পদার্থবিদ্যা

ছয়টি বিশেষ সংখ্যা নিয়ন্ত্রন করছে আমাদের মহাবিশ্ব

Share
Share

{mosimage}

 

 

ছয়টি বিশেষ সংখ্যা নিয়ন্ত্রন করছে আমাদের মহাবিশ্ব

 

আমাদের মহাবিশ্ব নিয়ন্ত্রিত হয় মাত্র ছয়টি সংখ্যা দিয়ে যেগুলো বিন্যস্ত হয়েছে বিগ ব্যাংগের সময়কালে। সেগুলোর যেকোন একটিও ব্যতয় ঘটলে কোন গ্রহ, নক্ষত্র এবং মানব জাতির অস্তিত্ব ই থাকতো না।

— বিশিষ্ট জ্যোতির্বেত্তা স্যার মারটিন রিজ।

 

 

আমাদের দৈনন্দিন পৃথিবীর সকল রসায়ন এবং অস্তিত্ব মূলত নির্ধারণ হয় অনু(এটম)র ধর্ম, তাদের আকার এবং ভর, তাদের ধরন, বিভাজন এবং সেই অমোঘ  বলের দ্বারাই যা তাদের একত্রিত করে রাখছে । এটম বা অনুর অস্তিত্বের মূলে আছে তার অভ্যন্তরীণ বল এবং নানাবিধ কণা।

আবার গ্রহ, নক্ষত্র গ্যালাক্সি বা ছায়াপথ এসবের সবই নিয়ন্ত্রিত হয় মধ্যকর্ষন শক্তি বা বলের মাধ্যমেই এবং জ্যোতির্বীদদের  গবেষনার মূল বিষয়সমূহ অর্থাৎ গ্রহ, নক্ষত্র গ্যালাক্সি বা ছায়াপথ।

তাত্ত্বিক গণ ও গবেষকগণ  চান ফিজিক্যাল সূত্র সমূহের সারকে সুনির্দিষ্ট সমীকরণ এবং কিছূ সুনির্দিষ্ট সংখ্যার মাধ্যমে আবদ্ধ করে সহজে প্রকাশ করতে। এই কাজে তাদের আরও অনেক অনেক পথ যেতে হবে যেমন সত্যি তেমনি সত্যি তাদের বর্তমান সফলতাও দৃঢ়তার সাথে উল্লেখ করার মতোই। তারই অংশ হিসেবে তাদের নিরলস গবেষনায় বিংশ শতাব্দীর প্রারম্ভে এমন ছয়টি সংখ্যা নির্ণয় করা সম্ভব হয়েছে যা বিশেষভাবে দৃষ্টিহরণ করে নেয়। ছয়টি সংখ্যার মধ্যে দুটি সাধারন বলের সাথে সম্পর্কিত । আরও দুটি সংখ্যা মহাবিশ্বের আকৃতি, বিণ্যাস সুর্নির্দিষ্ট করনের পেছনে এবং  অনন্ত স্থায়ীত্বের জন্যে দায়ী। আর বাকী দুটি নিজস্ব স্থানের ধম (properties of space itself ) সুর্নির্দিষ্ট করেছে।

এই ছয়টি সংখ্যা কে আমরা বলতে পারি মহাবিশের গঠনের রেসিপি। যদি এদের একটির কোন ব্যতয় ঘটে বা যতাযথ মানে না থাকে তবে কোন নক্ষত্র বা জীবনের অস্তিত্ব সম্ভব নয়।

তবে বিজ্ঞানীদের ধারনা আমাদের এই মহাবিশ্বের বাইরে অন্য কোন অজানা মহাবিশ্বের ও অস্তিত্ব থাকতে পারে। হয়তো সেখানে এই সংখ্যা অনুপুস্থিত বা তার মান অন্যরকম ।

আশ্চর্যের বিষয় অতি সামান্য কৃষ্ণগহ্বর হতে এই আমাদের মহাবিশ্বের উদ্ভব এবং যার প্রসারণের পরে মাত্র কয়েকটি  সংখ্যা আমাদের বসবাস যোগ্য অস্তিত্ব ও স্তায়ীত্ব সম্পন্ন এই বর্তমান মহাবিশ্বকে টিকিয়ে রেখেছে।

হয়তো সংখ্যাগুলোর মধ্যে কোন আন্ত সম্পর্ক থাকলেও থাকতে পারে। এই মুহূর্তে সে ব্যাপরে বিষদ অজ্ঞতার কারনে বিজ্ঞানীরা বিস্তারিত বলতে পারছে না। এখানে আলোচনায় এই ছয়টি সংখ্যাকে হাইলাইট করার পেছনে মূল কারন হচ্ছে এই সংখ্যাগুলির প্রত্যেকটি মহাজগতে বেশ কঠিন এবং ব্যতিক্রম ভূমিকা পালন করছে । শুধু তাই না। এরা একত্রে  মিলেই নির্ধারণ করে মহাবিশ্বের বিবর্ধন বা ক্রম প্রসারণ এবং এর অন্তর্নিহিত কার্যক্ষমতার সরূপ।

প্রথম সংখ্যাঃ

এই সংখ্যাটিকে প্রকাশ করা হয় N দিয়ে। ইহা দুইটি বলের অনুপাত। অনুস্থিত আন্ত বল (strength of the electrical forces that hold atoms together) কে তাদের মধ্যস্থ মধ্যকর্ষন বল (the force of gravity between them) দিয়ে ভাগ করে এই সংখ্যাটি পাওয়া যায় । N একটি অতি বিশাল সংখ্যা যাতে একের পরে ৩৬টা শূণ্য থাকে। অর্থাৎ ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০। প্রকৃতির এই বিশাল সংখ্যাটির কারনেই মহাবিশ্বের ব্যাপকতা। যদি সংখ্যাটিতে একটিও কম শূণ্য থাকত তাহলে মহাবিশ্বে কেবল মাত্র ক্ষুদ্রাতিক্ষুদ্র কিছু সংখ্যক জীবই থাকত এবং  জীবনের বিবর্তন স¤ভবই হতোনা।

দিত্বীয় সংখ্যাঃ

এই সংখ্যাটিকে প্রকাশ করা হয় ε(এপসাইলন) দিয়ে। এই সংখ্যাটি একটি পরিমাপ যা প্রকাশ করে আনবিক নিউক্লি (atomic nuclei)র বন্ধন দৃঢ়তা এবং পৃথিবীর সকল অনুর উদ্ভব ।  এই সংখ্যাটি ০.০০৭। যদি সংখ্যাটি হতো ০.০০৬ অথবা ০.০০৮ তাহলে আমাদের অস্তিত্ব বিপ্নন হতো।

একটু সহজ ভাবে এই ধ্রুবকটির অস্তিত্ব খুঁজতে চেষ্টা করি-

হাইড্রোজেনের নিউক্লিয়াসে থাকে একটি প্রোটন আর হিলিয়ামের নিউক্লিয়াসে থাকে দুইটি প্রোটন আর দুইটি নিউট্রন।

আমরা জানি চারটে হাইড্রোজন মিলে একটা হিলিয়াম গঠন হয়। অতি সংক্ষেপে এটাই ফিউশন যা সূর্য পৃষ্ঠে নিয়ত ঘটছে এবং হাইড্রোাজন ভেঙে হিলিয়াম হচ্ছে।

চারটা প্রোটনের ভর অর্থাৎ চারটা হাইড্রোজেন নিউক্লিয়াসের ভর ৬.৬৯০ X ১০-২৪ আর হিলিয়ামের নিউক্লিয়াসের ভর ৬.৬৪৩ X ১০-২৪ , যা চারটে প্রোটনের ভরের থেকে .০০৭ ভাগ হালকা।

যা প্রমাণ করে  হাইড্রোজেন থেকে হিলিয়ামের ফিউশনের সময় সূর্যের ভরের ০.০০৭ % শক্তিতে রূপান্তরিত হয়।

এর থেকে তাত্তিক ভাবে প্রমাণ করা যায় সূর্য ১০০ বিলিয়ন বছর এইভাবে আলো বিতরণ করবে। কিন্তু বাস্তবে সূর্যের মাত্র ৭০% হাইড্রোাজেন হওয়ায় এই বছর হিসেব করা হয় আসলে ৯ বিলিয়ন বছর।

তৃতীয় সংখ্যাঃ

এই সংখ্যাটিকে প্রকাশ করা হয় (omega) দিয়ে। এটি একটি মহাজাগতিক নাম্বার। সংখ্যাটি মাহবিশ্বের মোট পদার্থের (galaxies, diffuse gas, and dark matter) পরিমাণ নির্দেশ করে। এই সংখ্যাটি নির্ধারণ করে মহাবিশ্বের প্রসারণের হার এবং মহাজগতের পরিণাম । অর্থাৎ  মধ্যকর্ষন শক্তি এবং মহাবিশ্বের বিবর্ধন শক্তির মধ্যে সম্পর্ক প্রকাশ করে ওমেগা ।

যদি মহাবিশ্বের গড় ভর-ঘনত্বের (average mass-density পরিমাণ প্রতি ঘনমিটারে পাঁচ অনুও বৃদ্ধি পেত তাহলে মহাবিশ্বের ঘনত্ব এতটাই বেড়ে যেত যে সময়ের সাথে সাথে মহাবিশ্বের প্রসারণ থেমে যেত কারন সেক্ষেত্রে মধ্যকর্ষন শক্তি

( gravity) প্রসারন বা বিবর্ধন শক্তি( expansion energy) ছাড়িয়ে যেত এবং অবশ্যই মহাবিশ্ব আকস্মিক ধ্বংস হতো।

কিন্তু যেহেতু এক্সপেনশন এনার্জি  গ্রাভিটির উপরে থাকে তাই মহাবিশ্ব অনন্তকাল প্রসারণ হতেই থাকে।

Critical density সেই ভর-ঘনত্ব-নির্দেশ করে যেখানে মহাবিশ ঠিক ধ্বংস সংকোচন ও অনন্ত প্রসারনের সীমানায় থাকবে। এবং সেক্ষেত্রে মহাবিশ্বের আকার হবে সমতল বা ইউক্লিডিয়ান জিওমেট্রির মতো।

(omega) হচ্ছে critical density এবং actual density র অনুপাত। পূর্ণ  critical density তে Omega  = ১। বর্তমানে গড় ঘনত্ব  (  The average density) কমপক্ষে ০.৩ ধরা হয়। যদি ধরি এখন ওমেগা কমপক্ষে ০.৩ তাহলে মানতে হবে অবশ্যই বিগ ব্যাংগের ১ দুই সেকেন্ড পরে ১ এর থেকে খুব বেশী দূরে ছিলনা। একক বা এক থেকে দূরে সরে যাবার পেছনে মূল কারন প্রসারণ(expansion)।  তাই যদি  ১ থেকে বেশী হয়ে যায় মধ্যকর্ষন প্রসারন শক্তির বেশী হয়ে যাবে আবার এ থেকে বেশ কমে গেলে উল্টোটা হবে অর্থাৎ ওমেগা ০( শূণ্য) র দিকে যেতে থাকবেবে। ধরি একটা মুহূর্তে ওমেগার মান ০.,৫। ইহা ০.২৫ এ নামবে যখন মহাবিশ্ব প্রসারিত হবে দিগুন। কিন্তু যেগেতু ওমেগা এখন ধরা হচ্ছে ০.৩ , তার মানে বিগব্যাংগের পরে র থেকে খুব বেশী দূরে সরেনি।

চতুর্থ সংখ্যাঃ

এই সংখ্যাটি প্রকাশ করা হয় λ (Lambda)  দিয়ে। এটি  মহাবিশ্বের একটি বিরুদ্ধ মধ্যকর্ষীয় বল(anti-gravity force)। অধূনা (১৯৯৮ সালে) আবিষকৃত এই সংখ্যাটি মহাবিশ্বের প্রসারণ নিয়ন্ত্রন করে। যদিও উল্লেখ করেতেই হয় যে বিলয়ন আলোক বর্ষের নিচের স্কেলে এই সংখ্যার কোন বোধগম্য প্রভাব নেই।

পরিণামে এই  সংখ্যার প্রভাবই মহাবিশ্বের উপর মধ্যকর্ষন ও অন্যান্য বলের চেয়ে বেশী প্রকট হবে কারন সময়ের সাপেক্ষে মহাবিশ্ব অধিক আধার ও খালি খালি হয়ে যাবে।

ল্যম্বডা খুবই ছোট একটি সংখ্যা। যদি ইহা সামান্যতমও বৃদ্ধি পায় তবে বিলিয়ন আলোক বর্ষের নিচের স্কেলে মহাবিশ্বকে প্রভাবিত করতো এবং ছায়াপথ ও নক্ষত্রের গঠন বন্ধ করে দিত । ফলে মহাজাগতি বিবর্তন(Cosmic evolution) কখনই সম্ভব হতোনা।

পঞ্চম সংখ্যাঃ

 এই সংখ্যাটি প্রকাশ করা হয় Q দিয়ে। Q, যার উপর আমাদের মহাবিশ্বের বিন্যাস এবং গঠন নির্ভরশীল, হলো দুইটি মৌলিক শক্তির অনুপাত। ইহার পরিমাপ ১/১০০০০০।

ইহা যদি আরও ক্ষুদ্র হতো মহাবিশ্ব হতো নিষ্ক্রিয় এবং আকারহীন (inert and without structure)। যদি ইহা একটুও বেশী হতো মহাবিশ্ব হয়ে যেত এক ভয়ানক স্থান যেখানে কোন নক্ষত্র বা সোলার সিস্টেম থাকতোনা।

ষষ্ঠ সংখ্যাঃ

এই সংখ্যাটি প্রকাশ করা হয় D দিয়ে। D এর মান ৩। এই সংখ্যাটি মহাবিশ্বের স্বাভাবিক মাত্রাগুলোকে(dimensions) প্রকাশ করে। মাহবিশের ডাইমেনশন যদি ১ বা ২ হতো তাহলে কোন জীবনের অস্তিত্ব থাকতো না। সময় হচ্ছে চতুর্থ ডাইমেনশন। সময়ের একটি নির্দিষ্ট দিক আছে এবং যা সম্মুখ গামী।তাই একে এখানে ধরা হয়নি। কিন্তু এই তিনটি ডাইমেনশনের তেমন দিক নাই।

এরূপ আরও কিছু ধ্র”ব সংখ্যা আছে যা আমাদের অস্তিত্ব টিকিয়ে করে। এই ছয়টি সংখ্যা বিশেষভাবে উল্লেখ করেছেন বিশিষ্ঠ জ্যোতির্বেত্তা স্যার মার্টিন রিজ তার বিখ্যাত বই ÔJust Six NumbersÕ এ। তিনি এবং আরও অনেক physicists and astronomers নিরলস চেষ্টা ও গবেষণা করে যাচ্ছেন এই ধ্র”ব সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করার । যে সম্পর্ক কে তারা আখ্যায়িত করতে চান “theory of everything” নামে।

মূল সূত্রঃ  বই – Just Six Numbers ( The deep forces that shape the universe) by Martin Rees

Mamun M. Aziz

01819293169

[email protected]

http://mamunmaziz.googlepages.com/

http://www.somewhereinblog.net/pothe_potheblog

Share

14 Comments

  • ওমেগার চিহ্ণ, ল্যম্বডার চিহ্ণ এবং ষষ্ঠ সংখ্যা যা ইংরেজী অক্ষর ডি হবে , পরবির্তন হয়ে গেছে …ইউনিকোড সম্পর্কিত জটিলতায়।
    পড়ার সময় ঠিক করে পড়বেন।

  • এপসাইলনের চিহ্ণও পরিবর্তন হয়ে গেছে

    কতৃুপক্ষ এমন জটিলতা থাকলে কি করে নতুন নতুন লেখা দেয়ার সাহস পাবো?

  • আপনি যদি বিজ্ঞানী.com এ লগিন করে থাকেন তবে আপনার সাবমিট করা প্রবন্ধগুলির শিরোনামের ডান পাশে একটি এডিট করার আইকন দেখতে পাবেন। তা ক্লিক করে আপনার প্রবন্ধগুলি পুনরায় এডিট করতে পারবেন। সেটি ব্যবহার করে এডিট করে নিন।

    দ্বিতীয় পদ্ধতি:
    [সদস্য মেনু]- র নিচে [আপনার প্রবন্ধ সমূহ] ক্লিক করুন। সেখানে আপনার প্রবন্ধগুলির একটি তালিকা পাবেন। সেই তালিকার “তারিখ” ও “শিরোনাম” এর মাঝে একটি কাগজ-কলমের আইকন দেখতে পাবেন। তা ক্লিক করে আপনার প্রবন্ধ এডিট করতে পারবেন। যত খুশি যখন ইচ্ছে এডিট করে পরিবর্তন, পরিমার্জন করুন।

    প্রবন্ধে বিশেষ সংকেত বা চিহ্ণ ব্যবহার করতে চাইলে আপনার এডিটরে “insert custom character” ক্লিক করে লিখতে পারবেন। (যদি ইউনিকোড বাংলার কারণে কোন সমস্যা হয় তবে অন্য ফন্ট ব্যবহার করুন। সে ক্ষেত্রে HTML এর সোর্স দেখে করতে হবে।)

    বিস্তারিত “লেখকদের জন্য ম্যানুয়াল”টি পড়ুন

  • লেখার সঙ্গে লেখক পরিচিতি থাকলে ভালো হয়৤ উচ্চতর বিজ্ঞান বিষয়ক লেখাগুলি আরও সরল করে লিখতে হবে সাধারণ পাঠকদের কথা মনে রেখে৤ লেখা চলুক, ক্রমে সব ঠিক হয়ে যাবে৤ ধন্যবাদ লেখক এবং ওয়েবসাইটের সবাইকে৤ মনোজকুমার দ. গিরিশ ৩০/১০/২০০৭ কোলকাতা

  • হরফ সংযোজনগত বা কম্পোজিং-এর ভুল ভালোভাবে খেয়াল করা দরকার৤ বানানও সতর্কতার বিষয়৤ খেয়াল রাখলে খুশি হব৤ মনোজকুমার দ. গিরিশ ৩০/১০/২০০৭ কোলকাতা

  • keep it up
    Cary on
    Fun,Bollywood,mp3,Gallery,Tamil,Natok,Download,Movie,Free Software,Tutorials,Screensavers,Wallpapers,
    Computer Bazar Update,market,Latest Bollywood News, Star Interviews, Bollywood Chat, Hindi Songs, Movies
    Reviews and Previews, Bollywood Gossip, Shop Online, Free E-mail, Chat with Bollywood stars,
    Download hindi songs in Real Audio and mp3 format and much much more..

  • ধন্যবাদ অত্যন্ত তত্ত্ব বহুল লেখার জন্য। কিন্তু এখানে লিখেছেন “অতি সামান্য কৃষ্ণগহ্বর হতে এই আমাদের মহাবিশ্বের উদ্ভব”। আমি কখনো এরকম তথ্য পাইনি। একটু বুঝিয়ে দিলে উপকৃত হতাম।

  • আমি এরকম লেখা অনেকদিন ধরে খুজছি পাইনি।আপনাকে অনেক ধন্যবাদ। এরকম লেখা আরও চাই।

  • আমি ঠিক মত এ বিষয়টা বুঝতে পারি নি দয়া করে আমাকে সাহায্য করবেন ই-মেইল [email protected]

  • দেখুন আপনি হয়ত বিষয়গুলো জানেন তাই বিস্তারিত লিখেননি কিন্তু আমার মত অধমের বুঝতে হলে যে আরো সুন্দর ও সলিড ব্যাখ্যার প্রয়োজন ছিলো। বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ সেটাই ভালো হয় যেটা “কেন” “কী” এর মধ্যে থেকে বেরিয়ে এসে আধুনিক পদার্থবিজ্ঞানের মত “কেমন করে” এই প্রশ্নেরও উত্তর দেয়।

    তবে বিষয়টা আমার কাছে নতুন, তাই জানানোর জন্য ধন্যবাদ।

  • খুব সুন্দর হয়েছে। আমি বিষয় টি সম্পরকে জানতাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
পদার্থবিদ্যাবই আলোচনা

প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা: বিজ্ঞানের মহাকাব্য

কালজয়ী বিজ্ঞানের বই যা বদলে দিয়েছিল পৃথিবী ও মানুষের গতানুগতিক ধারণা। আজকে...

পদার্থবিদ্যাপ্রথম পাতায়

জ্বালানী বিহীন বিশ্ব

বাংলাদেশে আমরা আমাদের প্রয়োজনীয় বিদ্যুতের সমস্যায় সমাধান করতে পারছিনা, তা নিয়ে হিমশিম...

পদার্থবিদ্যাস্বাস্থ্য ও পরিবেশ

স্পেস-টাইম কন্টিনিউয়াম

কখনও ভেবে দেখেছেন যে কেন মানুষের বাস্তব চেতনা শুধু দৈর্ঘ্য বা দূরত্ব...

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.

যোগাযোগ: biggani.org@জিমেইল.com

Copyright © biggani.org