গবেষণায় হাতে খড়ি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে ফাষ্ট-ইয়ার গবেষক প্রোগ্রাম শুরু করবেন

Share
Share

মোহাম্মদ আব্দুল হালিম
সহকারী অধ্যাপক
কেনেসো স্টেট ইউনিভার্সিটি

উদ্দেশ্য :
বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য হলো আগামীদিনের গবেষক তৈরী করা যারা বিজ্ঞান গবেষণার মাধ্যমে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করবেন । এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো প্রথম বর্ষের ছাত্রদেরকে গবেষক হওয়ার প্রশিক্ষন দেওয়া ।

প্রোগ্রাম কাঠামো:

১. এই প্রোগ্রামে বিজ্ঞান অনুষদের শিক্ষকরা প্রথমে তাদের প্রোপোজাল সাবমিট করবে । এই প্রোপাজালে প্রজেক্ট বিবরন (৩০০ শব্দের), ছাত্র প্রশিক্ষনের আউটকাম (৩০০ শব্দের), ছাত্রদের সাপ্তাহিক কর্ম পরিকল্পনা (৩০০ শব্দের), শিক্ষকের রিসার্চ প্রোফাইল (৩০০ শব্দের) এবং ছাত্র সংখ্যা উল্লেখ থাকতে হবে ।

২. সিলেক্টেড প্রোপাজলগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে যেখানে আগ্রহী ছাত্ররা আবেদন করবে । আবেদন করার জন্য ছাত্ররা ‘স্টেটমেন্ট অব ইন্টারেষ্ট’ সাবমিট করবে । এছাড়াও সপ্তাহে ৫-১০ ঘন্টা কাজ করার এবং সমাপ্ত গবেষণাটি সিমপোজিয়ামে প্রজেন্ট করার কমিটমেন্ট করবেন ।

৩. শিক্ষকরা আগ্রহী ছাত্রদের ইন্টারভিউ নিয়ে মিনিমাম এক থেকে তিন জন ছাত্র সিলেক্ট করবে ।

৪. এই প্রোগ্রামে নির্বাচিত ছাত্ররা মাসিক স্টাইপেন্ড (৫০০০ টাকা) পাবে এবং শিক্ষকরা প্রজেক্ট সম্পন্ন করার জন্য এককালীন বরাদ্দ (১০,০০০ টাকা) পাবেন ।

৫. এই প্রোগ্রাম আট মাস বা একবছর ব্যাপী হতে পরে । প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর শিক্ষক ও ছাত্র উভয়েই প্রজেক্ট আউটকাম সাবমিট করবে এবং ছাত্ররা তাদের গবেষণাটি পোষ্টার বা ওরাল প্রেজেন্টেশান হিসাবে ‘ফাষ্ট-ইয়ার রিসার্চ’ সিমপোজিয়ামে প্রজেন্ট করবে ।

ফান্ডিং :
প্রথমে ছোট পরিসরে ২৫ জন ছাত্রের জন্য এই প্রোগ্রাম শুরু করা এবং ১৫ জন শিক্ষক অংশগ্রহন করতে পারে । ২৫ জন ছাত্রের জন্য স্টাইপেন্ড বাবদ এক বছরে খরচ : ১৫ লাখ টাকা । ১৫ জন শিক্ষকের জন্য প্রজেক্ট বরাদ্দ ১ লাখ ৫০ হাজার । আনুসাঙ্গিক খরচ ৫০ হাজার টাকা । সর্বমোট ১৭ লাখ টাকা । ফান্ডিং এর জন্য ইউজিসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় , বিভিন্ন কোম্পানী বা দাতব্য প্রতিষ্ঠান, অথবা ওপেন পাবলিক ডোনেশনের মাধ্যমে কালেক্ট করা যেতে পারে ।


বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/15fa7ccFbC

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
কলামগবেষণায় হাতে খড়ি

কলাম: গবেষণায় নির্বুদ্ধিতা

গবেষণায় অজ্ঞতাকে আলিঙ্গন করা প্রকৃত জ্ঞান এবং উদ্ভাবনের দ্বার উন্মুক্ত করে। অজানাকে...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

আর্টিকেল সাবমিশনের আগে নিজেকে প্রশ্ন করুন!

আপনার গবেষণা প্রবন্ধ জমা দেওয়ার আগে, গ্রহণযোগ্যতার সম্ভাবনা বাড়ানোর জন্য নিজেকে এই...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

জার্নাল ফাইন্ডার টুল

Researcher.Life-এর মতো জার্নাল ফাইন্ডার টুলগুলি কীভাবে গবেষকদের তাদের গবেষণাপত্র জমা দেওয়ার জন্য...

কলামগবেষণায় হাতে খড়ি

কলাম: গবেষণার গতি বৃদ্ধিতে AI প্রযুক্তি

কীভাবে AI প্রযুক্তি, বিশেষ করে Paperguide, গবেষকদের তাদের কাজের গতি এবং নির্ভুলতা...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

রিসার্চ আর্টিকেল প্রকাশের জন্য উপযুক্ত জার্নাল কীভাবে নির্বাচন করবেন?

আপনার গবেষণা প্রকাশের জন্য সঠিক একাডেমিক জার্নাল কীভাবে বেছে নেবেন তা শিখুন।...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.