
বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাৎকারের এই ৭০ তম পর্বে এইবার কথা বলেছিলাম ড.জুবায়ের শামীম এর সাথে। তিনি বর্তমানে টোকিও বিশ্ববিদ্যালয়ে Specially Appointed Assistant Professor হিসাবে কর্মরত রয়েছেন।
বিজ্ঞানীর প্রোফাইল:
ড.জুবায়ের শামীম যন্ত্র প্রকৌশলী তে অনার্স করেছেন বাংলাদেশের বুয়েটে, এরপরে মাস্টার্স করেছেন কোরিয়া এর সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি অর্জন করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তার গবেষনার বিষয় Metal Organic Framework এবং ফাংশনাল ম্যাটেরিয়াল।
সাক্ষাতকারে তিনি আলোচনা করছিলেন তার গবেষনায় আবিষ্কৃত প্রযুক্তিগুলি কিভাবে তাপগতিবিদ্যা ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটি ব্যবহারিক প্রয়োগ হয় শীততাপনিয়ন্ত্রণ যন্ত্রতে। কেননা সেখানে কম ইনার্জি দিয়ে তাপ কে নিয়ন্ত্রণ করা খুব প্রয়োজন হয়।
বিজ্ঞানী হবার টিপস
যারা বৈজ্ঞানীক হতে চান তাদের তিনি নিম্নের টিপসগুলি দিলেন,
- একজন বিজ্ঞানীদের জন্য পিএইচডি নেয়াটা খুব জরুরী, কেননা এই প্রক্রিয়ায় কিভাবে গবেষনা করতে হবে সেই ব্যাপারে ভালো একটি প্রশিক্ষণ পাবার সুযোগ পায়।
- পিএইচডি তে ভর্তি হবার ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠানে একটি ভালো ল্যাবে ভর্তি হওয়াটা জরুরী।
- জীবনে কি চাই, কি বিষয় নিয়ে গবেষনা করবো, সেই আগ্রহের ক্ষেত্রটি খুঁজে পাওয়া খুব প্রয়োজন।
- এরপরে সেই আগ্রহী বিষয়টিতে দক্ষতা অর্জন করা প্রয়োজন। এই স্কিলসেট বা দক্ষতা অর্জন করতে বেশ সময় লাগে এবং এর জন্য আগ্রতা নিয়ে অধ্যবসায়ী হয়ে লেগে থাকতে হয়।
পিএইচডি তে ভর্তির টিপস
কিভাবে পিএইচডির জন্য প্রোফেসরদের সাথে যোগাযোগ করবেন, সেই ব্যাপারে তিনি তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন,
- গবেষক হিসাবে ভর্তি হবার জন্য একজন প্রোফেসর প্রার্থীদের মধ্যে কি গুণ দেখতে চান, তা খুঁজে বের করতে হবে এবং সেই গুণগুলি অর্জন করার জন্য চেষ্টা করতে হবে।
- অনেক সময় GRE সহ অন্যান্য সার্টিফিকেট নেয়া যেতে পারেন। বাইপাস করাটা ঠিক না।
- ছাত্রবস্থায় পাবলিকেশন করার জন্য চেষ্ট করতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশের কনফারেন্সগুলিতে পাবলিকেশন করার চেষ্টা করা যেতে পারে। এছাড়া প্রবাসের বাংলাদেশী গবেষকদের সাথে কাজ করে তাদের সাথে যৌথ ভাবে পাবলিকেশন করা যেতে পারে।
- প্রোফেসরদের সাথে যোগাযোগ করার সময় সেই ল্যাবের ফোকাস এবং আগ্রহী বিষয়টিতে চেষ্টা করতে হবে।
গবেষনার বিষয়
কি বিষয় নিয়ে গবেষনা করবো এই নিয়ে অনেক শিক্ষার্থীদের বিভ্রান্তি থাকে। ড.জুবায়ের শামীম বললেন যে আগ্রহী বিষয়টি আগে ফোকাস করতে হবে, এরপরে সেটি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করার জন্য অনেক বিষয় নিয়েই কাজ করা যায়। কেউ গণিত নিয়ে মাস্টার্স করার পরে, সেই গণিতএর কৌশল গুলি অন্যান্য অনেক ক্ষেত্রেই প্রয়োগ করার জন্য পিএইচডি করতে পারে। শুধু মৌলিক গণিত নিয়েই যে গবেষনা করতে হবে তা নাও হতে পারে, প্রয়োগ বা এপ্লিকেশনের ক্ষেত্র গুলি খুঁজে বের করে সেই ল্যাবগুলিতে চেষ্টা করতে হবে।
ড.জুবায়ের শামীম কে ধন্যবাদ বিজ্ঞানী ডট অর্গ এর জন্য সময় দেবার জন্য।
সাক্ষাৎকার গ্রহণ: ড. মশিউর রহমান
তারিখ: ২৯ নভেম্বর ২০২২
সাক্ষাৎকারের ভিডিও লিংক: https://youtu.be/4FypsRiDgrI
রেফারেন্স:
- ড. জুবায়ের শামীম এর লিংকডইন https://www.linkedin.com/in/jubair-a-shamim-ph-d-0a0923136/
- ল্যাব এর ওয়েবসাইট: https://www.u-tokyo.ac.jp/focus/ja/people/k0001_03552.html
- ড. জুবায়ের শামীম এর ইমেইল এড্রেস: jshamim@thml.t.u-tokyo.ac.jp
- #৬৪ সাক্ষাৎকার: সাইবার সিকিউরিটি বিজ্ঞানী ড. নূরুল মোমেন - জুলাই 16, 2023
- বিজ্ঞানীর সাক্ষাৎকার : স্মার্ট-স্বাস্থ্যসেবার বিজ্ঞানী মাহবুব উল আলম - জুলাই 12, 2023
- সাক্ষাৎকার: পরিবেশ বান্ধব পলিমার বিজ্ঞানী ড. মুহাম্মদ নজরুল ইসলাম - জুন 24, 2023