বিজ্ঞান বিষয়ক খবর

হাবল টেলিস্কোপের নতুন আবিস্কার।

Share
Share

নাসার হাবল স্পেস টেলিস্কোপ দুইটি মার্জ উপবৃত্তাকার ছায়াপথ এর ভিতরে প্রায় আবৃত একটি অদ্ভুত লম্ভা মুক্তোর মত দেখতে একটি স্তম্ভের সন্ধান পেয়েছে।কোঁকড়ানো লম্ভা বস্তুটি 100,000 আলোক বর্ষ লম্মা এবং এর রং নীল।আসলে এটি একটি বিশাল তরুণ তারকা গুচ্ছ (Star cluster)।

গবেষক বলেন.আপনি সুন্দর একটি কাঠামো উপর দৄস্টি নিক্ষেপ করেছেন।এবং এটি সম্পর্কে আরও অনেক কিছু আমরা জানতে পারবো,তিনি আরো বলেন আমরা এই অত্যাশ্চর্য বস্তুটির খোজ পেয়ে এবং একে দেখে বিস্মিত হয়েছি।”গবেষণায় নেতা গ্রান্ট Tremblay, Garching, জার্মানিতে ইউরোপীয় সাউদার্ন মানমন্দির, এক বিবৃতিতে বলেন।

বলেন।আমরা দীর্ঘ ঘটনাটি ‘এই রকম একটি বিশাল তারকা গুচ্ছ বিন্যাস দৈত্যকার মার্জ উপবৃত্তাকার ছায়াপথের ভিতরের অবস্থানে দেখেছি যা এর আগে কখনো দেখেছি কিনা ঠিক বলতে পারবো না।এর কারন এই বস্তুটি আছে উপবৃত্তাকার ছায়াপথের বাহুর প্রান্তভাগে,এবং ছায়াপথের প্রচন্ড ম্যাধ্যাকর্ষন শক্তির এলকার মধ্যে।দুইটি ছায়াপথের মধ্যে থাকা এই তারা গুচ্ছটি J1531 +3414 নামে পরিচিত,এবং এই ছায়াপথ দুটি 330,000 আলোকবর্ষ চওড়া।

চওড়া।গবেষক বলেন,(তুলনা করার জন্য, আমাদের নিজস্ব আকাশগঙ্গা কেন্দ্রের কথা বলছি এটি 100,000 আলোকবর্ষ চওড়া।এই তরুন নীল বড় ক্লাস্টার নির্মাণের ফলে তারা গঠনের সময় একটি তীব্র বিস্ফোরনের ঝলকের সৄস্টি হয়েছিল।এবং এটি হয়েছিল তারকা গঠনের সময় নিউক্লিয়ার বিস্ফোরনের ফলে। এই তারকা বিরচন গ্যাসের জন্য উৎপত্তি হোক না কেন, এর ফলে “Tremblay বলেন.” এটা খুব উত্তেজনাপূর্ণ. আপনি/আমি এই জন্য একটি জাগতিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না । এর জন্য আরো গবেষনার প্রয়োজন।

হাবলের নতুন হাবল ফটোতে দেখা যায় উজ্জ্বল নীল ক্লাস্টার এর শক্তিশালী মাধ্যাকর্ষনের কারনে যে আলোর সৄস্টি হয় তা দূরবর্তী ছায়াপথ পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ছবি নাসা-

 

Share

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
বিজ্ঞান বিষয়ক খবর

গবেষণা প্রবন্ধের জন্য কীওয়ার্ড নির্বাচন: কার্যকরী টিপস ও উদাহরণ!

গবেষণা প্রবন্ধ বা নিবন্ধের জন্য সঠিক কীওয়ার্ড নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

বন্যার ধ্বংস থেকে জাহাজের স্থায়িত্ব: এক তরুণ গবেষক  মোহাম্মদ ইব্রাহীম এর গল্প!

এবারের সাক্ষাৎকার সিরিজে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন মোহাম্মদ ইব্রাহীম।তিনি মাদারিপুরের শিবচরের একজন কৃষক পরিবারে...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

বিজয় চন্দ্র ঘোষের সাথে সাক্ষাৎকার: সৌরশক্তি ও পরিবেশ রসায়নে আধুনিক গবেষণা!

বর্তমান সময়ে আমরা একটি সাক্ষাৎকার নিয়েছি বিশিষ্ট গবেষক বিজয় চন্দ্র ঘোষের সাথে।...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.