ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) আমেরিকার সাউথার্ন উটাতে প্রতি বৎসর অনুষ্ঠিত রোবটিক্স চ্যালেঞ্জের উপর পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। এ বৎসর অনুষ্ঠিত ইউআরসি-২০২১ এ বিভিন্ন মহাদেশ হতে ১০৫ টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপে প্রতিযোগিতার পর চূড়ান্তপর্বে ৩৬ টি দল নির্বাচিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ হতে এমআইএসটি (মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজী)’র একটি দল অংশগ্রহণ করে বিশ্ব চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। আমেরিকা-ইউরোপসহ বিভিন্ন মহাদেশ হতে অংশগ্রহণকারী অন্যান্য দলকে পেছনে ফেলে “এমআইএসটি- মঙ্গল বারতা”র এই অর্জন অত্যন্ত বিরল যা ইউআরসি’র ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। দলটির সুপারভাইজার ছিলেন এমআইএসটি’র সিএসই বিভাগের কর্ণেল মোঃ শাহজাহান মজিব এবং অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।
Leave a comment