বিজ্ঞানী অর্গ (biggani.org) আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ উপাদান বিজ্ঞানী ও প্রকৌশলী
ড. মোহাম্মদ সাগর হোসেন–এর সঙ্গে একটি বিশেষ অনলাইন সাক্ষাৎকার আয়োজন করা হয়েছে।
ড. মোহাম্মদ সাগর হোসেন বর্তমানে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় গ্রেটোরিক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। তিনি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবুরি থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি অর্জন করেছেন এবং পলিমার বিজ্ঞান, টেকসই প্লাস্টিক রিসাইক্লিং, থ্রিডি প্রিন্টিং, বায়োডিগ্রেডেবল উপকরণ ও শিল্পভিত্তিক গবেষণায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
এই সাক্ষাৎকারে ড. সাগর হোসেন তার গবেষণাজীবনের অভিজ্ঞতা, একাডেমিক গবেষণা থেকে শিল্পখাতে কাজের বাস্তবতা, টেকসই উপাদান উন্নয়নের ভবিষ্যৎ, এবং বাংলাদেশের তরুণদের জন্য গবেষণা ও বিজ্ঞানচর্চার সম্ভাবনা নিয়ে কথা বলবেন। বিশেষভাবে আলোচনায় আসবে—কীভাবে আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাধান গড়ে তোলা যায়।
🗓️ ইভেন্টের তারিখ, সময় ও যোগদানের লিংক
📌 রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/CtZfLDDr5tGcKRCn6
ইভেন্টের সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, সকাল ১০ (বাংলাদেশ সময়)
উপস্থাপক: তাহসিন আহমেদ সুপ্তি
সহকারি উপস্থাপক: হাসনা বানু মমু
বিজ্ঞান ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থী, তরুণ গবেষক এবং আগ্রহী পাঠকদের এই আয়োজনটি সরাসরি অনুসরণ করার জন্য বিজ্ঞানী অর্গ–এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে।

Leave a comment