উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

ফ্রি ডেটা সায়েন্স কোর্স

Share
Share

লেখক- আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।

বর্তমানে ডেটা সায়েন্স (Data Science) অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের ক্যারিয়ারের জন্য অসাধারণ একটি ক্ষেত্র। তাই যারা একদম শুরু থেকে ডেটা সায়েন্স, ডেটা ভিজুয়ালাইজেশন এবং ডেটা এনালাইসিস শিখতে আগ্রহী, তাদের জন্য Harvard University এর ফ্রি ডেটা সায়েন্স কোর্স একটি বিশাল সুযোগ হতে পারে। edX প্ল্যাটফর্মের মাধ্যমে হার্ভার্ড সম্পূর্ণ ফ্রি কোর্স এবং সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করেছে।

হার্ভার্ডের কোর্সগুলো সহজবোধ্য এবং নতুন শিক্ষার্থীদের জন্য উপযোগী। এছাড়াও হার্ভার্ড বর্তমানে CS50 কোডের অধীনে কিছু ফ্রি কোর্স অফার করছে, যার মধ্যে কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, পাইথন প্রোগ্রামিং এবং বিজনেসের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

কোর্স লিঙ্ক: https://www.edx.org/…/harvard-university-data-science…


বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/1PJMzziHgF/

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ