উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

বিনামূল্যে রিসার্চ পেপার ডাউনলোডের সহজ উপায়

Share
Share

লেখক- আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।

গবেষণায় ভালো করার জন্য অনেক গবেষণা পেপার পড়া খুবই জরুরি। তবে অনেক সময় দেখা যায়, অনেক আর্টিকেল পড়তে বা ডাউনলোড করতে হলে যেগুলো Open Access নয়, সেগুলোতে পেমেন্ট করতে বলা হয়। একজন শিক্ষার্থী বা গবেষকের জন্য এতগুলো আর্টিকেল কিনে পড়া একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাহলে কীভাবে পেইড আর্টিকেলগুলো (Subscription) বিনামূল্যে ডাউনলোড করা সম্ভব? আজ এমন কিছু সাইটের কথা বলব, যেখান থেকে পেইড আর্টিকেলগুলো বিনামূল্যে ডাউনলোড করা যাবে, অর্থাৎ পেমেন্ট ছাড়াই।

Sci-Hub

Sci-Hub আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিতর্কিত প্রকল্পগুলির মধ্যে একটি। Sci-Hub ওয়েবসাইট হতে 1980 থেকে 2020 সালের মধ্যে প্রকাশিত বেশিরভাগ আর্টিকেল বিনামূল্যে ডাউনলোড করা যায়। Sci-Hub-এর ডোমেইন বিভিন্ন সময় এবং দেশে ভিন্ন হতে পারে, যেমন: sci-hub (.st, .se, .ren, .do, .ee) ইত্যাদি। প্রথমে, আপনি যে গবেষণা পত্রটি ডাউনলোড করতে চান, তার DOI (Digital Object Identifier) নম্বর বা টাইটেল সংগ্রহ করুন। তারপর ব্রাউজারে গিয়ে Sci-Hub-এর ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি সার্চ বক্স দেখতে পাবেন। সেখানে আপনার সংগ্রহ করা DOI নম্বর বা টাইটেল পেস্ট করুন। DOI নম্বরটি পেস্ট করার পর “Open” অথবা সার্চ বাটনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেলটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি PDF ফাইল ডাউনলোড করতে পারবেন। তবে মনে রাখতে হবে, Sci-Hub-এর মাধ্যমে সাম্প্রতিক প্রকাশিত অনেক আর্টিকেল ডাউনলোড করা সম্ভব নাও হতে পারে। এই ওয়েবসাইটটির ব্যবহার কতটা ইথিক্যাল, তা নিয়ে বিতর্ক রয়েছে, তাই এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

Science Hub Mutual Aid Community

সাম্প্রতিক প্রকাশিত আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল আছে যেগুলো কোনো কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা সম্ভব হয় না। এ ক্ষেত্রে Science Hub Mutual Aid Community (www.wosonhj.com) অনেকটা শেষ ভরসার মতো। এই সাইটে সাইন আপ করে প্রতিদিন অন্তত একবার লগইন করে ভিজিট করলে ১০ পয়েন্ট পাওয়া যায়। এই পয়েন্ট দিয়ে পেইড আর্টিকেল ফ্রিতে পাওয়া যায়। এজন্য, এই ওয়েবসাইটে গিয়ে “post for help” অপশনে যেকোনো আর্টিকেলের DOI নম্বর লিখে “Quick Search” অপশনে ক্লিক করুন। তখন ওই আর্টিকেলের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যদি চেক করে বিস্তারিত সব তথ্য ঠিক পান, তাহলে “New Reward” অপশনে ক্লিক করলে ৪-৫ মিনিটের মধ্যেই কেউ না কেউ যে ইমেইলে সাইন ইন করেছেন, সেই ইমেইলে আর্টিকেলটি পাঠিয়ে দেবে।

Telegram

Telegram অ্যাপ (https://telegram.org/) ব্যবহার করে @nexux_search_brian_bot এর মাধ্যমে গবেষণাপত্র ডাউনলোড করা যায়। এজন্য প্রথমে Telegram অ্যাপটি খুলুন এবং @nexux_search_brian_bot-এ যোগ দিন। এরপর, যে আর্টিকেলটি ডাউনলোড করতে চান, সেই আর্টিকেলের DOI কপি করে এই বটটিতে পেস্ট করুন। কিছু সময় পর, বটটি আপনার জন্য PDF ফাইল প্রদর্শন করবে, যা আপনি ডাউনলোড করতে পারবেন।

এর পাশাপাশি Zlibrary (https://z-lib.id/) ওয়েবসাইটে ও অনেক আর্টিকেল ডাউনলোড করা যায়। আর যদি উপরের কোনও মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত আর্টিকেল না পান, তাহলে ResearchGate (https://www.researchgate.net/) অথবা সেই জার্নালের সংশ্লিষ্ট আর্টিকেলে গিয়ে লেখককে ইমেইল করে কপি চাইতে পারেন।


বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/1PJMzziHgF/

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org