লেখক- আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।
তরুণ গবেষকদের জন্য জার্মানির Einstein Forum এবং Wittenstein Foundation এক অনন্য সুযোগ দিচ্ছে আইনস্টাইন ফেলোশিপ ২০২৬। এই ফেলোশিপের আওতায় নির্বাচিত গবেষক জার্মানির Caputh, Brandenburg, আইনস্টাইনের গ্রীষ্মকালীন বাড়ির বাগান কটেজে (garden cottage of Einstein`s own summerhouse) পাঁচ থেকে ছয় মাস থাকার সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে গবেষণার জন্য ১০,০০০ ইউরো স্টাইপেন্ড এবং সম্পূর্ণ ভ্রমণ খরচ দেওয়া হবে। ফেলোশিপের সুবিধাভোগীরা Potsdam ও বার্লিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সংস্পর্শে এসে গবেষণা করার সুযোগ পাবেন।
আবেদনকারীদের ৩৫ বছরের কম বয়সী হতে হবে এবং মানবিক (Humanities), সামাজিক বিজ্ঞান (Social Sciences) বা প্রাকৃতিক বিজ্ঞান (Natural Sciences)-এ বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে আপডেটেড সিভি (CV), দুই পৃষ্ঠার Project proposal এবং দুইটি Recommendation Letter জমা দিতে হবে। তবে আবেদনকারীদের জন্য TOEFL বা IELTS স্কোর জমা দেওয়া বাধ্যতামূলক নয়।
আবেদনের শেষ তারিখ ১৫ মে, ২০২৫।
আবেদনের লিংক:
Einstein Forum: https://shorturl.at/a4fs0
Application Link: https://shorturl.at/CnFgd
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/15fa7ccFbC
Leave a comment