বিজ্ঞানী.অর্গ এর সাথে যারা আমাদের সাথে কাজ করেছেন এবং যাদের কনট্রিবিউশনের কারনে বিজ্ঞানী.অর্গ আজ এই পর্যায়ে এসেছে তাদের সবার প্রতিই রইলো কৃতজ্ঞতা।
আলমগীর মোহাম্মদ: অস্ট্রেলিয়ার ভিকটরিয়া বিশ্ববিদ্যালয়ে টেলিকমিউনিকেশন এর উপর ডক্টরেট করছেন। পাশাপাশি শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জুমলা বাংলা সংস্করণের জন্য কাজ করছেন। এছাড়াও বাংলা OCR (Optical character recognition, সহজে স্ক্যান করা ছবি থেকে ডিজিটার টেক্সট এ রুপান্তর করার পদ্ধতি) প্রোজেক্টে কাজ করছেন।
শামিমা ইয়াসমিন রিমা: ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বিজ্ঞানী.অর্গ এর সিস্টেমটি দেখাশুনা করছেন ও কোঅর্ডিনেশন এর কাজগুলি করছেন। সাপ্তাহিক একটি বিজ্ঞানের নিউজলেটার বের করছেন।
সালমা আক্তারঃ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচার এ এম এস ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ঢাকার সমন্বিত ধান হাস চাষ গবেষণা প্রকল্পে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসাবে কাজ করছেন। আব্দুর রশিদ ও সালমা আক্তার দু’জনে মিলে লিখেছেন একট বই ‘ফল চাষের উন্নত কলা কৌশল’ জুন, ২০০৭।
মাহে আলম খান: ঢাকা থেকে কাজ করছেন আমাদের সাথে। মার্কেটিং এর ব্যাপারটি দেখছেন।
ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।