তারহীন এই যুগে বহনযোগ্য ডিভাইস বা গ্যাডগেট ব্যবহার বেড়েছে অনেক গুণে। কিন্তু এসব ডিভাইসে চার্জের ঝামেলা পোহাতে হয় চার্জারের ভিন্নতার কারণে। এসব ঝামেলা থেকে মুক্ত করতে ওয়াইল্ড চার্জার প্যাড এসেছে। এই প্যাডের উপরে সেলফোনের (বা অন্য ডিভাইস) পিছনের কভার খুলে এডাপটার যুক্ত করে প্যাডের উপরে রাখলে সয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকবে, যা ওয়াল প্লাগের মতই চার্জ হবে। তবে চার্জারের প্যাডটি তারের মাধ্যমে পাওয়ার পাবে যে কোন প্লাগ থেকে। মটোরলাসহ বেশ কিছু মডেলের জন্য ৮৯.৯৯ ডলারের এই প্যাড ও এডাপটার পাওয়া যাচ্ছে। এবিষয়ে বিস্তারিত জানা যাবে পণ্যের ওয়েব সাইট www.wildcharge.com থেকে।
Thanks. But when it will come to our Bangladesh then please write. ok wish a good luck.
আপনার এ লেখাটিকে একটি স্থানীয় ম্যাগাজিনে তুলতে চাচ্ছি। আশা করছি আপনি আপত্তি করবেন না। অবশ্যই সূত্র ও কৃতিত্বসহ।
kub valo akti aviskar……….
ভাল পোস্ট
well.
ইংরেজি গ্রামার শিখুন বাংলা ভাষায় অতি সহজে