গবেষণায় হাতে খড়ি

গবেষকদের সঙ্গী: SAGE Research Methods

Share
Share

নবীন গবেষকদের জন্য কিভাবে গবেষণা করবে, কোথা থেকে শুরু করবে তা নিয়ে বেশ সমস্যায় ভুগতে হয়। আর সেই সমস্যাটি আমাকেও ভুগিয়েছিল। প্রাথমিকভাবে জাপানে আমার সুপারভাইজার এর কাছেই হাতে খড়ি। জাপানিজ এই প্রফেসরের কাছেই শিখেছিলাম গবেষণার প্রাথমিক পর্বটি। তবে ধাক্কা খেতে-খেতে শিখতে অনেক সময় লাগে। ভুল পদ্ধতি প্রয়োগ করে অনেক সময় নষ্ট করেছিলাম। পিএইচডি করবার সময় রিসার্চ মেথডোলজি এর উপর কোর্স করলেও একটা অদৃশ্য শূন্যতা ছিল — কাগজে-কলমে অনেক কিছু পড়ছি, কিন্তু আসলে কোন পরিস্থিতিতে কোন পদ্ধতি বেশি কার্যকর, তা নিয়ে আমার মনেই বহু প্রশ্ন।

তবে সিঙ্গাপুরে আসার পরে আমার এক কলিগ এর কাছে জানতে পারলাম SAGE Research Methods (https://methods.sagepub.com/) নামের ডিজিটাল প্ল্যাটফর্মটি। শুরুতে ভেবেছিলাম, হয়ত আবার স্রেফ কয়েকটি গাইডলাইন আর দুর্বোধ্য টেক্সট পাওয়া যাবে। কিন্তু সাইটটিতে ঢুকেই দেখি বিষয়গুলো কত সুসংগঠিতভাবে উপস্থাপন করা হয়েছে। “Methods Map” নামের একটি দারুণ ইন্টারেক্টিভ টুল আছে, যেখানে সহজভাবে বোঝানো হয় কোন পদ্ধতি কীভাবে অন্য পদ্ধতির সাথে সম্পর্কিত। আমি তখন কোয়ালিটেটিভ ও কোয়ান্টিটেটিভ পদ্ধতির মধ্যে তুলনা করতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম—এখানে একবার ক্লিক করেই স্পষ্ট ধারণা পেলাম কীভাবে এই পদ্ধতিগুলো যুক্ত, আবার কোথায় এদের পার্থক্য।

নীচে SAGE Research Methods প্ল্যাটফর্মের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা ও বাংলাদেশের গবেষকদের জন্য সম্ভাব্য উপকারিতা তুলে ধরা হল:

সাইটটির বিশেষ সুবিধাসমূহ:

  • সুবিন্যস্ত কনটেন্ট: কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ এবং মিক্সড-মেথড—প্রত্যেক ধরণের গবেষণা পদ্ধতির জন্য আলাদা বিভাগ ও পরিষ্কার নির্দেশিকা পাওয়া যায়।
  • ব্যবহার-বান্ধব ইন্টারফেস: “Methods Map”-এর মতো ইন্টারেক্টিভ টুলের মাধ্যমে সহজে বোঝা যায় কোন পদ্ধতি অন্য পদ্ধতির সাথে কীভাবে যুক্ত।
  • কেস স্টাডির সমাহার: বাস্তব উদাহরণ ও কেস স্টাডি দেখে বোঝা যায় কোন পদ্ধতি কোন পরিস্থিতিতে কার্যকর, যা অনেক সময় শুধু তত্ত্ব পড়ে বোঝা কঠিন।
  • মাল্টিমিডিয়া কন্টেন্ট: শুধু টেক্সট নয়, রয়েছে ভিডিও লেকচার, ওয়ার্কশপ ও বিশেষজ্ঞ সাক্ষাৎকার, যেখানে হাতে-কলমে পদ্ধতি শেখার সুযোগ পাওয়া যায়।
  • রিডিং লিস্ট ও রেফারেন্স: নির্দিষ্ট বিষয়ের উপর সুপারিশকৃত বই, জার্নাল ও আর্টিকেল লিস্ট থাকা গবেষকদের সময় বাঁচায় এবং মানসম্মত রিসোর্স নিশ্চিত করে।
  • টপিকভিত্তিক ডেটা বিশ্লেষণ ও গাইডলাইন: পরিসংখ্যান ব্যবহার থেকে শুরু করে ইন্টারভিউ নেওয়া কিংবা ফিল্ড ওয়ার্ক পরিচালনা—সব ধরনের প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়া যায় এক প্ল্যাটফর্মেই।

বাংলাদেশি গবেষকদের জন্য সম্ভাব্য উপকারিতা:

  • কনটেক্সট অনুযায়ী পদ্ধতি নির্বাচন: স্থানীয়ভাবে প্রাসঙ্গিক গবেষণা পদ্ধতি বেছে নিতে কেস স্টাডি ও উদাহরণগুলো কাজে লাগানো যায়। কৃষি, জনস্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, পরিবেশ—এমন অনেক ক্ষেত্রে বিশ্বমানের পদ্ধতিগত জ্ঞানকে বাংলাদেশি বাস্তবতার সাথে মিলিয়ে নেওয়া সহজ হয়।
  • উন্নত গবেষণা দক্ষতা: যারা নতুন গবেষণায় নামছেন, যেমন স্নাতক বা মাস্টার্স শিক্ষার্থী, তারা এই প্ল্যাটফর্মের সাহায্যে দ্রুত গবেষণা পরিকল্পনা সাজাতে ও ডেটা বিশ্লেষণ শিখতে পারেন।
  • রিসোর্সের অভাব পূরণ: বাংলাদেশে প্রায়ই ভালো মানের রিসার্চ মেথডোলজি সংক্রান্ত বই, ওয়ার্কশপ বা প্রশিক্ষণের অভাব থাকে। SAGE Research Methods এ ঘাটতি পূরণে সহায়তা করে।
  • আন্তর্জাতিক মানের গবেষণা প্রস্তুতি: বৈশ্বিক মানের রিসোর্সের সাথে পরিচিত হয়ে স্থানীয় গবেষকরা আন্তর্জাতিক জার্নালে প্রকাশযোগ্য মানসম্পন্ন গবেষণা তৈরির দক্ষতা অর্জন করতে পারেন।
  • পেশাদারদের দক্ষতা বৃদ্ধি: এনজিও কর্মী, থিঙ্ক-ট্যাঙ্ক সদস্য, উন্নয়ন সংস্থা বা প্রাইভেট রিসার্চ ফার্মের বিশ্লেষকরা পরিসংখ্যান, কোয়ালিটেটিভ ডেটা বিশ্লেষণ ইত্যাদি পদ্ধতিগত দক্ষতা উন্নত করে দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আরও কার্যকর অবদান রাখতে পারেন।

সব মিলিয়ে, SAGE Research Methods বাংলাদেশি গবেষকদের জন্য এক বিশাল সুযোগ—এটি কেবল পদ্ধতি শেখায় না, বরং আন্তর্জাতিক মানের গবেষণার জন্য একটি শক্ত ভিত গড়ে তুলতে সাহায্য করে।

ব্যাক্তিগত অভিজ্ঞতা

সবচেয়ে কাজে লেগেছে তাদের কেস স্টাডি সেকশন। অন্যান্য জায়গায় আমরা অনেক তাত্ত্বিক আলাপ পাই, কিন্তু বাস্তব উদাহরণ পাওয়া বেশ কঠিন। আমি স্মরণ করতে পারি, আমার নিজস্ব গবেষণায় আমি একটা ছোট কোয়ালিটেটিভ প্রজেক্ট করছিলাম, যেখানে নিউরোনের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করছিলাম। এই প্রজেক্টে কোথা থেকে শুরু করব, কী প্রশ্ন করব, কীভাবে ডেটা বিশ্লেষণ করব—এসব নিয়ে ঘুলিয়ে গিয়েছিলাম। SAGE-এর কেস স্টাডিগুলোতে দেখি ঠিক এই ধরনের সমস্যা অন্য কেউ কীভাবে সমাধান করেছেন। তাদের বাস্তব অভিজ্ঞতা দেখে আমি অনুপ্রাণিত হলাম এবং নিজের পদ্ধতি আরও একটু গোছাতে পারলাম।

কেবলমাত্র টেক্সট নয়, ভিডিও লেকচার আর ওয়ার্কশপ আছে, যেখানে বিশেষজ্ঞদের দেখা যায় হাতেকলমে পদ্ধতি বুঝিয়ে দিতে। আপনি যদি কখনও ভাবেন, “ইন্টারভিউ কি শুধু প্রশ্ন-উত্তর নিলেই শেষ?”—তাহলে সেখানে গিয়ে দেখবেন কীভাবে ভালো ইন্টারভিউর জন্য পরিবেশ তৈরি করতে হয়, কীভাবে সাক্ষাৎকারদানকারীকে আরামদায়ক করা যায় এবং কীভাবে তথ্যকে প্রাসঙ্গিকতার সাথে বিশ্লেষণ করা যায়।

আরেকটা সুবিধা হল, আমি একাধিকবার থিম্যাটিক রিডিং লিস্ট থেকে উপকারী রিসোর্স বেছে নিয়েছি। বাংলাদেশে গবেষণা করতে গেলে বিশেষ করে লোকাল কনটেক্সটে মানানসই গবেষণা পদ্ধতি নিয়ে তেমন সাজানো গুছানো রিসোর্স পাওয়া কঠিন। SAGE এখানেও সাহায্য করেছে—যখন নতুন কোনো পদ্ধতি নিয়ে পড়তে চাই, তখন তারা সম্পর্কিত বই, আর্টিকেল বা রিসোর্সের লিঙ্ক সাজিয়ে দেয়। এতে সময় বাঁচে এবং বিশ্বমানের গবেষণা লিটারেচার সহজে হাতে আসে।

সব মিলিয়ে, SAGE Research Methods আমাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী করে তুলেছে। যারা গবেষণার জগতে নতুন, তাদের জন্য এটি এক ধরনের হাতেখড়ি। আর যারা আগে থেকেই গবেষণা করছেন, তাদের জন্যও এখানে নতুন নতুন কিছু শেখার আছে। এর সবচেয়ে বড় অর্জন আমার চোখে—আমি শুধু “পদ্ধতি” শব্দটি শুনলে আগের মতো ভয় পাই না। এখন বুঝি, পদ্ধতি মানে স্রেফ কোনো ফর্মুলা নয়, এটি আসলে একটি মনোভাব, একটি প্রক্রিয়া, যা সময়ের সাথে উন্নত হয়। SAGE এই উন্নতির পথটাকে আরেকটু মসৃণ করে দিয়েছে।

নিচে SAGE Research Methods-এর বাইরে আরও কিছু জনপ্রিয় ও কার্যকর রিসোর্স ও প্ল্যাটফর্মের উল্লেখ করা হলো, যেগুলো গবেষণা পদ্ধতি শেখা, বুঝা ও প্রয়োগে সহায়ক হতে পারে:

  1. Research Methods Knowledge Base (William M.K. Trochim):
    সামাজিক গবেষণা পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা ও উদাহরণ সমৃদ্ধ একটি অনলাইন টুল, যা বিশেষত শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের কাছেই জনপ্রিয়।
  2. Elsevier Researcher Academy:
    গবেষণার নানাদিক—পদ্ধতি, রিসার্চ ডিজাইন, প্রকাশনা প্রক্রিয়া ইত্যাদি—নিয়ে বিনামূল্যের কোর্স, গাইডলাইন ও রিসোর্স সরবরাহ করে।
  3. Wiley Research Methods & Statistics Resources:
    উইলি প্রকাশনা সংস্থার বিভিন্ন বই, জার্নাল ও অনলাইন লার্নিং ম্যাটেরিয়ালে পরিসংখ্যান, গবেষণা নকশা, ও বিশ্লেষণ পদ্ধতি সম্পর্কে বিস্তৃত জ্ঞান পাওয়া যায়।
  4. Taylor & Francis Research Methods Collection:
    টেলর অ্যান্ড ফ্রান্সিসের পোর্টালে সামাজিক বিজ্ঞান ও মানবিক বিজ্ঞান গবেষণার জন্য নানা ধরনের গাইডলাইন, কেস স্টাডি ও রিসোর্স পাওয়া যায়।
  5. Coursera, edX এবং FutureLearn কোর্সসমূহ:
    এই অনলাইন কোর্স প্ল্যাটফর্মগুলোতে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান প্রদত্ত গবেষণা পদ্ধতি সম্পর্কিত কোর্স ও স্পেশালাইজেশন পাওয়া যায়। ভিডিও লেকচার, প্রজেক্ট ও কুইজের মাধ্যমে হাতে-কলমে শেখা সম্ভব।
  6. MIT OpenCourseWare ও অন্যান্য ওপেন এডুকেশনাল রিসোর্স (OER):
    নামকরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা পদ্ধতি সংশ্লিষ্ট কোর্সের লেকচার নোট, সিলেবাস ও সামগ্রী বিনামূল্যে পাওয়া যায়, যা মূলত স্বশিক্ষিত ও স্বশিক্ষণে অভ্যস্ত গবেষকদের জন্য দারুণ সহায়ক।
  7. Project MUSE ও JSTOR ই-বুক ও জার্নাল সেকশন:
    যদিও এগুলো সরাসরি “গবেষণা পদ্ধতি শেখার” প্ল্যাটফর্ম নয়, তথাপি বিভিন্ন জার্নাল ও বইয়ের মাধ্যমে গবেষণা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ রিভিউ আর্টিকেল ও গবেষণাপত্র অনুসন্ধান করা সহজ।
  8. QSR International এবং NVivo টুল রিসোর্স:
    কোয়ালিটেটিভ ডেটা বিশ্লেষণের সফটওয়্যার NVivo-এর নির্মাতা QSR International-এর ওয়েবসাইটে কোয়ালিটেটিভ রিসার্চ পদ্ধতি ও ডেটা বিশ্লেষণ সংক্রান্ত টিউটোরিয়াল, ওয়েবিনার ইত্যাদি পাওয়া যায়।
  9. The National Center for Education Statistics (NCES) ও OECD Data:
    পরিসংখ্যানমূলক গবেষণা পদ্ধতি শেখার সময় এই সরকারি ও আন্তর্জাতিক সংস্থার ডেটাবেজ এবং টিউটোরিয়াল ব্যবহার করলে বাস্তব ডেটা বিশ্লেষণ অনুশীলন করা যায়।
  10. Academic Writing & Research Methods Communities (LinkedIn, ResearchGate):
    অনলাইন গবেষক সম্প্রদায় এবং পিয়ার নেটওয়ার্কের মধ্যে আলাপ-আলোচনা, প্রশ্নোত্তর, ও রিসোর্স বিনিময়ের মাধ্যমে হাতে-কলমে গবেষণা পদ্ধতি সংক্রান্ত জ্ঞান অর্জন সম্ভব।

এসব প্ল্যাটফর্ম ও উৎস SAGE Research Methods-এর মতোই গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারে, পাশাপাশি হাতে-কলমে অভিজ্ঞতা ও গাইডলাইন সরবরাহ করে গবেষণার মান উন্নত করতে সাহায্য করবে।

আপনি যদি গবেষণা পদ্ধতি নিয়ে ধোঁয়াশায় থাকেন, কিংবা নিজের শেখার পরিসর বাড়াতে চান, তবে একবার ঢুঁ মেরে দেখতে পারেন SAGE Research Methods-এ।

How to Start Research: My Journey with SAGE Research Methods

Dr. Mashiur Rahman, editor of biggani.org

New researchers often struggle with how to start their research or what methods to choose—a challenge I faced as well. My first exposure to research methodology came under the guidance of my Japanese supervisor during my early academic journey in Japan. While the initial lessons were helpful, I often found myself learning through trial and error. Misapplying methods wasted valuable time, and even during my PhD coursework in research methodology, a lingering confusion remained about which methods would work best in specific contexts.

Things took a turn when I moved to Singapore, where a colleague introduced me to the SAGE Research Methods platform (https://methods.sagepub.com/). Initially skeptical, I assumed it was just another collection of guidelines and dense academic texts. But once I explored the site, I was impressed by how well-organized the content was. The interactive “Methods Map” tool stood out—it visually explains how various research methods are interconnected. At the time, I was struggling to differentiate between qualitative and quantitative methods, and a single click on this tool clarified their connections and differences.


Key Features of SAGE Research Methods

  1. Well-Organized Content: Separate sections for quantitative, qualitative, and mixed-methods research, with clear instructions for each.
  2. User-Friendly Interface: Tools like “Methods Map” simplify understanding of relationships between different research approaches.
  3. Rich Collection of Case Studies: Real-world examples and case studies demonstrate how different methods work in specific contexts, bridging the gap between theory and practice.
  4. Multimedia Content: Beyond text, there are video lectures, workshops, and expert interviews that provide hands-on learning opportunities.
  5. Reading Lists and References: Curated recommendations of books, journals, and articles save time and ensure access to quality resources.
  6. Guidelines for Data Analysis and Fieldwork: Practical instructions for everything from statistical analysis to conducting interviews and field research.

Benefits for Bangladeshi Researchers

  1. Contextual Relevance: The case studies and examples can help Bangladeshi researchers align global methodologies with local contexts, particularly in areas like agriculture, public health, social development, and the environment.
  2. Skill Development: Beginners, such as undergraduate or master’s students, can quickly learn to design research projects and analyze data effectively.
  3. Bridging Resource Gaps: In Bangladesh, access to high-quality books and workshops on research methods is limited. SAGE fills this gap with its comprehensive library.
  4. Preparation for International Standards: Familiarity with global resources enables Bangladeshi researchers to produce work suitable for publication in international journals.
  5. Professional Growth: Analysts in NGOs, think tanks, and private research firms can enhance their skills in statistical and qualitative data analysis, contributing to better policymaking in the country.

My Personal Experience with SAGE

The case study section was particularly transformative for me. During a project on neural data analysis, I struggled to figure out where to start, what questions to ask, and how to approach data analysis. By exploring similar case studies on SAGE, I learned how others had tackled similar challenges. Their experiences helped me refine my approach and improve my project.

The platform also introduced me to thematic reading lists, which were invaluable for finding high-quality resources tailored to specific topics. In Bangladesh, where access to well-curated research materials is often limited, these lists saved me significant time and effort.


Other Platforms Like SAGE

If you’re exploring options beyond SAGE Research Methods, here are some popular alternatives:

  1. Research Methods Knowledge Base (William M.K. Trochim): Comprehensive discussions on social research methods.
  2. Elsevier Researcher Academy: Free courses and guidelines covering research design, methodology, and publication processes.
  3. Wiley Research Methods: Resources on statistical analysis and advanced research design.
  4. Taylor & Francis Methods Collection: Guides and case studies for humanities and social sciences.
  5. Coursera, edX, and FutureLearn Courses: Interactive online courses on research methods from renowned institutions.
  6. MIT OpenCourseWare: Free lecture notes and materials from prestigious universities.
  7. JSTOR and Project MUSE: Access to reviews and research articles on various methodologies.
  8. NVivo Tools by QSR International: Tutorials for qualitative data analysis software.
  9. OECD and NCES Databases: Practical resources for statistical research and data visualization.
  10. Research Communities (LinkedIn, ResearchGate): Peer discussions and shared resources for hands-on learning.

For Bangladeshi researchers looking to sharpen their skills or get started with research, SAGE Research Methods offers a wealth of tools and resources to guide them from confusion to confidence. Whether you’re a beginner or an experienced researcher, this platform can help you build a strong foundation and produce impactful research.

Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
গবেষণায় হাতে খড়ি

বিদেশে চাকরি খোঁজার সহজ প্ল্যাটফর্ম!

লেখক- আজিজুল হক সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের...

গবেষণায় হাতে খড়ি

স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্যে মোটিভেশনাল লেটার: বাংলাদেশের সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে!

প্রফেসর- ড. মোহা: ইয়ামিন হোসেন ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রিয় বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা,...

গবেষণায় হাতে খড়ি

সীমাবদ্ধতার মাঝেও গবেষণায় সাফল্যের কৌশল!

লেখক- আজিজুল হক সহকারী অধ্যাপক,ইয়েংনাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশে নতুন...

গবেষণায় হাতে খড়ি

বিজ্ঞানী হিসেবে সফলতা পেতে গুরুত্বপূর্ণ গুণবলী থাকা আবশ্যক!

প্রফেসর- ড. মোহা: ইয়ামিন হোসেন ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। একজন বিজ্ঞানীর ক্ষেত্রে...

গবেষণায় হাতে খড়ি

নতুনদের জন্য গবেষণা শেখার বেসিক থেকে অ্যাডভান্স!

বাংলাদেশে যারা গবেষণায় নতুন, বিশেষত যাদের কাছে গাইডলাইন বা সহায়তার অভাব রয়েছে,...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.