তিনি বিভিন্ন ব্লগ এবং পত্রিকায় লেখালেখি শুরু করেন। তার লেখার মূল বিষয় ছিলো বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজ এবং বোধগম্য করে উপস্থাপন করা।

ব্লগ এবং লেখালেখির যাত্রা

বিজ্ঞান নিয়ে লেখালেখির ক্ষেত্রে সুজয় কুমার দাশের পথচলা সহজ ছিল না। তিনি শুরুতে বিজ্ঞান ব্লগ-এ যোগ দেন, যেখানে তাকে বিজ্ঞান বিষয়ে সহজবোধ্য এবং কার্যকরভাবে লেখার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ধীরে ধীরে তিনি লেখালেখিতে পারদর্শী হয়ে ওঠেন এবং বিজ্ঞান ব্লগ-এর কার্যনির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন।

ব্লগ পরিচালনার সময়, তিনি  নিয়মিত লেখকদের লেখাগুলি সম্পাদনা করতেন। তার লেখায় বৈজ্ঞানিক জটিল বিষয়গুলোকে সহজ করে উপস্থাপনের দক্ষতা লক্ষ্য করা যায়। বিজ্ঞান ব্লগে তার কাজের পাশাপাশি তিনি দৈনিক বাংলা, কালের কণ্ঠ এবং বিজ্ঞান চিন্তার মতো শীর্ষস্থানীয় পত্রিকায় নিয়মিত বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ প্রকাশ করে চলেছেন।

গবেষণা ও রেড-গ্রিন রিসার্চ সেন্টার

বর্তমানে সুজয় কুমার দাশ রেড-গ্রিন রিসার্চ সেন্টারে গবেষণার সঙ্গে যুক্ত আছেন। এখানে তিনি দুটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পে কাজ করছেন। তার গবেষণার প্রধান বিষয়বস্তু হল যক্ষ্মা এবং আর্সেনিক দূষণ। এই দুটি বিষয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যক্ষ্মা রোগের প্রতিরোধ এবং আর্সেনিক দূষণের প্রভাব নিয়ে তার গবেষণা ভবিষ্যতে জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গবেষণার পাশাপাশি সুজয় বিজ্ঞান বিষয়ক সাহিত্য রচনা এবং বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌছে দেবার জন্য কাজ করছেন। তার মতে, গবেষণা শুধু গবেষণাগারে সীমাবদ্ধ থাকা উচিত নয়; এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দৃষ্টিভঙ্গি থেকে, তিনি বিজ্ঞান সাহিত্য এবং যোগাযোগের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আরাফাত ভাই-এর অনুপ্রেরণা

সুজয়ের জীবন এবং কাজের ক্ষেত্রে তার মেন্টর আরাফাত ভাই বিশেষ ভূমিকা পালন করেছেন। রিফাত ভাই তাকে গবেষণা এবং লেখালেখির প্রতি গভীর ভালোবাসা তৈরি করতে সহায়তা করেছেন। সুজয়ের মতে, একজন ভালো মেন্টর শুধু পথ দেখায় না, বরং কঠিন সময়ে অনুপ্রেরণা দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।


ভবিষ্যৎ লক্ষ্য

সামনে সুজয় কুমার দাশের লক্ষ্য হল বৈজ্ঞানিক সাহিত্য এবং যোগাযোগের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। তিনি বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে আরও সহজবোধ্য করে উপস্থাপন করতে চান। সুজয় মনে করেন, বিজ্ঞানচর্চা এবং বিজ্ঞানবিষয়ক লেখালেখি একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। তার ভবিষ্যৎ পরিকল্পনার একটি বড় অংশ জুড়ে রয়েছে বিজ্ঞান যোগাযোগের দক্ষতা উন্নয়ন।

উপসংহার

সুজয় কুমার দাশের জীবন এবং কর্ম নতুন প্রজন্মের জন্য এক আদর্শ। তার গবেষণা, লেখালেখি এবং সামাজিক উদ্যোগ তাকে বাংলাদেশের বিজ্ঞান সম্প্রদায়ে একটি বিশেষ স্থান দিয়েছে। তিনি প্রমাণ করেছেন, সীমাবদ্ধতা কোনো বাধা নয় যদি মানুষের মধ্যে লক্ষ্য এবং অধ্যবসায় থাকে। তার গল্প তরুণদের বিজ্ঞানচর্চা এবং গবেষণায় উৎসাহিত করবে এবং বাংলাদেশের বিজ্ঞানচর্চার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞানী অর্গ এর পক্ষ থেকে সুজয় কুমার দাশের সাক্ষাৎকারটি নিয়েছেন এর সম্পাদক ড. মশিউর রহমান।  

সাক্ষাৎকারটির পূর্ণাঙ্গ ভিডিওটি দেখুন:


Interviews with Science Writer Sujoy Kumar Das

At Biggani.org, in addition to interviewing scientists, we also interview science writers. One of the main reasons is that these science writers, through their engagement with science in the Bengali language, present complex scientific topics to the younger generation in an easy-to-understand and accessible manner in their mother tongue. Their contribution to popularizing science is immense. As part of our series on science writers, today we have interviewed Sujoy Kumar Das.


The Journey of Sujoy Kumar Das

Sujoy Kumar Das is the inspiring story of a talented young man from a small village named Bitghar in Nabinagar, Brahmanbaria. Growing up in the serene environment of the village, Sujoy is now an undergraduate student in the Department of Biochemistry and Molecular Biology at Jagannath University. His exceptional talent, perseverance, and deep passion for science have established him as a budding science writer in Bangladesh. His life story is a source of inspiration for the new generation.

Sujoy’s education began in his village school. He started his academic journey at Bitghar Radhanath High School in Brahmanbaria. From an early age, he was exceptionally curious and eager to acquire knowledge. Alongside his school education, he developed a deep interest in reading books. He even formed a reading circle with his friends in the village. This reading circle was a unique initiative where they read thought-provoking works by authors like Karl Marx. Through this activity, his critical thinking and analytical skills flourished.

Enrolling at Jagannath University marked a new chapter in Sujoy’s life. There, he began studying Biochemistry and Molecular Biology and developed a profound love for science. Alongside his university studies, he started writing for various blogs and newspapers. The primary focus of his writing was to present science in a simple and understandable way for the general public.


The Blogging and Writing Journey

Sujoy Kumar Das’s journey in science writing was not easy. He initially joined a science blog where he faced the challenge of writing about scientific topics in an accessible and effective manner. Gradually, he became skilled in writing and took on the responsibility of being the executive editor of the science blog.

During his time managing the blog, he regularly edited articles from other writers. His ability to simplify complex scientific topics became evident in his writings. In addition to his work on the blog, he regularly published science-related articles in leading newspapers like Daily Bangla, Kaler Kantho, and Biggan Chinta.


Research and the Red-Green Research Center

Currently, Sujoy Kumar Das is involved in research at the Red-Green Research Center. He is working on two significant research projects focusing on tuberculosis and arsenic contamination. These two issues are highly critical for developing countries like Bangladesh. His research on tuberculosis prevention and the impact of arsenic contamination has the potential to make significant contributions to public health in the future.

Alongside his research, Sujoy is also engaged in writing science literature and making science accessible to the general public. He believes that research should not remain confined to laboratories but should also reach the public. Guided by this vision, he continues to work on improving science communication and literature.


Inspiration from Arafat Bhai

In Sujoy’s life and work, his mentor, Arafat Bhai, has played a significant role. Arafat Bhai helped him develop a deep love for research and writing. According to Sujoy, a good mentor not only shows the way but also provides encouragement during tough times to help one move forward.


Future Goals

Looking ahead, Sujoy Kumar Das aims to establish a strong foundation in scientific literature and communication. He wants to make science even more accessible to the general public. Sujoy believes that it is possible to advance both scientific research and science writing simultaneously. A significant part of his future plans involves improving his skills in science communication.


Conclusion

The life and work of Sujoy Kumar Das serve as an ideal example for the younger generation. His research, writing, and social initiatives have earned him a special place in Bangladesh’s scientific community. He has demonstrated that limitations are not barriers if one has determination and perseverance. His story will inspire young people to pursue science and research, playing a vital role in the progress of science in Bangladesh.

This interview with Sujoy Kumar Das was conducted by Dr. Mashiur Rahman, the editor of Biggani.org.

Watch the full interview video here: https://youtu.be/GWWgILhF-RI


Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
সাক্ষাৎকার

কাজী শফায়েতুল ইসলাম: গবেষণা ও সহমর্মিতার মাধ্যমে সম্প্রদায়ের সেতুবন্ধন!

জনস্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে চলা কাজী শফায়েতুল ইসলামের জীবনগল্প অধ্যবসায়, জ্ঞানার্জন...

সাক্ষাৎকার

কোডের পেছনে কৌতূহলের গল্প: মিনহাজ ফাহিম জীবরানের সাফল্যের পথচলা!

মিনহাজ ফাহিম জীবরান, আইডাহো স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক।...

সাক্ষাৎকার

পারকিনসন’স রোগে আশার আলো:মো. শরিফুল ইসলামের গবেষণার গল্প!

বিজ্ঞান এবং মানবতার সেবায় এক নিরলস যাত্রা গবেষণা শুধুমাত্র একটি পেশা নয়,...

সাক্ষাৎকার

কৌতূহল ও সহিষ্ণুতার এক সুর: অধ্যাপক ফারুক সাত্তারের যাত্রা!

একজন গবেষকের জন্য কৌতূহল হলো দিকনির্দেশক, আর সহিষ্ণুতা হলো সেই জ্বালানি যা...

সাক্ষাৎকার

কঠিন পথ পেরিয়ে শিখরে: অধ্যাপক ইসমাইল মো. মফিজুর রহমানের অনুপ্রেরণামূলক যাত্রা!

যদি কেউ বলে, সফলতার চূড়ায় পৌঁছাতে হলে সংগ্রাম এবং অধ্যবসায়ের দরকার, তবে...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.