লেন্সের সাথে আমরা পরিচিত না হলেও, আমরা যে স্মার্টফোন দিয়ে ছবি তুলছি তাতে কিন্তু লেন্স রয়েছে। ক্যামেরার লেন্স মূলত আলোকে একত্রিত করে একটি বিন্দুতে একত্রিত করে। কাচের বিশেষত্বকে ব্যবহার করে এই লেন্স তৈরী করা হয়। আর সেজন্যই সব লেন্সের উপরিভাগ একটু বাঁকা। কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন কিভাবে সমতল কাঁচ দিয়ে লেন্স তৈরী করা যায়। প্রথম সফলভাবে এর প্রয়োগ করেন ২০১২ সনে ফেডেরিকো কাপাসো নামে হার্ভার্ড এর একজন বিজ্ঞানী। মূলত আলোর তরঙ্গদৈর্ঘ্য কে কাজে লাগিয়ে এটির প্রয়োগ করেন তিনি। কিন্তু তার লেন্স শুধুমাত্র একটি রঙয়ের আলো নিয়ে কাজ করতে পারত। গত ফেব্রুয়ারী ২০১৫ সনের সাইন্স ম্যাগাজিনে তিনি নতুন ভাবে দেখান যে সব রঙয়ের আলো নিয়েই এটি কাজ করবে।
এত কিছু থাকতে বাকা লেন্সকে সোজা করার কি দরকার? এমনটি ভাবছেন নিশ্চয়। আসলে লেন্স যদি সমতল হয়, তবে আমাদের লেন্স তৈরীর খরচ অনেক কমে যাবে। এমনকি কোনদিন সাধারণ প্লাস্টিক দিয়েও আজকের অনেক দামি লেন্সের মতন কাজ করা যাবে। পাঠকদের জন্য বলছি, পৃথিবীতে এমন কিছু লেন্স রয়েছে যার দাম লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। এতটা দাম হবার কারণ হল, বাকানো কাঁচ তৈরী করা অনেক কঠিন। মনে হচ্ছে সামনে আমরা লেন্স পেতে পারি যার উপরিভাগ সমতল।
মশিউর স্যারের প্রত্যেকটি লেখা থেকে অনেক কিছু শেখার আছে। সায়েন্স ফিকশনের ক্ষেত্রে তার লেখা অনেক টা অগ্রগণ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে।
পড়ে ভালো লাগল।
খুব ভাল সুযোগ আছে এ ব্লগে্
সত্যি লেখাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে ।
ধন্যবাদ গুরত্বপূর্ন তথ্যটি জানানোর জন্য।
সেন্স সমতল হওয়াটাই ভাল কারণ নির্মণ খরচ কম পড়বে !!
তবে সবার অান্তরিক প্রচেষ্টায় সফলতা অাসবে ।
দারুন একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।
লেন্স সমতল হওয়াটাই ভাল কারণ নির্মণ খরচ কম পড়বে !!
তবে সবার অান্তরিক প্রচেষ্টায় সফলতা অাসবে ।
দারুন একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।
এটা অনেক ভালো খবর ।
আপনার ইনফরমেশনটির জন্য ধন্যবাদ।
পোষ্টটি খুব ভাল……….
অনেক কিছু জানতে পারলাম আপনার লেখার মাধ্যমে আমি অপেক্ষা করে থাকব আপনার নতুন লেখারর জন্য rental home bd.।
সমতল লেন্স সম্পর্কে বিস্তারিত লেখার জন্য অনেক ধন্যবাদ।
সতিয় এটা কি সম্ভব?
ধন্যবাদ বিঞ্জানী.আর্গ । আপনাদের পোষ্টটি পড়ে আমার খুব ভালো লাগলো।
অনেক নতুন কিছু জানলাম । ভাল লেখার জন্য ধন্যবাদ।
ড. মশিউর রহমান কে ধন্যবাদ , বিজ্ঞান বিষয় আলোচনা করার জন্য
আপনারা এতোদিন বিভিন্ন ভিপিএন দিয়ে বিভিন্নভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করে এসেছেন। কিন্তু সেগুলোর নিদিষ্ট কিছু বাধ্যবাধকতা ছিল। যার কারনে অফুরন্ত ডাটা ব্যবহার করা যেত না।তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভিপিএন যার কোনো বাধ্যবাধকতা নেই।
http://www.sangbadprotidin.com/97049#.WHX_GbnfI1k
পড়ে ভালো লাগল
Great .Thanks sir.
ভালো লেগেছে। ধন্যবাদ