বর্তমান সময়ে আমরা একটি সাক্ষাৎকার নিয়েছি বিশিষ্ট গবেষক বিজয় চন্দ্র ঘোষের সাথে। তিনি বর্তমানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারে কর্মরত আছেন এবং তার প্রধান গবেষণার ক্ষেত্র হল সৌরশক্তি ও পরিবেশ রসায়ন। এই সাক্ষাৎকারে তিনি তার গবেষণার বিষয়বস্তু বিস্তারিতভাবে তুলে ধরেছেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে আলোচনা করেছেন। গবেষণার এই দিকটি পরিবেশ সংরক্ষণ এবং সাশ্রয়ী শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত আলোচনা জানতে তার সাক্ষাৎকারটি পড়ুন।
প্রথমেই আপনার সম্বন্ধে আমরা জানতে চাই?
আমি বিজয় চন্দ্র ঘোষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে B.Sc & M.Sc শেষ করেছি। ২০২৩ সালের জানুয়ারীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে যোগদান করি এবং একই বছরের শেষদিকে আমি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে Scientific Officer হিসাবে যোগদান করি। বর্তমানে আমি বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে কর্মরত আছি এবং সৌরশক্তি ও পরিবেশ রসায়নের উপর গবেষণা করছি। ইতোমধ্যে, উক্ত গবেষণা কর্মসমুহের উপর আমি অদ্যাবধি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পিয়ার রিভিউড বৈজ্ঞানিক জার্নালে(Scopus/SCI/SCIE Indexed) সর্বমোট ১০ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
আপনার গবেষনার বিষয় কি?
চলমান গবেষণাকর্মের ধারাবাহিকতায় Thin Film Solar Cell নিয়ে কাজ করছি একইসাথে Waste Biomass(agro-waste) থেকে খুবই কম খরচে Crystalline Nanocellulose(CNC) উৎপাদন করে সেটি দিয়ে Nanocomposite তৈরী করে Industrial wastewater treatment শীর্ষক বিষয়ে গবেষণা করছি।
আপনার গবেষনার কাজগুলি কিভাবে আমাদের উপকৃত করছে কিংবা করবে?
আমার গবেষণা মূলত
১. ক্রমাগত এনার্জির চাহিদার কারনে burning fossil fuel এর (এসব জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে অতিমাএায় কার্বন নিঃসরন করে যা বিশ্ব-উষ্ণায়ন সহ বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার অঞ্চলের Ozone Layer Depilation করে ক্ষতিকর UV-ray পৃথিবীতে আসে এবং পশুপ্রাণী ও মানুষের স্কিনক্যানসার সহ নানাবিধ রোগ সৃষ্টি করে) বিকল্প সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরপ্যানেলগুলোর আরো কার্যক্ষমতা বাড়ানো ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য করা।
২. তাছাড়া বর্তমান সময়ে অতিমাত্রায় ক্রমাগত বৃদ্ধিরত শিল্পায়ন ও নগরায়ণ এর ফলে সৃষ্ট পরিবেশ দূষন বিশেষকরে পানিদূষণ প্রতিরোধে ভুমিকা রাখবে Crystalline nanocellulose থেকে তৈরীকৃত Nanocomposite যা ইন্ডাস্ট্রির দূষিতপানি পরিশোধন করবে একইসাথে সুন্দর ও টেকসই পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে। বিশ্বের উন্নত ও অগ্রসরমান দেশগুলো এ সম্পর্কিত গবেষণায় অনেক এগিয়ে রয়েছে।
গবেষনা কাজের বিশেষ কোন অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন?
আমার গ্রাম আমার শহর প্রতিপাদ্যটি মাথায় রেখে শহরের মতো গ্রামকে আলোকিত করতেই সোলারপ্যানেলগুলোর কার্যক্ষমতা বাড়ানো ও সহজলভ্যতা করার লক্ষ্য নিয়েই কাজ করা তাছাড়া বাংলাদেশের natural resources নষ্ট হচ্ছে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণের ফলে যার বিরুপ প্রভাব রোধকল্পে মূলত আমি nanocellulose থেকে nanocomposite তৈরীর বিষয়টি নিয়ে গবেষণা করতে উদ্বুদ্ব হই।
একজন বিজ্ঞানীর কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন?
ধৈর্যবান,কঠোর নিষ্ঠাবান, একাগ্রতা ও অদম্য ইচ্ছাই লাগে একজন সফল গবেষক হতে। তবে গবেষণা ক্যারিয়ারের শুরুর দিকে একজন জানু(পটু) গবেষকের সান্নিধ্যে থাকতে পারলে নিজেকে এগিয়ে নেয়া সম্ভব।
বাংলাদেশের তরুণ শিক্ষার্থী যারা বিজ্ঞানে কাজ করতে চায় – তাদের জন্য আপনার কোন ম্যাসেজ কিংবা বার্তা কি?
আপনার ইমেইল : [email protected]
আপনার লিংকডইন : https://www.linkedin.com/in/bijoyghoscou22?utm_source=share&utm_campaign=share_via&utm_content=profile&utm_medium=android_app
আপনার ওয়েবসাইট, গবেষনাকাজের লিংক : https://www.researchgate.net/profile/Bijoy-Chandra-Ghos/research
বিজ্ঞানী অর্গের পক্ষ থেকে আমরা বিজয় চন্দ্র ঘোষকে তার ক্রমবর্ধমান সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁর পথচলা আমাদের সবার মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্দীপনা সৃষ্টি করছে এবং তার কাজ ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, তার গবেষণা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও আরও বৃহত্তর সাফল্য অর্জন করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
Interview with Vijay Chandra Ghosh: Modern research in solar energy and environmental chemistry!
Could you tell us about yourself?
I am Bijoy Chandra Ghosh, a graduate with a B.Sc and M.Sc in Chemistry from the University of Comilla. In January 2023, I joined the Housing and Building Research Institute under the Ministry of Housing and Public Works as a Research Assistant. Later that year, I joined the Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR) under the Ministry of Science and Technology as a Scientific Officer. Currently, I am working at BCSIR’s Rajshahi Research Center, focusing on solar energy and environmental chemistry. To date, I have published a total of 10 research articles in internationally recognized peer-reviewed scientific journals (Scopus/SCI/SCIE Indexed).
What is your research area?
In continuation of my current research activities, I am working on Thin Film Solar Cells. Additionally, I am researching the low-cost production of Crystalline Nanocellulose (CNC) from waste biomass (agro-waste) to develop nanocomposites for industrial wastewater treatment.
How does your research benefit us or how will it benefit us in the future?
My research primarily focuses on:
- Enhancing the efficiency of solar panels by utilizing solar energy as an alternative to burning fossil fuels. Burning fossil fuels releases excessive carbon emissions, contributing to global warming and depleting the ozone layer in the troposphere, leading to the entry of harmful UV rays that cause various health issues, including skin cancer in humans and animals. By making solar panels more efficient and affordable, we aim to make solar energy accessible to the general public.
- Creating nanocomposites from Crystalline Nanocellulose to treat industrial wastewater, which can help mitigate the environmental pollution caused by rapid industrialization and urbanization, particularly water pollution, while also promoting a sustainable environment. Many advanced and developing countries are already ahead in such research.
Do you have any unique experiences related to your research that you would like to share?
Inspired by the idea of “My Village, My City,” I am working to make solar panels more efficient and accessible to illuminate rural areas like urban ones. Additionally, observing the depletion of Bangladesh’s natural resources due to unplanned industrialization and urbanization has motivated me to explore the production of nanocomposites from nanocellulose as a solution.
What qualities do you think are essential for a scientist?
Patience, dedication, focus, and an unyielding drive are essential to becoming a successful researcher. Moreover, in the early stages of a research career, staying close to an experienced researcher can greatly help in progressing forward.
Do you have any message or advice for young students in Bangladesh who want to work in science?
You must be hardworking and ambitious, read many research papers, and study the biographies of successful scientists. There’s no hiding in research; sometimes, you may not get the desired results, but that doesn’t mean the research was unsuccessful. Even negative results contribute to research, as someone else may later build upon your process. Therefore, be honest in both your research and personal life.
On behalf of Biggani Org, we extend our heartfelt congratulations to Vijay Chandra Ghosh for his growing success. His journey is creating new perspectives and enthusiasm among all of us and his work will continue to inspire future generations. We hope that his research and development activities will achieve greater success in the future and open new horizons in the field of science and technology.
Leave a comment