তথ্যপ্রযুক্তি

আলোচিত প্রোফাইল: জুলিয়ান পল অ্যাসাঞ্জ

জুলিয়ান পল অ্যাসাঞ্জ সমন্ধে বিস্তারিত জানুন

Share
Share

হঠাৎ করে যেনো সারাবিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু এবং রীতিমত ঝড় তোলেন একজন ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রের নিকট ভিলেন হিসেবে গণ্য হলেও সবার নিকট পরিচিতি পেলেন হিরো বা নায়ক হিসেবে। বিশ্ব মাড়ল বলে পরিচিত যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েন সেই ব্যক্তিকে নিয়ে। কিন্তু তিনিই বা কে? কি বা তার পরিচয়। আসুন এবার জেনে নিই তথ্যের স্বাধীনতায় বিশ্বাসী জনপ্রিয় উইকিলিকস ওয়েবসাইট এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ এর বিষয়ে:

নাম: জুলিয়ান পল অ্যাসাঞ্জ

জন্ম: ৩ জুলাই ১৯৭১ সাল।

জন্মস্থান: টাউনসভিলে, কুইনসল্যান্ড, অস্ট্রেলিয়া।

জাতীয়তা: অস্ট্রেলিয়ান।

পেশা: উইকিলিকস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক।

শিক্ষাজীবন:

তিনি মূলত: গণিত এবং পদার্থবিদ্যায় পড়াশুনা করেন। পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং এ দক্ষ হয়ে ওঠেন। তার প্রধান আগ্রহ ছিল হ্যাকিং নিয়ে। ১৩ বছর বয়সে তিনি মায়ের কাছ থেকে উপহার পেলেন তার জীবনের প্রথম কম্পিউটার। একসময় শুরু করেন কম্পিউটার হ্যাকিং। রীতিমত দক্ষ হয়ে যান হ্যাকার হিসিবে এবং ২০০৬ সালে তিনি সেরা হ্যাকার হিসেবে পরিচিতিও পান।

জুলিয়ান অ্যাসাঞ্জ নিজস্ব পদ্ধতিতেই চিন্তা-ভাবনা করতেন। আর সে অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করতেন। তিনি তথ্যের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। কাউকে ভয় পেতেন না। এমনকি সব রাষ্ট্র এবং সবাই যাকে (যুক্তরাষ্ট্র) সমীহ করে চলে সেই রাষ্ট্রকে তিনি মোটেও ভয় পেলেন না। মুক্ত স্বাধীনতায় এগিয়ে নিয়ে গেলেন উইকিলিকস কে।

উইকিলিকস

জনসম্মুখে গোপন তথ্য প্রকাশের পরিকল্পনায় জুলিয়ান অ্যাসাঞ্জ ২০০৬ সালে প্রতিষ্ঠা করেন উইকিলিকস। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এতে উপদেষ্টা বোর্ডে রয়েছে নয় জন সদস্য এবং একজন মিডিয়া মুখপাত্র কাজ করছেন। এতে
অ্যাসাঞ্জ নিজেকে বর্ণনা করছেন প্রধান সম্পাদক হিসেবে। তিনি বলেন, ‘আমি নিজেকে একজন প্রতিষ্ঠাতা হিসেবে ভাবি না’। তিনি উইকিলিকস এ একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন। অ্যাসাঞ্জ নিজেকে উপস্থাপন করছেন একজন সাংবাদিক হিসেবে। তিনি মনে করেন, তথ্যের স্বচ্ছতায় বরং দূর্নীতি কমে আসে। উইকিলিকস এর নিয়ম মোতাবেক, গোপন তথ্য প্রকাশের ক্ষেত্রে উইকিলিকস কোনো সূত্র উল্লেখ করে না।

যুক্তরাষ্ট্রের চাপে ডোমেইন নেইম প্রোভাইডার EveryDNS.net ৩ ডিসেম্বর উইকিলিকস এর ওয়েবসাইট বন্ধ করে দেয়। উল্লেখ্য, পর পর মার্কিন গোপন তথ্য ফাঁস করে দেওয়ার মাধ্যমে উইকিলিকস আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সেই সঙ্গে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল উইকিলিকের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারে রেড এলার্ট জারি করে। তবে পরবর্তী সময়ে উইকিলিকস আবার সুইজারল্যান্ডভিত্তিক নতুন একটি ডোমেইনের নাম wikileaks.ch ঠিকানায় সচল হয়। ৭ ডিসেম্বর প্রচন্ড চাপের মুখে যুক্তরাষ্ট্রের তথ্য ফাঁসের দায়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেফতার করা হয় উইকিলিকস এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জকে।

প্রাপ্ত পুরষ্কার:
১. জুলিয়ান অ্যাসাঞ্জ ২০০৮ সালে ইকোনমিস্ট ইনডেক্স অন সেন্সরশীপ অ্যাওয়ার্ড এ জয়ী হন।

২. তিনি ২০০৯ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড  লাভ করেন।

৩. ২০১০ সালে স্যাম অ্যাডামস অ্যাওয়ার্ড পান।

প্রথম প্রকাশ: টেকনোলজি টুডে

 

Share
Written by
সাদ আব্দুল ওয়ালী

প্রধান সম্পাদক, www.e-learningbd.com। সহকারী ব্যবস্থাপক, আইটি, উইন্টার ড্রেস লিমিটেড। বি.এস.এস., রাজশাহী বিশ্ববিদ্যালয়। হায়ার ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এপটেক কম্পিউটার এডুকেশন। বই প্রকাশঃ ১. ডেটাবেজ প্রোগ্রাম: এসকিউএল সার্ভার, ২. ওরাকল ও ডেভেলপার (সাদ আব্দুল ওয়ালী ও মাহবুবুর রহমান), ৩. বিজ্ঞান মনীষা, ৪. আবিষ্কারের ইতিকথা। বিভাগীয় সম্পাদক, ছোটদের জন্য বিজ্ঞান, বিজ্ঞানী.org । ই-মেইল: [email protected]

1 Comment

  • জুলিয়ান অ্যাসাঞ্জ এর সম্পর্কে আরও জান তে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org