শাহিনুজ্জামান শাহিন
ফেলো- এফ ডি এ, আমেরিকা
যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছেন তারা নিজেদের সিভি কে সমৃদ্ধ করুন, নাহলে প্রতিযোগিতার বাজারে স্কলারশিপ/ফান্ডিং থেকে ছিটকে পড়তে হবে এবং আপনার এই স্বপ্ন অধরাই থেকে যাবে। কিভাবে নিজের সিভিকে সমৃদ্ধ করবেন এই বিষয়ে ৬ টি পরামর্শ রইলোঃ
(১)একাডেমিক ফলাফল ভালো করার চেষ্টা করুন। আপনার ফলাফল যেন সিজিপিএ ৩ (৪ এর মধ্যে) এর নিচে না আসে এটা মাথায় রাখবেন। বিষয়টা এমন না যে ৩ এর নিচে সিজিপিএ নিয়ে আপনি ফান্ডিং পাবেন না, তবে ৩ কে একটা স্ট্যান্ডার্ড ধরে আগালে প্রতিযোগিতায় আপনি ভাল করবেন।
(২) একাডেমিক পড়াশুনার পাশাপাশি নিজের আশানুরূপ বিষয়ে কোন শিক্ষকের অধীনে গবেষণা প্রজেক্ট করুন। এসব গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল প্রবন্ধ আকারে ভাল পিয়ার রিভিউ জার্নালে প্রকাশ করার চেষ্টা করুন। এরুপ গবেষণা ও প্রবন্ধ প্রকাশের সকল ধাপগুলো আপনার শিক্ষকই আপনাকে শেখাবে। এজন্যে একজন ছাত্র-বান্ধব শিক্ষকের অধীনে অনার্স বা মাস্টার্সের রিসার্চ প্রোজেক্ট করার চেষ্টা করুন।
(৩) ডিপার্টমেন্টের বাইরে গবেষকদের সাথে একটি নেটওয়ার্ক গড়ে তুলুন। খোজ রাখুন কারা কারা আপনার পছন্দের বিষয়ে বা তার সাথে সম্পর্কিত কোন টপিকে বিভিন্ন রিভিউ প্রবন্ধ লেখে। তাদের সাথে যোগ দিয়ে আপনিও রিভিউ প্রবন্ধ লেখা শুরু করুন।
(৪) যদি আপনার পছন্দের ফিল্ডে কম্পিউটার সফটওয়ার ব্যবহার করে গবেষণা করা যায় তাহলে সেসব সফটওয়ারগুলো শিখে নিন। এইসব সফটওয়ার ব্যবহার করে দক্ষ কারও সাথে মিলে গবেষণা প্রবন্ধ প্রকাশের চেষ্টা করুন।
(৫) গবেষণার কাজে বর্তমান পৃথিবীতে প্রোগ্রামিং বা কোডিং খুব গুরুত্বপূর্ণ, তাই যেখান থেকে পারেন ফ্রি বা টাকা খরচ করে হলেও কিছু কোডিং বা প্রোগ্রামিং শিখুন। আধুনিক সময়ের জন্যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যংগুয়েজ গুলোর মধ্যে অন্যতম হল- R ও Python । এই দুইটি প্রোগ্রামিং এর বেসিক ভালো করে শিখে রাখুন। এর বাইরেও Microsoft Excel, GraphPad Prism, SAS, MATLAB এগুলো দিয়ে কিভাবে ডাটা এনাল্যসিস করা যায় তা শিখুন। YouTube এর সাহায্য নিয়েও আপনি এসব কিছু শিখতে পারবেন। তাই নতুন নতুন স্কিল শিখার জন্যে সর্বদা চোখ কান খোলা রাখুন।
(৬) আপনি যে বিষয়ে পড়ছেন সে বিষয়ে বা তার সংশ্লিষ্ট বিষয়ে আপনার বিশ্ববিদ্যালয়ে বা অন্য কোন শহরে কোন গবেষণা কনফারেন্স হলে সেগুলোতে যোগ দিন। এসব কনফারেন্সে যোগ দিতে হলে নিজের ডাটা থাকতেই হবে বিষয়টা এমন না। আপনি একজন শিক্ষার্থী হিসেবে যোগ দিন, এতে রেজস্ট্রেশান ফি কম লাগবে। এসব কনফারেন্স থেকে অন্যদের গবেষণা সম্পর্কে জানতে পারবেন। আপনার পছন্দের টপিকে বর্তমান পৃথিবীতে কেমন গবেষণা হচ্ছে এটা জানতে পারবেন।
এই পরামর্শগুলো অনুসরণ করলে আপনার সিভিতে Skills, Research Experience, Publications ও Conference Attendence এই সেকশান গুলো অনেক সমৃদ্ধ হবে এবং এর ফলে সামগ্রিকভাবে আপনার সিভি সমৃদ্ধ হবে আর আপনি প্রতিযোগিতায় অন্যদের থেকে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন।
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–https://www.facebook.com/share/p/18UfUvr3ZV/
Leave a comment