
তানবীর আহমেদ হচ্ছেন অল্প সময়ের মধ্যে নাম করা বিশ্ববিদ্যালয় সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান। তার সম্বন্ধে
জানার জন্য ২০০৫ সালের মাঝামাঝি সময়ে তার অফিসে গিয়েছিলাম। আমাদের আলোচনার
পুরোটুকুই নিচে ছেপে দেয়া হলো।
-জন্ম কত সালে হয়েছিলো?
তা:আ: ১৯৭৭, সিলেট
-আপনি CSE পাস করেছেন কোথা হতে?
তা:আ: বুয়েট থেকে।
-আপনার ভালো লাগা সম্বন্ধে বলুন
তা:আ:
Programming Contest গুলো ভালো লাগতো। অনলাইনে প্রোগ্রামিং প্রতিযোগীতায়
অংশ গ্রহণ করতাম। আমার নাম বিশ্বে সমস্ত প্রোগ্রামারদের মাঝে বাংলাদেশী
পতাকাসহ টপ রেঙ্কিংয়ে দেখাতো, এটা ভালো লাগতো। এখন ছাত্রদের সাথে
প্রতিদিনকার অভিজ্ঞতাই সবচেয়ে ভালো লাগে।
-Contest –এ প্রথম সাফল্য
তা:আ: ১৯৯৮ সালে ICPC -তে ৪র্থ হয়েছিলাম।
-জীবনের প্রথম PC
তা:আ: প্রথম যে পিসিটা ১৯৯৫-এ কিনেছিলাম, সেটা ছিলো Epson Endeaver 486DX2। চমৎকার কাজ করতো।
-আপনার বিশ্ববিদ্যালয় (সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়) সম্বন্ধে কিছু বলুনঃ
তা:আ:
একটি নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে এর ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। এর পড়াশুনার
মান ভালো, শিক্ষকরা খুবই বন্ধুত্বপূর্ন। আসলে ছাত্র ও শিক্ষকের মধ্যে যদি
বন্ধুত্বপূর্ন সম্পর্কটি না থাকে, তবে স্বাভাবিকভাবেই দূরত্ব বেড়ে যায়।
যার ফলে পড়াশুনার মান ভালো হয় না।
-কিছুদিন আগে UGC বিভিন্ন
বিশ্ববিদ্যায়ের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে
বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে কিছু বলুন।
তা:আ: বিশ্ববিদ্যালয়
মঞ্জুরী কমিশনের অনুমোদন নিয়েই প্রাইভেট বা পাবলিক যে কোন বিশ্ববিদ্যালয়
শুরু হয়। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিচালক বা প্রশাসনের দুর্বলতায় এটি
বন্ধ করার আগে হাজার হাজার অসহায় ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে ভাবা উচিৎ
বলে আমি মনে করি। যেগুলো বন্ধ হয়ে গেছে, সেখানকার সিনিয়র ছাত্রছাত্রীরা
অন্য কোথাও থেকে ডিগ্রী সমাপ্ত করতে প্রচলিত নিয়মে অনেক বিধিনিষেধ আছে।
এগুলো শিথিল না করলে তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে।
-স্যার আপনাকে অনেক ধন্যবাদ।
তা:আ: তোমাকেও ধন্যবাদ।
ই-মেইলঃ tanbir@gmail.com
- একটি ভালোবাসার গল্প - জানুয়ারি 14, 2007
- তানবীর আহমেদ ::: সাউথইস্ট বিশ্ববিদ্যাল - ডিসেম্বর 8, 2006
besh valo laglo… @ http://pcjobs24.com/