চিকিৎসা বিদ্যাসাক্ষাৎকার

ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত: ড. ইশতিয়াক রশিদের পথচলার গল্প!

Share
Share

ইশতিয়াক রশিদ, একজন প্রক্রিয়া উন্নয়ন বিজ্ঞানী, ক্যান্সার চিকিৎসায় ডিএনএ সংশোধন প্রক্রিয়ার ভূমিকা নিয়ে কাজ করছেন। তার গবেষণায় ক্ষতিগ্রস্ত ডিএনএ সংশোধনের জন্য প্রোটিন সমন্বয়ের নতুন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে, যা ক্যান্সার চিকিৎসায় সম্ভাবনার নতুন পথ তৈরি করতে পারে।

গবেষণার এক অন্যরকম যাত্রা

“বিজ্ঞান প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, আর সেই পরিবর্তনগুলোর সঙ্গে খাপ খাইয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই একজন বিজ্ঞানীর মূল লক্ষ্য।” এমনটাই বলছিলেন ইশতিয়াক রশিদ, একজন প্রক্রিয়া উন্নয়ন বিজ্ঞানী (Process Development Scientist) যিনি বর্তমানে বায়োটেক ইন্ডাস্ট্রিতে জিন থেরাপি নিয়ে কাজ করছেন। তার গবেষণার মূল বিষয় ছিল ক্যান্সার চিকিৎসায় ডিএনএ সংশোধন প্রক্রিয়ার ভূমিকা, যা ক্যান্সার গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

ডিএনএ সংশোধনের জগতে এক নতুন দৃষ্টিভঙ্গি

আমাদের শরীরের ধারক ও বাহক ডিএনএ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে—কখনো শরীরের জৈব ও রাসায়নিক প্রক্রিয়া, আবার কখনো বাইরের পরিবেশের বিভিন্ন শক্তি ও রাসায়নিক উৎপাদকের প্রভাব থেকে। ক্ষতিগ্রস্ত ডিএনএ যদি সংশোধিত না হয় তবে তা ক্যান্সারে রূপান্তরে ভূমিকা রাখতে পারে । ক্ষতিগ্রস্ত ডিএনএ সংশোধনের জন্য আমাদের শরীরের, তথা কোষের মধ্যে কিছু প্রক্রিয়া আছে যা এই ক্ষতিকে সংশোধন করে কোষের ও শরীরের স্বাভাবিক কাযর্ক্রম অব্যাহত রাখার চেষ্টা করে।

খুব সহজ করে বলতে গেলে- আমার গবেষণার মূল লক্ষ ছিল কিভাবে এরকম একটি সংশোধন প্রক্রিয়াকে ব্যবহার করে ক্যান্সার চিকিৎসার জন্য একটু নতুন সমাধান খুঁজে বের করা যায়। কাজটির শুরু হয় সুনির্দিষ্ট ডিএনএ সংশোধন প্রক্রিয়াকে ভালো করে বোঝার মাধমে, যার ভেতরে অনেক রকমের প্রোটিন এবং জৈব কণা একসাথে কাজ করে। এরকম কিছু প্রোটিন কিভাবে একসাথে কাজ করে সেটা বোঝা ও সুনির্দিষ্টভাবে তাদের কাজ করার পদ্ধতি অর্থউদ্ধার করা ছিল আমার গবেষণায় মূল বিষয়বস্তু।

“আমাদের গবেষণা দল প্রথমবারের মতো ডিএনএ সংশোধন প্রক্রিয়ার দুটি প্রোটিনের মধ্যে সমন্বিত কাজের মানচিত্র প্রকাশ করে। এটি ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে,” তিনি উল্লেখ করেন।

বিজ্ঞান গবেষণায় বাধা পেরিয়ে সাফল্যের গল্প

ইশতিয়াকের গবেষণার যাত্রা কখনোই সহজ ছিল না। বিশেষ করে এমন গবেষণা, যা পৃথিবীতে কেউ আগে কখনো করেনি। “যেকোনো কিছু প্রথমবার করা সহজ নয়। বিজ্ঞান গবেষণায় অনেক বাধা আসবে। পরীক্ষা-নিরীক্ষা ঠিক মতো কাজ নাও করতে পারে,” বলেন ইশতিয়াক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাও তার যাত্রাকে কঠিন করেছে। তিনি উল্লেখ করেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের একজন শিক্ষককে প্রশ্ন করতে শিখায় না।”

পিএইচডি করার সময় ইশতিয়াক এমনই এক বড় বাধার সম্মুখীন হন। যখন তার একটি নতুন আইডিয়া তিনি সুপারভাইজারের কাছে উপস্থাপন করেন, সেটি সাথেসাথেই নাকচ করে দেওয়া হয়। কিন্তু ইশতিয়াক হাল ছাড়েননি। তিনি তথ্য-উপাত্তের সাহায্যে আবার সুপারভাইজারকে বোঝান এবং অনুরোধ করেন অন্তত একবার ওই আইডিয়াটি পরীক্ষা করার। তার দৃঢ়তায় সুপারভাইজার রাজি হন। “আমার আইডিয়া এক্সপেরিমেন্টে কাজ করল, এবং সেই রেজাল্ট আমাদের গবেষণার দিক সম্পূর্ণ বদলে দিল,” বলেন তিনি।

এই অভিজ্ঞতা ইশতিয়াককে শিখিয়েছে যে বিজ্ঞান মানে ডেটা এবং যুক্তির উপর নির্ভর করা। তিনি উপলব্ধি করেন, “পিএইচডি সুপারভাইজার বা সিনিয়র গবেষক মানেই তাদের সব সিদ্ধান্ত বা বিশ্লেষণ সঠিক হবে এমন কোনো নিশ্চয়তা নেই।”

ইশতিয়াক আরও বলেন, “যখন একজন পিএইচডি গবেষক কোনো একটি বিষয় নিয়ে ৪-৫ বছর কাজ করেন, তখন তার আইডিয়াই সেই বিষয়ে ল্যাবের অন্য সবার থেকে বেশি স্পষ্ট হতে পারে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সব সময় ডেটা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এগোতে হবে।”

এই অভিজ্ঞতা তার মনোবল এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়িয়েছে, যা তাকে শুধু গবেষণায় নয়, পেশাগত জীবনেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে।

একজন বিজ্ঞানীর জন্য প্রয়োজনীয় গুণাবলী

ইশতিয়াকের মতে, ধৈর্য একজন বিজ্ঞানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। সমস্যার গভীরে যাওয়ার ইচ্ছা, সময়ের সঠিক ব্যবহার, এবং সমসাময়িক গবেষণা সম্পর্কে সচেতন থাকা বিজ্ঞান গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কোনো সমস্যা না মিললে একটু থেমে পেছনে ফিরে দেখতে হবে, সময়ের সদ্ব্যবহার জানতে হবে। গবেষণার বিষয়ের সমসাময়িক তথ্য এবং একই বিষয়ের গবেষণা দল কি কাজ করে তার বিষয়ে জানতে হবে।

তরুণদের প্রতি বার্তা

“আজকের জনপ্রিয় বিষয় কালকে অপ্রাসঙ্গিক হতে পারে। গবেষণা বা ক্যারিয়ার গড়ার আগে বিষয়টির ভবিষ্যৎ বিশ্লেষণ করা জরুরি,” নতুন প্রজন্মের প্রতি এমন বার্তা দেন ইশতিয়াক।

ডিএনএ সংশোধন গবেষণায় ক্যান্সার চিকিৎসার নতুন দিগন্ত

ইশতিয়াক রশিদের গবেষণার ফলাফল ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসার নতুন পদ্ধতি আবিষ্কারে সহায়ক হতে পারে। তার কাজ শুধুই গবেষণার সীমাবদ্ধতায় আটকে নেই; এটি মানবজাতির বৃহৎ কল্যাণে এক উল্লেখযোগ্য অবদান।

ড. ইশতিয়াক রশিদের কাজ ও তার চিন্তাধারা বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

যোগাযোগ:
ইমেইল: [email protected]
গবেষণা লিংক: Google Scholar, ResearchGate

Pioneering Cancer Research: The Inspiring Journey of Dr. Ishtiaque Rashid!

Ishtiaq Rashid, a process development scientist, is working on the role of DNA repair mechanisms in cancer treatment. His research has revealed new insights into the coordination of proteins to repair damaged DNA, which could open up new avenues of potential in cancer treatment.

From DNA Damage to Life-Saving Discoveries

“Science is constantly evolving, and adapting to these changes is the core responsibility of any scientist,” says Dr. Ishtiaque Rashid, a Process Development Scientist currently working in the biotech industry, specializing in gene therapy. His groundbreaking research focuses on understanding the role of DNA repair mechanisms in cancer treatment, opening new doors for innovation in oncology.

Turning Challenges into Breakthroughs in Scientific Research

Our DNA, the carrier and sustainer of life, is constantly under attack—sometimes from the biochemical and chemical processes within our body and at other times from various external environmental factors and chemical agents. If damaged DNA is not repaired, it can contribute to the development of cancer. To counteract this, our cells have built-in mechanisms that repair the damage, ensuring the normal functioning of both the cells and the body.

In simple terms, my research aimed to explore how such a repair process could be harnessed to develop innovative solutions for cancer treatment. The work began with a deep dive into understanding a specific DNA repair mechanism, which involves a coordinated effort by various proteins and biomolecules. My research primarily focused on deciphering how certain proteins work together in this process and identifying the specific mechanisms by which they operate.

“Our research team, for the first time, mapped the coordinated interaction between two proteins involved in the DNA repair process. This discovery has the potential to open new horizons in cancer treatment,” he noted.

Overcoming Challenges in Research

Ishtiaque’s journey in research was far from easy, especially as he ventured into unexplored scientific territories. “Doing something for the first time is never easy. In research, challenges are inevitable. Experiments may fail to work as expected,” Ishtiaque explains. He also reflects on the limitations of the Bangladeshi education system, saying, “Our system doesn’t teach students to question their teachers.”

During his Ph.D., Ishtiaque encountered a significant obstacle. He proposed a new idea to his supervisor, only to have it rejected outright. However, he didn’t give up. Armed with data and evidence, he convinced his supervisor to give the idea a chance. The experiment was conducted, and to everyone’s surprise, it worked. “My idea delivered results, and it completely changed the direction of our research,” he recalls.

This pivotal experience taught him the true essence of science: relying on data and logic above all else. He reflects, “Just because a supervisor or a senior researcher says something doesn’t mean it’s always correct. When a Ph.D. researcher spends 4-5 years focused on a single topic, their understanding of it can often surpass others in the lab.”

Ishtiaque emphasizes the importance of self-belief and the courage to challenge ideas, provided one has solid data and test results to back it up. “You must trust yourself and let the data guide you forward,” he advises.

This lesson not only shaped his approach to research but also strengthened his resilience and problem-solving skills, qualities that have significantly contributed to his professional growth.

The Qualities of a Scientist

Patience, according to Dr. Rashid, is the most essential quality for any researcher. A good scientist must also possess the curiosity to dive deep into problems, the ability to revisit and reevaluate approaches, and an awareness of contemporary developments in their field.

A Message for Aspiring Scientists

“Science is ever-changing. What’s in demand today may become obsolete tomorrow. Before committing to a research topic or career path, analyze where that field might be 15-20 years down the line,” he advises.

A New Horizon in Cancer Treatment through DNA Repair Research

Dr. Rashid’s research holds immense promise for future cancer therapies. By uncovering the intricate workings of DNA repair processes, his findings could pave the way for groundbreaking advancements in oncology, benefiting countless lives.

Dr. Ishtiaque Rashid’s dedication and insights serve as an inspiration to scientists and researchers worldwide, especially those aspiring to make a meaningful impact in biomedical sciences.

Contact Information:
Email: [email protected]
Research Profiles: Google Scholar, ResearchGate

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
অন্যান্যসাক্ষাৎকার

ড. আবুল কালাম আজাদ: ক্যান্সার গবেষণায় এক অগ্রণী পথিকৃৎ!

ড. আবুল কালাম আজাদ বর্তমান পদবী: রিসার্চ অ্যাসোসিয়েট, মেডিক্যাল মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি...

সাক্ষাৎকার

কাজী শফায়েতুল ইসলাম: গবেষণা ও সহমর্মিতার মাধ্যমে সম্প্রদায়ের সেতুবন্ধন!

জনস্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে চলা কাজী শফায়েতুল ইসলামের জীবনগল্প অধ্যবসায়, জ্ঞানার্জন...

সাক্ষাৎকার

কোডের পেছনে কৌতূহলের গল্প: মিনহাজ ফাহিম জীবরানের সাফল্যের পথচলা!

মিনহাজ ফাহিম জীবরান, আইডাহো স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক।...

সাক্ষাৎকার

পারকিনসন’স রোগে আশার আলো:মো. শরিফুল ইসলামের গবেষণার গল্প!

বিজ্ঞান এবং মানবতার সেবায় এক নিরলস যাত্রা গবেষণা শুধুমাত্র একটি পেশা নয়,...

সাক্ষাৎকার

কৌতূহল ও সহিষ্ণুতার এক সুর: অধ্যাপক ফারুক সাত্তারের যাত্রা!

একজন গবেষকের জন্য কৌতূহল হলো দিকনির্দেশক, আর সহিষ্ণুতা হলো সেই জ্বালানি যা...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.