নর্থ সাউথ ইউনিভার্সিটির চূড়ান্ত বর্ষের ছাত্র শাকিরুল ইসলাম লিয়ন কেবল একজন শিক্ষার্থী নন; তিনি একজন গবেষণা সহকারী, শিক্ষাকার্য সহকারী এবং ভবিষ্যতের প্রযুক্তি উদ্ভাবক। প্রযুক্তি এবং মানবকল্যাণকে এক সুতোয় গেঁথে তিনি কাজ করে চলেছেন এমন গবেষণা নিয়ে, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
শিক্ষার্থী থেকে গবেষক হওয়ার পথে
শাকিরুলের গবেষণার জগতে প্রবেশ তাঁর কৌতূহল এবং অধ্যবসায়ের ফল। Machine Learning, Natural Language Processing (NLP), এবং Data Science প্রয়োগের মাধ্যমে এমন হস্তক্ষেপমূলক পদ্ধতি তৈরি করার , যার কাজ মূলত সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা। তাঁর লক্ষ্য এমন প্রযুক্তি তৈরি করা, যা জীবনকে সহজতর করবে এবং জটিল সমস্যার সহজ সমাধান দেবে।
গবেষণার সাফল্যের গল্প
শাকিরুল ইতোমধ্যেই এমন কিছু উদ্ভাবনে অবদান রেখেছেন, যা গবেষণার জগতে আলোড়ন সৃষ্টি করতে পারে। তিনি মুখের রোগ নির্ণয়ের টুল তৈরি করেছেন, যা চিকিৎসকদের রোগ সনাক্তকরণে সহায়তা করে। Autism Spectrum Disorder (ASD)-এ আক্রান্ত শিশুদের শেখার ব্যাধি শনাক্ত করার প্রযুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষণ্নতা শনাক্ত করার পদ্ধতিও তাঁর গবেষণার ফসল।
বিজ্ঞানীর চোখে সফলতার সূত্র
শাকিরুল মনে করেন, একজন বিজ্ঞানীর সবচেয়ে বড় গুণ হলো কৌতূহল। তিনি বলেন, “কৌতূহল আপনাকে নতুন কিছু শেখার জন্য এবং সাধারণের মধ্যে অসাধারণ কিছু খুঁজে পাওয়ার জন্য অনুপ্রাণিত করে। অধ্যবসায় ও দৃঢ়সংকল্প আপনাকে কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করবে। একই সঙ্গে, ভালো লেখার দক্ষতা একজন গবেষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তরুণদের জন্য বার্তা
তরুণ গবেষকদের উদ্দেশ্যে শাকিরুলের পরামর্শ হলো, “যে টুলগুলো সমস্যার সমাধানে কাজে আসবে, সেগুলো শিখুন। বাস্তব জীবনের সমস্যাগুলো নিয়ে চিন্তা করুন এবং কীভাবে সেগুলো গবেষণার মাধ্যমে সমাধান করা যায়, তা নিয়ে কাজ করুন।”
ভবিষ্যৎ পরিকল্পনা
শাকিরুল পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখেন এবং তাঁর সঞ্চয় দিয়ে নিজেই সেই সুযোগ তৈরি করেন। তাঁর লক্ষ্য একদিন এমন উদ্ভাবন করা, যা শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্য সুফল বয়ে আনবে।
যোগাযোগ
- ইমেইল: [email protected]
- লিংকডইন: linkedin.com/in/leon360
শাকিরুলের গল্প আমাদের মনে করিয়ে দেয়, কৌতূহল, অধ্যবসায় এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে।
Shakirul Islam Liyon: A Curious Researcher’s Journey
Shakirul Islam Liyon, a final-year student at North South University, is much more than just a student. He is a research assistant, teaching assistant, and an aspiring innovator, working at the intersection of technology and human welfare. His dedication to creating impactful solutions through research makes him a rising star in the academic world.
From Student to Researcher
Shakirul’s journey into research is driven by his curiosity and perseverance. His focus lies in Machine Learning, Natural Language Processing (NLP), and Data Science, aiming to develop technologies that make essential resources more accessible to underprivileged communities.
Success Stories in Research
Shakirul has already contributed to projects that promise to bring transformative change. He has worked on tools for diagnosing oral diseases and identifying learning disabilities in children with Autism Spectrum Disorder (ASD). Additionally, his research includes a system to detect depression among university students, helping them get the support they need.
The Traits of a Scientist
According to Shakirul, curiosity is the most essential quality of a scientist. He says, “Curiosity inspires you to explore beyond the ordinary and find the extraordinary in the mundane. Perseverance and determination are critical as research often tests your patience. Good writing skills are also indispensable for any researcher.”
A Message for Young Researchers
Shakirul’s advice to aspiring scientists is simple yet profound: “Learn the tools necessary for problem-solving. At the same time, think about real-world issues that can be addressed through research.”
Plans for the Future
In addition to his academic pursuits, Shakirul dreams of exploring the world and funds his travels through his savings. His ultimate goal is to create innovations that benefit not just Bangladesh but the entire world.
Contact
- Email: [email protected]
- LinkedIn: linkedin.com/in/leon360
- Photo: Shakirul’s Photo
Shakirul’s story reminds us that curiosity, perseverance, and a passion for serving humanity can transform an ordinary individual into an extraordinary achiever.
Leave a comment