প্রফেসর- ড. মোহা: ইয়ামিন হোসেন
ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রিয় বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা,
আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ এবং সামনে এগিয়ে চলেছো। আমার আজকের এই লিখাটি তোমাদের উদ্দেশ্যে, তোমাদের প্রেরণা ও ভবিষ্যত গঠনের জন্য। তোমরা সবাই যে একদিন নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কিছু অর্জন করবে, আমি তার পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দেশের তরুণ সমাজের জন্য শিক্ষার এবং গবেষণার সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে, এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে তোমরা যদি কঠোর পরিশ্রম ও সঠিক পরিকল্পনার সাথে এগিয়ে যাও, তাহলে কোনো কিছুই তোমাদের পক্ষে অসম্ভব হবে না।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী হিসেবে তোমাদের সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে, তবে সঠিক প্রস্তুতি ও সংকল্পে এগিয়ে গেলে কোনো বাধাই তোমাদের পথে দাঁড়াতে পারবে না। আজকের এই মটিভেশনাল লেটারে আমি আলোচনা করতে চাই কিভাবে বিদেশে উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতিতে তোমাদের আগ্রহ, কঠোর পরিশ্রম এবং ধৈর্য কীভাবে তোমাদের সফলতায় নিয়ে যেতে পারে।
প্রথম ধাপ: একাডেমিক প্রস্তুতি – সিজিপিএ অর্জন এবং গবেষণার দক্ষতা
বিদেশে উচ্চশিক্ষার প্রথম চ্যালেঞ্জ হলো একাডেমিক প্রস্তুতি। তোমাদের সিজিপিএ (CGPA) ভালো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তোমার একাডেমিক সক্ষমতা এবং পরিশ্রমের পরিচায়ক। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:
১. শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনা:
সুন্দর ফলাফল অর্জন করতে হলে তোমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ে পড়াশোনা করতে হবে। প্রতিটি বিষয় এবং পরীক্ষা ও এসাইনমেন্টের জন্য সময়মতো প্রস্তুতি নিতে হবে।
২. প্রতিটি বিষয়কে গুরুত্ব দেয়া:
কোনো বিষয়কেই ছোট মনে করবে না। প্রত্যেকটি বিষয়ে মনোযোগ দিতে হবে, কারণ এসব বিষয় তোমাদের ভবিষ্যতের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হবে।
৩. গবেষণা এবং ডাটা অ্যানালাইসিস শিখা:
সিজিপিএ ভালো করা এক বিষয়, কিন্তু গবেষণায় দক্ষতা অর্জন করা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশে MS, MPhil, বা PhD করতে হলে তোমাকে গবেষণার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে, যেমন ডাটা কালেকশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, কোয়ালিটেটিভ এবং ক্যান্টিটেটিভ রিসার্চ শিখতে হবে।
দ্বিতীয় ধাপ: গবেষণার মান এবং পেপার প্রকাশ:
শুধু ভালো সিজিপিএ থাকলেই চলবে না, তোমাদের গবেষণার মানও ভালো হতে হবে। তোমাদের গবেষণার ফলাফল আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হলে সেটি তোমার স্কলারশিপের জন্য এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য এক বড় দিক নির্দেশক হবে। একটি সফল গবেষণার জন্য প্রাথমিক লক্ষ্য পরিষ্কারভাবে জানানো, ডাটা বিশ্লেষণ এবং সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা প্রয়োজন।
গবেষণা পেপার লিখা:
তোমাদের অবশ্যই গবেষণা পেপার লেখার কৌশল শিখতে হবে। এর মধ্যে লেখার শৈলী, গবেষণার উদ্দেশ্য স্পষ্ট করা এবং আন্তর্জাতিক জার্নালে জমা দেওয়ার প্রক্রিয়া জ্ঞান থাকা জরুরি।
তৃতীয় ধাপ: ইংরেজি ভাষার দক্ষতা – IELTS প্রস্তুতি:
বিদেশে পড়াশোনার জন্য ইংরেজি ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ স্কলারশিপের জন্য IELTS পরীক্ষায় ভালো স্কোর প্রয়োজন। ইংরেজির প্রতি দক্ষতা অর্জন করতে তোমাদের নিয়মিত ইংরেজি বই পড়া এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
IELTS স্কোর:
IELTS পরীক্ষায় ৭.৫ বা ৮.০ স্কোর অর্জন তোমাদের বিদেশে আবেদনকে আরো গ্রহণযোগ্য করে তুলবে।
চতুর্থ ধাপ: SOP এবং CV লেখা:
বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সময় তোমাদের Statement of Purpose (SOP) এবং CV খুব গুরুত্বপূর্ণ। SOP-তে তোমাদের উদ্দেশ্য, গবেষণার লক্ষ্য এবং কেন তোমরা ঐ বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত, তা স্পষ্টভাবে লিখতে হবে। এছাড়া, CV তে তোমার শিক্ষা, গবেষণা অভিজ্ঞতা, স্কিলস, পাবলিকেশনস ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
পঞ্চম ধাপ: প্রফেসরদের সাথে যোগাযোগ:
বিদেশে পড়াশোনা করার জন্য প্রফেসরদের সাথে যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রফেসরদের ইমেইল পাঠানোর সময়, তোমাদের গবেষণার আগ্রহ এবং কেন তুমি ঐ বিশেষ প্রফেসরের গবেষণায় অংশ নিতে চাও তা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
শেষ কথা: সফলতা অর্জন করতে হবে
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি তোমরা এই প্রস্তুতিগুলো অনুসরণ করো, তাহলে তোমাদের ভবিষ্যত উজ্জ্বল হবে। কিন্তু মনে রেখো, সফলতা একটি যাত্রা, এবং যাত্রা কখনো সহজ হয় না। অনেক সময় বাধা আসবে, কিন্তু যদি তুমি কঠোর পরিশ্রম, সততা, এবং মর্যাদা বজায় রেখে এগিয়ে যাও, তাহলে সফলতা তোমার হবেই।
বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, আন্তর্জাতিক গবেষণা, এবং নতুন নতুন সুযোগ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা একদিন বিশ্বের সেরা গবেষকদের তালিকায় স্থান করে নেবে, এতে কোনো সন্দেহ নেই।
তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ তোমাদের সফল করুন এবং তোমাদের জীবনের সমস্ত লক্ষ্য অর্জিত হোক।
শুভ কামনায়,
প্রফেসর ড. মোহাঃ ইয়ামিন হোসেন
ফিশারীজ বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী-৬২০৫
বাংলাদেশ
ই-মেইল:[email protected]
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:https://web.facebook.com/share/p/19nVZhSEAs/
In English
Motivational Letter: To All Students of Bangladesh
Dear Students of Bangladesh,
I hope this letter finds you in good health and high spirits, and that you are steadily progressing towards your goals. The purpose of this letter is to share with you my confidence and empathy for your future. I firmly believe that each one of you will achieve something in your life that will not only make you proud but also bring pride to our entire country. The opportunities and guidance are crucial that you make full use of these to shape a successful future.
While there are numerous opportunities for young researchers in our country, the path to higher education and research abroad can be quite challenging. However, if you walk this challenging path with proper preparation and dedication, nothing will be impossible. In this motivational letter, I would like to discuss how you can prepare for pursuing advanced degrees such as MS, MPhil, or PhD abroad, and how passion, hard work, and patience will propel you towards success.
Step 1: Academic Preparation – Achieving a Strong CGPA and Research Skills
The first challenge for higher education abroad is academic preparation. To secure a scholarship or be accepted into a research program, a strong CGPA is essential. A CGPA reflects your academic abilities and commitment. Here are some important suggestions for achieving good results:
1. Discipline and Time Management:
To achieve good academic results, you must study regularly. Plan your study schedule for each subject well in advance and allocate time for each exam or assignment. It is also important to focus on reading textbooks in English.
2. Giving Importance to All Subjects:
No subject is too small to ignore. Pay attention to every subject as the knowledge you gain will be critical for your future research and scholarship applications.
However, simply achieving a good CGPA is not enough. You also need to develop skills in research and data analysis. The goal of higher education abroad is not just to gain knowledge but to contribute new insights through research. To pursue MS, MPhil, or PhD, you must be well-versed in research techniques, statistical methods, and data analysis.
Step 2: Research Quality and Publishing Papers in International Journals
One important thing that many students overlook is the quality of their research. A good CGPA might open doors, but without strong research skills and high-quality research papers, you will face difficulties in making an impact. To get accepted into top universities abroad, your research papers must be of high quality and published in international journals.
Writing Research Papers:
When writing a research paper, it is essential to clearly define the objective of your research, analyze your data effectively, and present your results accurately. Your writing style and technical approach should align with the standards of top international journals.
I believe that if you focus on research and manage to publish 5 to 7 research papers, professors at foreign universities will take a keen interest in your application, which will open up new opportunities for you.
Step 3: English Language Proficiency – Preparing for IELTS
English language proficiency is crucial for higher studies and research abroad. Most scholarships require a good IELTS score. Therefore, you must work on improving your English language skills, particularly in speaking, listening, reading, and writing.
Achieving a Good IELTS Score:
A score of 7.5 or 8.0 in IELTS will make your application more competitive. You can prepare by using IELTS preparation books and taking online courses. The better your command of English, the more accessible opportunities abroad will be for you.
Step 4: SOP and CV Writing Skills:
When applying to universities, two important documents will play a major role: Statement of Purpose (SOP) and CV. The SOP is where you explain your research objectives, career goals, and why you are a good fit for the university and program. Writing an effective SOP requires clarity, self-motivation, and a deep understanding of your own goals.
Additionally, your CV should be professional, concise, and accurate. It should highlight your educational qualifications, research experience, skills, publications, and projects in a clear and compelling manner.
Step 5: Contacting Professors and Sending Applications
Once you have a strong CGPA, IELTS score, and research papers, the next step is to directly contact professors at the universities you are interested in. Reaching out to professors is a very important step. You must email them with a clear explanation of your research interests and why you would like to work with them specifically.
Knowing how to communicate with professors is a key strategy. Make sure you learn this skill and apply it when reaching out to potential mentors.
Final Thoughts: Achieving Success
I firmly believe that if you follow these steps and prepare diligently, success is inevitable. However, keep in mind that the road to success is not easy. There will be obstacles along the way, but if you remain dedicated, work with integrity, and approach everything with respect, you will achieve your goals, InshAllah.
You will one day secure scholarships at universities abroad and become part of the global community of leading researchers. I have full confidence in your potential and will keep you in my prayers as you work towards your success.
May Allah bless you with success and help you achieve all your dreams and goals.
Best Wishes,
Professor Dr. Md. Yeamin Hossain
Department of Fisheries, Rajshahi University, Bangladesh
Email: [email protected]
Leave a comment