সাক্ষাৎকার

#৬৪ সাক্ষাৎকার: সাইবার সিকিউরিটি বিজ্ঞানী ড. নূরুল  মোমেন

Share
Share

বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাৎকারের এই #৬৪ তম পর্বে এইবার কথা বলেছিলাম সাইবার সিকিউরিটি বিষয়ের বিজ্ঞানী ড. নূরুল  মোমেন এর সাথে। তিনি বর্তমানে সুইডেনের Blekinge Institute of Technology সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। 

বিজ্ঞানীর প্রোফাইল: 

ড. নূরুল মোমেন রাজশাহী ক্যাডেট কলেজে পড়ার পরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এবং তথ্যপ্রযুক্তিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।এরপরে তিনি হুয়াওয়েই নামক কোম্পানিতে নেটওয়ার্ক সলিউশন ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন। কিন্তু বিজ্ঞানী হবার আগ্রহের কারণে তিনি বিদেশে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেন। EIT Digital Master Program এর আওতায় প্রথমে ইতালির Università di Trento এবং জার্মানির Technische Universität Berlin বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি সুইডেনের কার্লস্টাড (Karlstad)  বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। 

সাক্ষাৎকারের চুম্বক অংশগুলি হল:

  • বিজ্ঞান নিয়ে কাজ করার পাশাপাশি Lamudi নামের একটি স্টার্টআপের সাথে যুক্ত ছিলেন। সেখানে তার অভিজ্ঞতা তিনি সাক্ষাৎকারে বলেন। 
  • সাক্ষাৎকারে তিনি সাইবার সিকিউরিটির চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আমাদের অনেক ডিজাটাল সম্পদ অনলাইনে চলে যাবার কারণে তা আমাদের বর্তমান জীবন ব্যবস্থায় অনেক প্রভাব ফেলছে। 
  • করোনা কালিন সময়ে তিনি ইউরোপের কনটাক্ট ট্রেসিং এর সলিউশন নিয়ে কাজ করেন এবং সেখানে যেন ব্যবহারকারিদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে সেটা নিয়ে কাজ করেছেন। 
  • কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তিনি বেশ কিছু কাজ করছেন। কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার মার্কেটপ্লেস হতে পারে, এবং তার চ্যালেঞ্জগুলি নিয়ে তিনি বিস্তারিত বলেছেন।  
  • কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য বিভিন্ন ধরনের মডেল তৈরী হচ্ছে। এখন এই মডেলগুলির দায়িত্ব কার? সেটি নিয়ে তিনি আলেোচনা করেন। এইখানে বিভিন্ন ধরনের human factor গুলিকে ভাবতে হবে। 

বিজ্ঞানী হবার টিপস

যারা বৈজ্ঞানিক হতে চান তাদের তিনি নিম্নের টিপসগুলি দিলেন,

  • প্রতিটি মানুষই স্বতন্ত্র এবং তার গুনাগুনকে কাজে লাগাতে হবে। নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে হবে। 
  • পরিশ্রম করে নিজের লক্ষ্য এবং উদ্দ্যেশ্যকে সফল করার জন্য সেচেষ্ট হয়ে লেগে থাকতে হবে। 

ড. নূরুল মোমেন কে ধন্যবাদ বিজ্ঞানী ডট অর্গ এর জন্য সময় দেবার জন্য। 

সাক্ষাৎকার গ্রহণ: ড. মশিউর রহমান

তারিখ: ১ মে ২০২৩

সাক্ষাৎকারের ভিডিও লিংক: https://youtu.be/v3zfHN8A2wE

রেফারেন্স:

  • ড. নূরুল মোমেন এর লিংকডইন https://www.linkedin.com/in/momennurul/ 
  • ব্যক্তিগত ওয়েবসাইট: https://www.bth.se/eng/staff/nurul-momen-nmo/
  • ড. নূরুল মোমেন এর ইমেইল এড্রেস:[email protected] 
Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
সাক্ষাৎকার

ড. নওরীন হক: একজন উদ্ভাবনী গবেষক ও শিক্ষিকা!

ড. নওরীন হক গবেষণার পাশাপাশি RIT-এর সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে কোর্স ইন্সট্রাক্টর হিসেবে...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

মহাবিশ্বের অজানা রহস্য: ড. সৈয়দ আশরাফ উদ্দিনের গবেষণা এবং ভাবনা!

ড. সৈয়দ আশরাফ উদ্দিন, একজন নিবেদিত শিক্ষক ও গবেষক, বর্তমানে University of...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

রেডিও ওভার ফাইবার: উচ্চগতির ডেটা ট্রান্সমিশনে ভবিষ্যৎ প্রযুক্তি ও এর সম্ভাবনা!

বর্তমানে প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে, উচ্চগতির ডেটা ট্রান্সমিশন একটি বড় চ্যালেঞ্জ হয়ে...

চিকিৎসা বিদ্যাসাক্ষাৎকার

ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত: ড. ইশতিয়াক রশিদের পথচলার গল্প!

ইশতিয়াক রশিদ, একজন প্রক্রিয়া উন্নয়ন বিজ্ঞানী, ক্যান্সার চিকিৎসায় ডিএনএ সংশোধন প্রক্রিয়ার ভূমিকা...

সাক্ষাৎকারসাধারণ বিজ্ঞান

ম্যাটেরিয়ালস এবং রিলায়েবিলিটি এর বিজ্ঞানী ড. রাশেদ ইসলামের সাক্ষাৎকার

আজ আমরা বিজ্ঞানী.অর্গ-এর পক্ষ থেকে কথা বলেছি বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. রাশেদ...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.