কলামকৃষি

বাংলাদেশের পুনর্জাগরণ: ৮৭০০০ গ্রাম এবং প্রকৃত জনতার রাজনীতি – ড. আবেদ চৌধুরি

Share
Share

নিম্নের লেখাটি ড. আবেদ এর লিংডইন এ ইংরেজীতে প্রকাশিত পোস্টের বঙ্গানুবাদ

আজকের দিনে প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশিকে একত্রিত হওয়ার কথা ভাবতে হবে। কীভাবে আমরা দেশকে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা দিতে পারি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে পারি, শিক্ষা খাতের সংকটের উত্তরণ ঘটাতে পারি এবং রপ্তানি আয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। এসবই আমাদের ছাত্র-ছাত্রী ও কৃষকদের “কৃষকদের সবুজ বিপ্লব” (Farmers Green Revolution) প্ল্যাটফর্মের মূল চিন্তা। ঢাকা শহরের ক্ষমতা কুক্ষিগত করার যন্ত্রণা থেকে দূরে, সংবিধান ও জাতীয় সঙ্গীত নিয়ে নতুন বিভেদ ও অনৈক্য (যা একদমই মূর্খতাপূর্ণ বিভ্রান্তি), আমরা চাই আমাদের ৮৭০০০ গ্রাম ও ছোট শহরের দিকে মনোযোগ দিতে এবং রাজনীতিকে হত্যা-লোভনীয় উচ্চাকাঙ্ক্ষা ও অর্থলিপ্সার হাত থেকে মুক্ত করতে।

আমরা চাই রাজনীতিকে সেই স্থানেই নিয়ে যেতে যেখানে তা সবসময় থাকা উচিত ছিল, কিন্তু তা কখনোই ছিল না। আমাদের ৮৭০০০ গ্রাম, ধানক্ষেত, হারিয়ে যাওয়া নদী এবং অতিদরিদ্রদের বন্যায় ভেসে যাওয়া ঘরগুলোতে। এরা হল আসল দেশের মালিক, যারা শহুরে রাজনৈতিক কল্পকাহিনীর বাইরে বাস্তব জীবন যাপন করছে। শহরের ছোট ও বড় মধ্যবিত্ত, বিত্তশালী এলিট, যারা দেশের ২০% জনসংখ্যার বেশি নয়, এই জাতিকে নিজেদের করায়ত্ত করেছে। তারা গ্রামের দরিদ্রদের থেকে দেশকে কেড়ে নিয়েছে, তাদেরকে নিরাশ ও বেঁচে থাকার লড়াইয়ে নিয়োজিত করেছে।

যখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ মিলবে, তখন গ্রামাঞ্চলের বঞ্চিত জনগণ আর শহুরে এলিটদের জন্য ভোট দেবে না; তারা নিজেদের দলের জন্য ভোট দেবে। তারা এমন এক সংখ্যাগরিষ্ঠ ভোটের খেলা খেলবে যা আগে কখনও দেখা যায়নি। তারা তাদের ভূমি ও পানির পুনরুদ্ধারের দাবি করবে; তাদের বীজ, শস্য, সূর্যের আলো এবং বিষাক্ত পলি থেকে মুক্ত নদীর অধিকারের জন্য দাঁড়াবে। তারা আর শহরের ফিটফাট মানুষের পাশে কেবলমাত্র ফটোশুটের জন্য দাঁড়াবে না।

তেঁতুলিয়া থেকে কক্সবাজার এবং সুন্দরবনের লবণাক্ত অঞ্চল থেকে সুনামগঞ্জের হাওর পর্যন্ত, ক্ষুধার্ত ও বঞ্চিত গ্রামীণ দরিদ্ররা সিংহের গর্জনের মতো উঠে দাঁড়াবে। সেই দিনটি আসছে, খুব শীঘ্রই। সেই সোনালী পুনর্জাগরণের দিনকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

মূল লেখা:

All patriotic Bangladeshis now ought to think of how to put the country together; making it food and energy secure, responding to the calamity of flood, disaster in the education sector, maintaining the edge on export earnings. These are the pre-occupations of the ” Farmers Green Revolution” platform of our students and farmers. Away from the power-grabbing machinations in Dhaka city, away from the new discord and divisions around constitution and national anthem (what a silly distraction!) we want to focus on the 87000 villages and small towns and take politics away from murderous ambition and rapacious greed for money; away from the fantasy-infused ” re-inventing” the National narratives and slogans, we want to take politics to where it was always meant to be but never was; to our 87000 villages, rice fields, the lost rivers, to the flooded homes of the ultra-poor. Those are the actual owners of the country facing real lives away from urban political fantasies. The city’s petty and non-petty middle class, the affluent elites maybe 20% of the population have grabbed this nation in a vice-like grip; they have taken the country away from the rural poor leaving them destitute and grasping for air. When voting is allowed the dispossessed of the villages will no longer vote for the sleek urban elite; they will vote for their own party; they will play a majoritarian voting game never seen before. They will demand the restoration of the land and the water; they will stand up for the right of their seeds; their grains, their sunshine; their rivers free of toxic sledge. They will no longer stand next to the sleek urban folks merely to provide photo opportunity. From Tetulia to Coxs Bazar and from the salty marshes of Sundarbans to the Haors of Sunamgaj the hungry dispossessed rural poor will rise with the roar of a million Lions. That day is coming and Soon. Behold that golden day of awakening in coming.


ড. আবেদ: একটি সংক্ষিপ্ত জীবনী

ড. আবেদ সিলেটের এক গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেন, যেখানে তিনি শস্য উৎপাদন ব্যবস্থা এবং জীববৈচিত্র্যের সূক্ষ্ম বিষয়গুলি হাতেকলমে শিখেছিলেন। জীববিদ্যা এবং জেনেটিক্স সম্পর্কে তার প্রাকৃতিক আগ্রহ ছিল। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং তারপর নটরডেম কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেন। ১৯৭৯ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে কেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি নিয়ে পড়াশোনা শুরু করেন।

ড. আবেদ ইউনিভার্সিটি অফ ওরেগনের ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োলজিতে গ্র্যাজুয়েট স্কুলে পড়াশোনা করেন এবং পোস্ট-ডক্টরাল গবেষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের এনআইএইচ এবং এমআইটি’র জীববিজ্ঞান বিভাগে। এমআইটিতে তিনি আরবিডপসিস উদ্ভিদে পুরুষ উর্বরতার পথ উন্মোচন করতে স্যাচুরেশন মিউটাজেনেসিস করেন এবং গুরুত্বপূর্ণ মিউট্যান্ট সংগ্রহ করেন। এছাড়াও, তিনি জিন বিচ্ছেদ করার পরীক্ষা চালান এবং AMP1 নামক উদ্ভিদের বিকাশের মূল চালক জিনটি আবিষ্কার করেন। পরে তিনি অস্ট্রেলিয়ার সিএসআইআরও প্ল্যান্ট ইন্ডাস্ট্রিতে চলে যান এবং সেখানে উদ্ভিদের জিন প্রযুক্তির উপর কাজ করেন।

ড. আবেদ তার কর্মজীবনে সিএসআইআরও, সিংজেন্টা এবং ভিটাগ্রেইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং বর্তমানে তিনি Loam Bio এবং Genofax এ কর্মরত। তিনি কৃষি-জীবপ্রযুক্তি এবং মানব পুষ্টির ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। সিএসআইআরও-তে তিনি সার্বজনীন বীজ উৎপাদনের উপর কাজ করেন এবং উচ্চফলনশীল জাতের বিকাশে হেটেরোসিস ব্যবহারের জন্য একটি ধারণামূলক কাঠামো তৈরি করেন। বাংলাদেশে ১৫ বছরেরও বেশি সময় ধরে ফসলের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠান চালিয়ে তিনি “এক্সটেন্ডেড লাইফ রাইস” এবং “ব্লাড গ্লুকোজ রিডিউসিং রাইস” সহ অনেক নতুন উদ্ভাবন করেছেন।

বর্তমানে ড. আবেদ মাইক্রোবিয়াল বায়োলজি ব্যবহার করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি কৃষি-জীবপ্রযুক্তি এবং মানব পুষ্টির ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন। সিএসআইআরও-তে তিনি সার্বজনীন বীজ উৎপাদনের উপর কাজ করেন এবং উচ্চফলনশীল জাতের বিকাশে হেটেরোসিস ব্যবহারের জন্য একটি ধারণামূলক কাঠামো তৈরি করেন। বাংলাদেশে ১৫ বছরেরও বেশি সময় ধরে ফসলের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠান চালিয়ে তিনি “এক্সটেন্ডেড লাইফ রাইস” এবং “ব্লাড গ্লুকোজ রিডিউসিং রাইস” সহ অনেক নতুন উদ্ভাবন করেছেন।

বর্তমানে ড. আবেদ মাইক্রোবিয়াল বায়োলজি ব্যবহার করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন প্রযুক্তি উন্নয়নের জন্য কাজ করছেন।

অডিও সাক্ষাৎকার

২০০৭ সনে বিজ্ঞানী ডট অর্গ এর পক্ষ থেকে আমরা তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম যা এইখানে শুনতে পাবেন:

Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
কলাম

শর্টকাট নয়, পরিশ্রমেই সফলতার সত্যিকারের চাবিকাঠি

আজকের যুগে আমরা সবাই দ্রুত সফলতা অর্জন করতে চাই। এই তাড়াহুড়োর মধ্যে...

কলামকিভাবে কাজ করে?

অগ্নি নির্বপক যন্ত্র সমন্ধে কিছু তথ্য

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরো নতুন নতুন সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন। [mc4wp_form...

কৃষি

জৈব কৃষি এবং আমাদের প্রত্যাশা

জৈব কৃষি একটি বাস্তবসম্মত পদ্ধতি যা আজকের অর্থনীতির তুলনায় আগামীকালের বাস্তুসংস্থানকে আরো...

দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের একটি অলাভজনক প্লাটফর্ম। বিজ্ঞান-প্রযুক্তিতে বাংলাকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের নিবেদন বিজ্ঞানী.org

যোগাযোগ

biggani.org [@]জিমেইল.com

Copyright 2024 biggani.org