তথ্যপ্রযুক্তি

ডিজিটাল প্রকাশনায় ইলেকট্রনিক বুক রিডার

Share
Share

প্রযুক্তি এবার বিশ্বের প্রকাশনা শিল্পে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছেএই শিল্পে সংযুক্ত হচ্ছে নতুন ডিজিটাল প্রযুক্তিএই প্রযু্‌ক্িত সমৃদ্ধ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বুক রিডার বা ই-রিডার এর প্রমাণ বহন করেএই সব ইলেকট্রনিক পণ্য প্রযুক্তি বিশ্বকে মাতাবেএ বিষয়ে প্রযুক্তি মনস্ক মানুষের মাঝে যথেষ্ট আগ্রহের সৃষ্টি হবেআধুনিক জীবন যাত্রায় এই ডিজিটাল প্রকাশনাসমূহ ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই আশা করা যাচ্ছে

 

ই-রিডার কি

ইলেকট্রনিক রিডার সংক্ষেপে ই-রিডার নামে পরিচিতই-বুক রিডারকে বলা ই-বুক ডিভাইসযেসব ইলেকট্রনিক ডিভাইসে ডিজিটাল বই পড়া যায় তা হচ্ছে ই-রিডারএতে ব্যবহৃত হচ্ছে ই ইনক্‌ প্রযুক্তি যাতে লেখাসমূহ প্রদর্শিত হয় এবং ব্যবহারকারী সহজে তা পড়তে পারেসামনের দিনগুলোতে এই ই-রিডার ব্যাপকভাবে পঠিত হবেমুদ্রণ বা প্রকাশনা জগতে ই-রিডার সামগ্রিক পরিবর্তন আনতে সক্ষম হবে

ই-রিডারের সুবিধাসমূহ

প্রধান সুবিধা হচ্ছে ই-রিডারসমূহ সহজে বহনযোগ্য, হালকা, সহজে ব্যবহারযোগ্য, ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং এমনকি উজ্জ্বল সূর্যরশ্মিতে পড়া যাবেনতুন বৎসরের শুরুতে প্রযুক্তি বিশ্বে বিভিন্ন ধরনের ই-রিডার লক্ষ্য করা যাচ্ছেকয়েকটি আলোচিত ই-বুক রিডার নিম্নে উল্লেখ করা হলোঃ

১. আমাজন কিনডল টু ই-রিডার

আমাজানের কিনডল টু একটি ডিজিটাল বুক রিডার হিসেবে কাজ করেএতে ৬ ইঞ্চি স্ক্রিন প্রদর্শন করে১৬ লেভেল গ্রে স্কেল সাপোর্ট করেএতে রয়েছে ২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ক্ষমতাএটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে কম্পিউটারের সহিত সংযোগ স্থাপন করতে সক্ষমএতে রয়েছে ওয়ারলেস কানেক্টিভিটি কোনো ক্যাবল ছাড়াই অনলাইনে বই পড়া যাবে অনায়াসেএর মূল্য আনুমানিক ২৯৯ ডলার থেকে ৩৫৯ ডলার

<!–[if !vml]–>

<!–[if !vml]–><!–[endif]–>

২. বার্নেস এন্ড নোবেল নুক

নুক একটি ইলেকট্রনিক বুক রিডারএটি কিনডলে টু ই-রিডারের অনুরূপউভয় মডেল একই প্রকৃতির এবং প্রায় একই মূল্যেরএতে গ্রে স্কেল ই ইনক স্ক্রিন এবং ব্যাক ও ফরওয়ার্ড বাটনসহ কালো রঙের রর্ডার রয়েছেএতে ওয়্যাইফাই (৮০২.১১বি/জি) কানেক্টিভিটির মাধ্যমে সরাসরি ইন্টারনেট থেকে বই পড়া যাবেনুকে অনবোর্ড ২ গিগাবাইট স্টোরেজ ছাড়াও মাইক্রো এসডি স্লটে ১৬ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবেনুক এর একটি উল্লেখযোগ্য ডিজাইনে রয়েছে টাচ স্ক্রিন সুবিধা, এটি ৬.৫ ইঞ্চির নীচে ইলেকট্রনিক পেপার প্রদর্শন করবেএতে পিডিএফ ভিউয়ার কাজ করে এবং মিউজিক প্লেয়ার রয়েছেনতুন অধিকাংশ নুক ই-রিডারে এটিএন্ডটি নির্ভর থ্রিজি ফ্রি সার্ভিস প্রদান করছেআশা করা যাচ্ছে বার্নেস এন্ড নোবেল নুক মার্কেটে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেএর মূল্য আনুমানিক ২৫৯ ডলার।  

<!–[if !vml]–><!–[endif]–>

<!–[if !vml]–><!–[endif]–>

৩. সনি রিডার টাচ এডিশন (PRS-600)

সনির একটি নতুন ই-বুক রিডারএতে রয়েছে টাচস্ক্রিন সুবিধাএতে ৬ ইঞ্চি ৮-গ্রে স্কেল ই ইনক্‌ স্ক্রিন রয়েছে।  এর ফ্রেম মেটালিক কেস দ্বারা (সিলভার, কালো এবং লাল রঙের) আবদ্ধএতে ড্রয়িং সহ নোট লেখা সুবিধা থাকছেএটি আকারে ছোট এবং হালকাএটি ইউএসবি ক্যাবলের দ্বারা কম্পিউটারের সহিত সংযুক্ত হয়ই-বুক লাইব্রেরি সফট্‌ওয়্যার ইনস্টল করার পর প্রয়োজনীয় কনটেন্ট বা বই সনি ই-বুক রিডারে ক্যাবল দ্বারা ট্রান্সফার করা যায়এতে অন্যান্য বৈশিষ্ট্য যেমন অডিও প্লেয়ার দ্বারা MP3 অথবা AAC মিউজিক শোনা যাবে, বিভিন্ন ধরনের ছবি .jpg, .png, .gif অথবা .bmp ফরমেটে প্রদর্শন করা যাবেএর মূল্য আনুমানিক ৩০০ ডলার। 

<!–[if !vml]–>sony-600-22<!–[endif]–>

৪. সনি রিডার পকেট এডিশন

অনেকের পছন্দ হবে সনি রিডার পকেট এডিশনএটি কিনডলে ডিএক্স সংস্করণের অনুরূপএতে রয়েছে প্রদর্শিত ৫ ইঞ্জি ক্ষুদ্র স্ক্রিনএর ওজন ৭.৮ আউন্সএটি সহজে বহনযোগ্য, পকেটে রাখা যায় ¯^vQ‡›`| জ্যাকেট পকেট কিংবা ব্যাক পকেটে রাখতে পারেনএতে বিভিন্ন ই-রিডার ফরমেট সাপোর্ট করেযেমন পিডিএফ, টেক্সট, ই-পাব, আরটিএফ এবং ওয়ার্ড ডকুমেন্ট ইত্যাদিএর মূল্য আনুমানিক ২০০ ডলার।   

<!–[if !vml]–><!–[endif]–>

৫. ফুজিৎসু ফ্লিপিয়া ই-রিডার

ফুজিৎসু ফ্লিপিয়া একটি ফ্লেক্সিবল ই পেপার রিডারএটিকে কিনডলে বা নুক এর সহিত তুলনা করা যায়এতে রয়েছে ইউএসবি ২.০ পোর্ট, এসডি কার্ড স্লট এবং ইন্টারনেট এক্সেসের জন্য ব্লুটথ বা ওয়াইফাই প্রযুক্তি৪ গিগাবাইট পর্যন্ত মেমরি বাড়ানো যাবেএতে কালার এলসিডি টেকনোলজি ব্যবহৃত হয়েছে যাতে ২৬০,০০০ (৩ স্ক্যান) অথবা ৪০৯৬ (২ স্ক্যান) অথবা ৬৪ (১ স্ক্যান) পর্যন্ত কালার প্রদর্শন করা যাবেফ্লিপিয়া ই-রিডারে ৮ ইঞ্চি স্ক্রিনে টাচ স্ক্রিন সুবিধা থাকছেএর মূল্য আনুমানিক ১০০০ ডলার

<!–[if !vml]–><!–[endif]–>

৬. ইনটুরেজ ইডজে (eDge) টেক্সটবুক ইভার

এবার ইনটুরেজ সিস্টেম ইন কর্পোরেশন বাজারে আনছে ইনটুরেজ ইডজেএতে রয়েছে ডুয়াল স্ক্রিন যার লক্ষ্য এডুকেশন মার্কেটে প্রভাব বিস্তার করাএদের McGraw-Hill এর মতো প্রকাশনা কোম্পানীসমূহের সহিত চুক্তি রয়েছেএতে একটি স্ক্রিন ৯.৭ ইঞ্চি এবং অন্য স্ক্রিনে ১০.১ ইঞ্চি এলসিডিএলসিডি সাইটে ইনড্রয়েড সফট্‌ওয়্যারসমূহ নির্বাহ হবেএতে রয়েছে টাচ স্ক্রিন ওভারলেএটি একইসঙ্গে নেটবুক, নোটপ্যাড, ই-রিডার, ভিডিও প্লেয়ার এবং অডিও রেকর্ডার হিসেবে কাজ করবেঅর্থাৎ এতে ব্যবহারকারীর ডিজিটাল চাহিদা পূর্ণ হবেভার্চুয়ালি এতে যেকোনো স্থান হতে ওয়েব ব্রাউজ করা যাবে এবং কাজ করা যাবেএটি বাজারে নতুন। 

<!–[if !vml]–><!–[endif]–>

৭. আসুস ডিআর-৯০০ ই-বুক

আসুস বাজারে ছাড়তে যাচ্ছে আসুস ডিআর-৯০০ ই-বুক রিডারএতে রয়েছে ৯ ইঞ্চি প্রদর্শিত স্ক্রিন এবং প্রদর্শিত রেজুলেশন 1024×768 পিক্সেলএতে ওয়াইফাই প্রযুক্তি বিল্ট ইন রয়েছেতাছাড়া এতে রয়েছে একটি অপশনাল থ্রি ফাংশনএটি বিভিন্ন ফাইল ফরমেট যেমন পিডিএফ, টেক্সট, ই-পাব এবং এইচটিএমএল সাপোর্ট করেএতে হেডফোন সংযোগ স্থাপনের মাধ্যমে গান শোনা যাবেএটি ৪ গিগাবাইট ধারন ক্ষমতা সম্পন্ন।   

<!–[if !vml]–><!–[endif]–>

৮. সনি পিআরএস-৭০০ ই-বুক রিডার

যেখানে আমাজনের কিনডলে ই-বুক  রিডার বাজার দখল করতে সচেষ্ট ছিল সেখানে সনি কর্পোরশেন সনি পিআরএস-৭০০ এর মাধ্যমে সেই বাজার দখল করতে সচেষ্টসনির এই ই-বুক রিডার স্টাইলিশ এবং সহজে ব্যবহারযোগ্যএর রয়েছে ৬ ইঞ্চি প্রদর্শিত স্ক্রিন এবং ওজন ১০ আউন্সএতে ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করা যায়।    

<!–[if !vml]–><!–[endif]–>

ডিজিটাল প্রকাশনায় সামপ্রতিক তৎপরতা লক্ষ্যনীয়প্রযুক্তি মানুষের জীবন যাত্রায় অভাবনীয় পরিবর্তন এনে দিয়েছেআগামী দিনে আসবে আরো পরিবর্তনইলেকট্রনিক বুক রিডারসমূহ মানুষের প্রতিদিনের জীবন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেসবচেয়ে বড় কথা এই ই-রিডারসমূহ সহজে যে কোনো অবস্থানে বহনযোগ্যভ্রমণে কিংবা অবসরে এমনকি সমুদ্রে ভ্রমণে এসে অনেক ¯^v”Q›`¨fv‡e পছন্দমত বই পড়তে পারবেনসময় কেটে যাবে উপভোগ্য মুহূর্তের অবসরে।   

[email protected]

 

 

<!–[endif]–>

 

Share
Written by
সাদ আব্দুল ওয়ালী -

প্রধান সম্পাদক, www.e-learningbd.com। সহকারী ব্যবস্থাপক, আইটি, উইন্টার ড্রেস লিমিটেড। বি.এস.এস., রাজশাহী বিশ্ববিদ্যালয়। হায়ার ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এপটেক কম্পিউটার এডুকেশন। বই প্রকাশঃ ১. ডেটাবেজ প্রোগ্রাম: এসকিউএল সার্ভার, ২. ওরাকল ও ডেভেলপার (সাদ আব্দুল ওয়ালী ও মাহবুবুর রহমান), ৩. বিজ্ঞান মনীষা, ৪. আবিষ্কারের ইতিকথা। বিভাগীয় সম্পাদক, ছোটদের জন্য বিজ্ঞান, বিজ্ঞানী.org । ই-মেইল: [email protected]

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
তথ্যপ্রযুক্তি

নতুন ফিচার গ্রহণের পূর্বে ব্যবসার লাভ ক্ষতির বিশ্লেষণ

এই প্রবন্ধে নতুন ফিচার ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লাভ ও ক্ষতির বিশ্লেষণ করা...

তথ্যপ্রযুক্তিপণ্য পরিচিতিপ্রযুক্তি বিষয়ক খবর

ইন্টেল বনাম আর্ম: পরবর্তী প্রজন্মের পিসি কোন প্রোসেসরে চলবে?

গত কয়েক বছরে কম্পিউটার প্রসেসর মার্কেটে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। ইন্টেল প্রসেসর দীর্ঘদিন...

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটের আস্থা সংকট: তথ্যের যুগে বিভ্রান্তি

ইন্টারনেট যখন প্রথম যাত্রা শুরু করেছিল নব্বইয়ের দশকে, তখন আমাদের সবাইকে এক...

তথ্যপ্রযুক্তি

কোডিংয়ের গুরুত্ব: শিক্ষার্থী এবং পেশাগত উন্নয়নের জন্য ভবিষ্যতের সাফল্যের পথ

আজকের ডিজিটাল যুগে, কোডিং এমন একটি মৌলিক দক্ষতা হিসেবে আবির্ভূত হয়েছে, যা...

তথ্যপ্রযুক্তিনতুন প্রযুক্তি

হ্যাক্ অসম্ভব এমন ইন্টারনেট

কোনো অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার বা ভাইরাস স্ক্যান প্রোগ্রামিঙই একশো শতাংশ সুরক্ষা দিতে পারে...

Three Columns Layout

বাংলাদেশি গবেষকদের কমিউনিটি বিজ্ঞানী অর্গ (biggani.org), যা বাংলা ভাষায় গবেষণা সংক্রান্ত তথ্য ও সাক্ষাৎকার শেয়ার করে নতুনদের গবেষণায় প্রেরণা দেয়।

যোগাযোগ

[email protected]

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.